Famous Shiva Temples: একনজরে দেখে নিন দেশের দশটি জাগ্রত শিব মন্দির সম্পর্কে

10 Famous Shiva Temples of the country at a glance: দেবাদিদেব মহাদেবকে ভক্তিভরে ডাকলে তিনি অবশ্যই ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। মহাশিবরাত্রির দিন হল তাকে ডাকার এবং তার কাছে মনের সমস্ত ইচ্ছে প্রকাশ করার সর্বশ্রেষ্ঠ দিন। এই দিন দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরগুলোতে ভক্তদের ঢল নামে। সারাবছর শিব ভক্তরা এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকে। এই বিশেষ দিনে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবাদিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক জাগ্রত শিব মন্দির। আজকের প্রতিবেদনে তার মধ্যেই দশটি জনপ্রিয় এবং জাগ্রত শিব মন্দির (Famous Shiva Temples) সম্পর্কে তুলে ধরা হবে।

ত্রিম্বকেশ্বর মন্দির, মহারাষ্ট্র

হিন্দু পুরাণ থেকে আমরা জানতে পারি যে, স্ত্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন। এই স্থানে নদী নিয়ে আসার জন্য তিনি শিবের কাছে প্রার্থনা জানান এবং তারপরই তাঁর সেই প্রার্থনা পূরণ করেন মহাদেব। সেই কাহিনিকে স্মরণ করেই শিবের ত্রিম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে।

তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ

তারকেশ্বরের শিব মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে অবস্থিত। পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম ও বহু প্রাচীন (Famous Shiva Temples) মন্দির এটি। বাংলা বছরের শ্রাবণ মাসে এবং বিশেষ বিশেষ দিনে এইখানে ভক্তদের বিশাল ঢল নামে।

বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ড

আপনারা অনেকেই জানেন যে, ১২ জ্যোতির্লিঙ্গের একটি বৈদ্যনাথ মন্দিরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরো ২১ টি মন্দির রয়েছে। শোনা যায় যে শিবকে সন্তুষ্ট করার জন্য রাবণ এখানে তপস্যা করেছিলেন। এটি অন্যতম জাগ্রত ও প্রসিদ্ধ শিব মন্দির (Famous Shiva Temples)।

লিঙ্গরাজ মন্দির, ওড়িশা

উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির(Famous Shiva Temples)। এখানে শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে বিরাজ করছেন।

আরো পড়ুনঃ রামলালার সঙ্গে হুবহু মিল; অবশেষে উদ্ধার হল বিষ্ণুর দশম অবতার মূর্তি

সোমনাথ মন্দির, গুজরাট

দেশের বিভিন্ন শিব মন্দিরের মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির কিন্তু বেশ প্রসিদ্ধ। এই শিব মন্দির কিন্তু ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে পবিত্রতম। আপনারা জানেন কি সোমনাথ মন্দিরটি ‘চিরন্তন পীঠ’ নামে পরিচিত(Famous Shiva Temples)। কারণ অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্বর পুনর্নিমিত করা হয়। এই মন্দিরের শিব, ‘সোমেশ্বর মহাদেব’ নামে পরিচিত।

অমরনাথ মন্দির, কাশ্মীর

এবার আলোচনা করা যাক অমরনাথ মন্দির সম্পর্কে এটি ভারতের পরিচিত তীর্থ স্থানগুলির মধ্যে প্রাচীন এবং অন্যতম। তবে পথ খুবই দুর্গম এবং এটি সমতল থেকে ৩,৮৮৮ মিটার অর্থাৎ ১২,৭৫৬ ফুট উঁচু একটি গুহাতে অবস্থিত। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। গুহাটির চারিদিকের পাহাড়গুলি সাদা তুষারে আবৃত থাকে বছরের বেশিরভাগ সময়। গুহার প্রবেশ পথও বরফ ঢাকা থাকে। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে আকার নেয় শিবলিঙ্গের।

কাশী বিশ্বনাথ, উত্তর প্রদেশ

ভারতীয় সংস্কৃতির সঠিক বিবরণ যদি আপনি জানতে চান তাহলে একবার আপনাকে ঘুরে আসতেই হবে উত্তর প্রদেশের বারাণসীতে। এখানে না গেলে আপনি ভারতবর্ষকে সঠিকভাবে কখনো চিনতেই পারবেন না। ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো কাশী বিশ্বনাথ মন্দির। এটি ভারতের বহু প্রাচীন এবং বিখ্যাত শিব মন্দির (Famous Shiva Temples)। এমনকি আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের ১৫.৫ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া।

আরো পড়ুনঃ এই একটি মন্ত্রের জোরেই জীবন থেকে সব পাপ ধুয়ে মুছে দূর হয়ে যাবে

মুরুদেশ্বর মন্দির, কর্ণাটক

বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিবমূর্তি অবস্থিত আরব সাগরের তীরের কর্ণাটকে। মুরুদেশ্বর মন্দিরে ভারতের অন্যতম জাগ্রত শিব মন্দির। শিবের ওপর নাম মুরুদেশ্বর এবং সেখান থেকেই এই মন্দিরের নামকরণ হয়েছে।

কোটিলিঙ্গেশ্বর , কর্ণাটক

কর্নাটকের এই শিব মন্দিরটির বিশেষত্ব হলো এখানে রয়েছে এক কোটি শিব লিঙ্গ। এছাড়াও এখানে ৩৩ মিটার উঁচু শিব লিঙ্গ রয়েছে।

কেদারনাথ, উত্তরাখণ্ড

কেদারনাথ যাত্রা করার ইচ্ছা প্রত্যেক ভারতীয়দের মধ্যেই থাকে। হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান হলো এটি। তবে পথ কিন্তু খুবই দুর্গম এমনকি মন্দিরে যাওয়ার জন্য কোনও সড়কপথ নেই। ১২ জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথে অবস্থিত।