Chanting Ganesh Mantra: ছুটে আসবে সুখ-শান্তি, জপ করতে হবে গণেশের এই ৫ মহামন্ত্র! তবে সব দিন নয়!

by Chanting Ganesh Mantra happiness and peace will come: হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার জন্য নিবেদিত। সেই অনুযায়ী বুধবার দিনটি ভগবান গণেশ এর দিন বলে চিহ্নিত করা হয়। এই দিন ভক্তি সহকারে গণেশের পুজো করলে যেমন ভগবান গণেশের কৃপা লাভ করা সম্ভব ঠিক তেমনি জাতকের জন্ম কুন্ডলিতে থাকা বুধ গ্রহ সংক্রান্ত যে কোনো দোষ দূর হয়। হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা। যে কোনো শুভ অনুষ্ঠান গণেশ বন্দনার মাধ্যমে শুরু করলে সেই কাজে কোনো বাধা বিঘ্ন আসে না বলেই বিশ্বাস করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। তবে এক্ষেত্রে সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে গণেশের জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে গণেশের ৫ টি মহামন্ত্রের উল্লেখ থাকলেও কোন মন্ত্র ঠিক কোন সময় জপ করা উচিত তার সঠিক পদ্ধতি জেনে নিন (Chanting Ganesh Mantra)।

কারণ সঠিক সময় সঠিক মন্ত্র উচ্চারণ করলেই জীবন থেকে সমস্ত বাধা-বিপদকে দূর করা সম্ভব।

১) গজনান্দ একাক্ষর মন্ত্র- “ওম গং গণপতয়ে নমঃ।।”

২) গণেশকে খুশি করার মন্ত্র-
“ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভঃ।
নির্বিঘ্নং কুরু মে দেব, সর্ব কার্যেষু সর্বদা।।”

৩) পন্ড হওয়া কাজের পুনরায় শুরু ও সাফল্য লাভের মন্ত্র –
“ত্রয়ীময়ায়াখিলবুদ্ধিদাত্রে বুদ্ধিপ্রদীপায় সুরাধিপায়।
নিত্যায় সত্যায় চ নিত্যবুদ্ধি নিত্যং নিরীহায় নমোস্তু নিত্যম্”।।

৪) গণেশ গায়ত্রী মন্ত্র- “ওম একদন্তায় বিহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তিঃ প্রচোদয়াৎ।।”

৫) যে কোনো সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার মন্ত্র-
“গণপতির্বিঘ্নরাজো লম্বতুণ্ডো গজাননঃ।
দ্বৈমাতুরশ্চ হেরম্ব একদন্তো গণাধিপঃ।।
বিনায়কশ্চারুকর্ণঃ পশুপালো ভবাত্মজঃ।
দ্বাদশৈতানি নামানি প্রাতরুত্থায় যঃ পঠেৎ।।
বিশ্বং তস্য ভবেদ্বশয়ং ন চ বিঘ্নং ভবেৎ ক্বচিৎ”

এছাড়াও আরো দুটি মন্ত্রের (Chanting Ganesh Mantra) মাধ্যমেও গণেশের কৃপা লাভ করা সম্ভব। সেগুলো হলো –

১) গণেশ কুবের মন্ত্র- “ওম নমো গণপত্যে কুবের যেকদ্রিকো ফট্ স্বাহা।”

২) গ্রহ দোষ মুক্তি মন্ত্র-
“গণপুজ্যো বক্রতুণ্ড একদংষ্ট্রী ত্রিয়ম্বকঃ।
নীলগ্রীবো লম্বোদরো বিকটো বিঘ্ররাজকঃ।।
ধূম্রবর্ণো ভালচন্দ্রো দশমস্তু বিনায়কঃ।
গণপর্তিহস্তিমুখো দ্বাদশারে যজেদ্গণম্।।”

শুধু মন্ত্র গুলির দ্বারাই নয়, বিশেষ কয়েকটি কাজ করলে অত্যন্ত খুশি হন গণপতি। জানুন সেগুলি কি কি

১) সিঁদূরের রং গণেশের অত্যন্ত প্রিয়। তাই শাস্ত্র অনুসারে গণেশকে সিঁদূর নিবেদন করা শুভ। এ সময়ে “সিন্দুরং শোভনং রক্তং সৌভাগ্যং সুখবর্ধনম্। শুভদং কামদং চৈব সিন্দূরং প্রতিগৃহ্যতাম্।। ওম গং গণপতয়ে নমঃ।” মন্ত্রটি জপ করলে (Chanting Ganesh Mantra) তার কৃপা পাওয়া সম্ভব।

২) প্রতিদিন ভোরে স্নান সেরে গণপতির মাথায় দূর্বা রেখে ভক্তি ভরে তার আরাধনা করুন। দূর্বা অর্পণ করার সময়ে “ইদং দূর্বাদলং ওম গং গণপতয়ে নমঃ” মন্ত্রটি জপ করুন। এতেই খুশি হবেন গণেশ।

৩) অক্ষত বা অখণ্ড চাল গণেশকে নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন। এই চাল জলে ভিজিয়ে “ইদং অক্ষতম্ ওম গং গণপতয়ে নমঃ” মন্ত্রটি জপ করার (Chanting Ganesh Mantra) মাধ্যমে তিন বার এই চাল গণেশকে নিবেদন করতে হবে।

৪) শাস্ত্র বিশেষজ্ঞদের মতে শমী গাছের পুজো করলে শনিদেব ও ভগবান গণেশ উভয়েই খুশি হন ও বর প্রদান করেন। প্রাচীন মহাকাব্য রামায়ণ অনুসারে জানা যায় রাবণকে পরাজিত করার জন্য রামচন্দ্র শমী গাছের পুজো করেছিলেন। শমী পাতা গণেশকে নিবেদন করলে তিনি খুশি হয়ে আশীর্বাদ প্রদান করেন। এর মাধ্যমে ভক্তের ধন এবং সুখ বৃদ্ধি হয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?