Solar Eclipse on New Moon: বছরের প্রথম সূর্যগ্রহণ হবে সোমবতী অমাবস্যাতে; ফলে বিশাল অর্থযোগ এই ৪ রাশির

This year’s New Moon Solar Eclipse results in huge income for these 4 zodiac signs: চলতি বছর প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse on New Moon) হতে চলেছে এপ্রিল মাসের ৮ তারিখ। সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে মোট বারটি রাশির উপর। আপনারা অনেকেই হয়তো জানেন যে ওই দিনেই পালিত হবে সোমবতী অমাবস্যা এবং এই বছরের প্রথম সূর্যগ্রহণ৷ ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাস এবং ঠিক তার পরের দিন থেকেই চৈত্র নবরাত্রি৷ হিন্দু ধর্মের মানুষের কাছে এই দিনগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে।

ভারতবাসীকে নিরাশ হতে হবে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না৷ তাই এর প্রভাব থেকে রাশিগুলি অনেকটাই সুরক্ষিত হতে পেরেছে। কিন্তু মীন রাশিতে সূর্যগ্রহণ ঘটতে চলেছে৷ যার প্রভাব পড়বে সরাসরি চারটি রাশির উপর এবং বদলে যাবে তাদের ভাগ্য। দেখে নিন আপনিও কি আছেন সেই তালিকায়৷

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো হবে এই সময় (Solar Eclipse on New Moon)। উপার্জন বৃদ্ধি হলে সঞ্চয় তার পাশাপাশি বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে একটি নতুন শুরুর যোগ রয়েছে৷ নতুন কিছুতে বিনিয়োগ করার আগে অবশ্যই ভালো করে ভেবে নেবেন।

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে একটি বড় সুযোগ আসতে চলেছে। জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse on New Moon)৷ জীবনের বড় একটি পর্যায়ের অবসান ঘটে যাবে তবে আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে৷ তবে এটাকে ইতিবাচক ভাবে নিন, জীবনে যা-ই হোক না কেন, তাতে মেনে নেওয়াই ভাল৷

আরো পড়ুনঃ আসন্ন চন্দ্রগ্রহণ বদলে দেবে এই চার রাশির ভাগ্য; ফল পাবে হাতেনাতে

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে সৌভাগ্য বার্তা। সূর্যগ্রহণের (Solar Eclipse on New Moon) পর সবকিছু পরিস্কার হয়ে যাবে। বহু দিনের পরিকল্পনা আগামী দিনে পূরণ হবে। এই রাশির জাতকদের অমীমাংসিত কোনো কাজের সমাধান ঘটবে খুব তাড়াতাড়ি।

আরো পড়ুনঃ চন্দ্রগ্রহণের সময় নেশা করলেই জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সাবধান এই তিন রাশি

বৃশ্চিক রাশি

আসন্ন সূর্যগ্রহণ আপনার পেশাগত জীবনে বড় রকমের চমক আনতে চলেছে৷ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন৷ কিন্তু ঝোঁক এর মাথায় হট করে কোন রকম সিদ্ধান্ত নেবেন না। যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে