Hanuman puja rituals: মঙ্গলবার বজরংবলির পুজোয় করুণ এই বিশেষ কাজ! সকল সমস্যা দূর হবে নিমেষে!

Follow these rituals in Hanuman puja: সপ্তাহের ৭ টি দিনের মধ্যে মঙ্গল বার দিনটি হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে বজরংবলির উদ্যেশ্যে নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় এই দিন ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান বজরংবলির পুজো করলে কোনো বাধা-বিপত্তি সেই ভক্তের জীবনে প্রভাব বিস্তার করতে পারে না। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিশ্বাস করেন মঙ্গলবার দিন সঠিক নিয়ম মেনে হনুমানজির পুজো (Hanuman puja rituals) করলে জীবন থেকে যেমন খুব তাড়াতাড়ি সমস্ত সংকট দূর হয়ে যায় ঠিক তেমনি বাড়িতে সুখ শান্তি ফিরে আসে। মঙ্গলবার উপবাস রেখে ভক্তি সহকারে হনুমানজির পুজো করলে জন্ম কুণ্ডলীতে থাকা যে কোনো ধরনের দোষ দূর হয়।

শাস্ত্র অনুসারে বলা হয় মঙ্গলবার দিন রাম ভক্ত হনুমানের সামনে রাম নাম জপ করলেও হনুমানজি অত্যন্ত তুষ্ট হন এবং সেই ভক্তকে আশীর্বাদ করেন। হনুমানজির আশীর্বাদ লাভ করার জন্য মঙ্গলবার দিন স্নান করে ধ্যান সম্পন্ন করার পর হনুমানজির (Hanuman puja rituals) পুজো করা উচিত এবং পুজোর সময় জটায়ুর লেখা শ্রী রাম স্তোত্র পাঠ করা উচিত। এই স্তোত্র পাঠ করলে বাড়ির পরিবেশ সবসময় সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। কারণ শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় মঙ্গলবার দিন হনুমানের সঙ্গে শ্রী রামচন্দ্রের পুজো করলেও পরিবার থেকে অশান্তির পরিবেশ একেবারে দূর হয়ে যায়। জেনে নিন জটায়ুর লেখা শ্রী রাম স্তোত্রটি।

“অগণিতগুণমপ্রমেযমাদ্যং সকলজগত্স্থিতিসংযমাদিহেতুম্।

উপরমপরমং পরাত্মভূতং সততমহং প্রণতোঽস্মি রামচন্দ্রম্ ।।১।।

নিরবধিসুখমিন্দিরাকটাক্ষং ক্ষপিতসুরেন্দ্রচতুর্মুখাদিদুঃখম্ ।

নরবরমনিশং নতোঽস্মি রামং বরদমহং বরচাপবাণহস্তম্ ।।২।।

ত্রিভুবনকমনীযরূপমীড্যং রবিশতভাসুরমীহিতপ্রদানম্।

শরণদমনিশং সুরাগমূলে কৃতনিলযং রঘুনন্দনং প্রপদ্যে।। ৩।।

ভববিপিনদবাগ্নিনামধেযং ভবমুখদৈবতদৈবতং দযালুম্ ।

দনুজপতিসহস্রকোটিনাশং রবিতনযাসদৃশং হরিং প্রপদ্যে।। ৪।।

অবিরতভবভাবনাতিদূরং ভববিমুখৈর্মুনিভিঃ সদৈব দৃশ্যম্ ।

ভবজলধিসুতারণাঙ্ঘ্রিপোতং শরণমহং রঘুনন্দনং প্রপদ্যে ।। ৫।।

গিরিশগিরিসুতামনোনিবাসং গিরিবরধারিণমীহিতাভিরামম্ ।

সুরবরদনুজেন্দ্রসেবিতাঙ্ঘ্রিং সুরবরদং রঘুনাযকং প্রপদ্যে।। ৬।।

পরধনপরদারবর্জিতানাং পরগুণভূতিষু তুষ্টমানসানাম্ ।

পরহিতনিরতাত্মনাং সুসেব্যং রঘুবরমম্বুজলোচনং প্রপদ্যে।। ৭।।

স্মিতরুচিরবিকাসিতাননাব্জমতিসুলভং সুররাজনীলনীলম্।

সিতজলরুহচারুনেত্রশোভং রঘুপতিমীশগুরোর্গুরুং প্রপদ্যে।। ৮।।

হরিকমলজশম্ভুরূপভেদাত্ত্বমিহ বিভাসি গুণত্রযানুবৃত্তঃ।

রবিরিব জলপূরিতোদপাত্রেষ্বমরপতিস্তুতিপাত্রমীশমীডে ।।৯।।

রতিপতিশতকোটিসুন্দরাঙ্গং শতপথগোচরভাবনাবিদূরম্ ।

যতিপতিহৃদযে সদা বিভাতং রঘুপতিমার্তিহরং প্রভুং প্রপদ্যে।। ১০।।

ইত্যেবং স্তুবতস্তস্য প্রসন্নোঽভূদ্রঘূত্তম।

উবাচ গচ্ছ ভদ্রং তে মম বিষ্ণোঃ পরং পদম্ ।।১১।।

শৃণোতি য ইদং স্তোত্রং লিখেদ্বা নিযতঃ পঠেত্।

স যাতি মম সারূপ্যং মরণে মত্স্মৃতিং লভেত্ ।।১২।।

ইতি রাঘবভাষিতং তদা শ্রুতবান্ হর্ষসমাকুলো দ্বিজঃ।।

রঘুনন্দনসাম্যমাস্থিতঃ প্রযযৌ ব্রহ্মসুপূজিতং পদম্ ।।১৩।।

ইতি শ্রীমদধ্যাত্মরামাযণে অরণ্যকাণ্ডেঽষ্টমে

সর্গে জটাযুকৃতং শ্রীরামস্তোত্র।।”