Tarpan rituals: মহালয়ার ভোরে তর্পণ! তার আগে জেনে নিন বাপ-ঠাকুরদার তর্পণের মন্ত্র

Mantra of early morning Tarpan in Mahalaya: পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সুচনালগ্নে অনুষ্ঠিত হয় তর্পণ৷ মৃত পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় মহালয়ার পুণ্যতিথিতে সর্বপিতৃ অমবস্যায় পূর্বপুরুষের তর্পণ ও শ্রাদ্ধ করা হয়৷ বিশ্বাস করা হয় এই কাজ করলে তাদের আত্মা শান্তি পায় এবং তারা শান্তিতে স্বর্গধামে বাস করতে পারেন (Tarpan rituals)৷

কিন্তু এই তর্পণের নির্দিষ্ট কিছু মন্ত্র আছে (Tarpan rituals)৷ এই মন্ত্রগুলি মেনে তর্পণের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলে তবেই পূর্বপুরুষকে জলদানের কাজ সম্পন্ন হয়৷ জেনে নিন তর্পণ করার সময় কোন মন্ত্রগুলি উচ্চারণ করবেন-

ঠাকুরদার তর্পণ মন্ত্র- শাস্ত্র অনুযায়ী ঠাকুরদার তর্পণ করার সময়ে প্রথমে নিজের গোত্র ও নাম বলে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে৷ “গোত্রে অস্মত্পিতামহ (ঠাকুরদার নাম) শর্মা বসুরূপৎ তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জলং বা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ”৷

ঠাকুরমার তর্পণ মন্ত্র- ঠাকুরমার তর্পণের সময়েও নিজের নাম ও গোত্র বলার পর এই মন্ত্রটি জপ করবেন- “গোত্রে পিতামাং (ঠাকুরমার নাম) দেবী বসুরূপাস্ত তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জল বা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ”৷

পিতার তর্পণ মন্ত্র- নিজের পিতার তর্পণের সময় গঙ্গাজলে দুধ, তিল ও জব মিশিয়ে তিনবার পিতার উদ্দেশে তা জলে বিসর্জন দিতে হবে। জল দেওয়ার সময়ে ধ্যান করতে হবে। তার পর নাম-গোত্র বলে এই মন্ত্র জপ করতে হবে- “গোত্রে অস্মতপিতা (পিতার নাম) শর্মা বসুরূপৎ তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জলং বা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ”৷

মায়ের তর্পণ মন্ত্র- মায়ের তর্পণ করার সময়ে নাম গোত্র উচ্চারণ করে এই মন্ত্র জপ করতে হবে “গোত্রে মাং (মায়ের নাম) দেবী বসুরূপাস্ত তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জল বা তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ, তস্মৈ স্বধা নমঃ”৷

মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনকেই বলা হয় শ্রাদ্ধ৷ তাই আসন্ন মহালয়ার তর্পণে শ্রদ্ধাভরে সব নিয়ম মেনে তাদের স্মরণ করুন, পিণ্ডদান ও জলদান করুন (Tarpan rituals)৷ অবশ্যই তাদের আশীর্বাদ লাভ করবেন৷