Rudrashtakam benefits: অলৌকিক এই স্তোত্রমে ৭ দিনেই জীবনে সৌভাগ্য! রামও পাঠ করেছিলেন এই মন্ত্র

Rudrashtakam benefits : সনাতন ধর্মে সর্বাধিক উচ্চতায় রয়েছেন ভগবান মহাদেব। তিনি শুধু এই মনুষ্য জগতের দেবতা নন, তিনি দেবতাদেরও দেবতা। এই জগতে যা কিছুর প্রাণ রয়েছে, সবার আরাধ্য ভগবান শিব। পুরাণ বলে, মহাদেব একজন কোমল এবং সরল হৃদয়ের দেবতা। তাই ভোলেনাথকে খুশি করা সহজ বলেই প্রচলিত। প্রচলিত আছে, কেউ যদি বিশ্বাসের সঙ্গে শিবের স্তব পাঠ করেন, তাহলে তার উপর সর্বদা থাকে মহাদেবের কৃপা।

বলা হয়, শিব এক ঘটি জল এবং একটি বেলপাতাতেই খুশি। তবে মহাদেবের মন্ত্র পাঠ করতে পারলে, তার বিশেষ কৃপা পাওয়া যায়। পুরাণে মহাদেবের একাধিক মন্ত্রের কথা বলা হয়েছে। যার মধ্যে অন্যতম শিবের রুদ্রাষ্টকম মন্ত্র। শিব রুদ্রাষ্টকম স্তব পাঠকে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বলা হয় শ্রী রুদ্রাষ্টকম মন্ত্র পাঠ করলে তাৎক্ষণিক ফল পাওয়া যায়। আসুন জেনে নি এই মন্ত্র পাঠের উপকারিতা এবং পদ্ধতি।

শিব রুদ্রাষ্টকম স্তব্ধের উপকারিতা উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। বলা হয়, শত্রুকে পরাজিত করতে ভগবান শিবের আরাধনা করেছিলেন ভগবান রাম। শত্রুরা রাবণকে পরাজিত করতে রাম শ্রী রুদ্রাষ্টকম স্তুতি পাঠ করেছিলেন। এই মন্ত্র পাঠ করলে শত্রুকে পরাজিত করা যায় সহজেই। শাস্ত্র অনুযায়ী বিশ্বাস এমনটাই।

শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, নিয়মিত রুদ্রাষ্টকম স্তব পাঠ করলে কাঙ্খিত ফল পাওয়া যায়। এই মন্ত্র নিয়মিত পাঠের ফলে নিমেষে দূর হয় জীবন থেকে সমস্ত ঝামেলা। কথিত আছে রুদ্রাষ্টকম মন্ত্র পাঠ করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যায়। এই মন্ত্র পাঠ সাধকের জীবনকে সুখী রাখে। ব্যক্তির মনোবল এবং ভাগ্যবৃদ্ধিতে সহায়তা করে বাড়িতে অথবা মন্দিরে শিবলিঙ্গের সামনে বসে এই মন্ত্র পাঠ করা উচিত। সকাল এবং সন্ধ্যায় নিয়মিতভাবে সাত দিন এই মন্ত্র পাঠ করলে খুব সহজে পাওয়া যায় কাঙ্খিত ফল।

এবার জেনে নিন শিবের শ্রী রুদ্রাষ্টকম স্তব।

নমামীশ মীশান নির্বাণরূপং বিভুং ব্য়াপকং ব্রহ্মবেদ স্বরূপম |নিজং নির্গুণং নির্বিকল্পং নিরীহং চদাকাশ মাকাশবাসং ভজেহম || ১ || নিরাকার মোংকার মূলং তুরীয়ং গিরিজ্ঞান গোতীত মীশং গিরীশম |করালং মহাকালকালং কৃপালং গুণাগার সংসারসারং নতো হম || ২ ||তুষারাদ্রি সংকাশ গৌরং গংভীরং মনোভূতকোটি প্রভা শ্রীশরীরম |স্ফুরন্মৌলিকল্লোলিনী চারুগাংগং লস্ত্ফালবালেংদু ভূষং মহেশম || ৩ || চলত্কুংডলং ভ্রূ সুনেত্রং বিশালং প্রসন্নাননং নীলকংঠং দয়ালুম |মৃগাধীশ চর্মাংবরং মুংডমালং প্রিয়ং শংকরং সর্বনাথং ভজামি || ৪ || প্রচংডং প্রকৃষ্টং প্রগল্ভং পরেশম অখংডম অজং ভানুকোটি প্রকাশম |ত্রয়ী শূল নির্মূলনং শূলপাণিং ভজেহং ভবানীপতিং ভাবগম্য়ম || ৫ || কলাতীত কল্য়াণ কল্পাংতরী সদা সজ্জনানংদদাতা পুরারী |চিদানংদ সংদোহ মোহাপকারী প্রসীদ প্রসীদ প্রভো মন্মধারী || ৬ || ন য়াবদ উমানাথ পাদারবিংদং ভজংতীহ লোকে পরে বা নারাণাম |ন তাবত্সুখং শাংতি সংতাপনাশং প্রসীদ প্রভো সর্বভূতাধিবাস || ৭ || নজানামি য়োগং জপং নৈব পূজাং নতো হং সদা সর্বদা দেব তুভ্য়ম |জরাজন্ম দুঃখৌঘতাতপ্য়মানং প্রভোপাহি অপন্নমীশ প্রসীদ! || ৮ ||