Kojagori Laxmi puja tips: মা লক্ষ্মীর পুজোর থালায় রাখুন এই দুই ফুল, টাকাকড়িতে ফুলেফেঁপে উঠবে ঘর

According to Kojagori tips keep these two flowers in Laxmi puja dish: নিয়ম অনুযায়ী দূর্গা পূজার পরেই মর্ত্যে অবতরণ করেন মা লক্ষ্মী। ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হিসেবে পূজা করা হয় লক্ষ্মী দেবীকে। যে পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই পরিবারে অর্থ কষ্ট দেখা দেয় না। মা লক্ষ্মী সব সময় সদয় থাকে সেই পরিবারের উপর। ফলেই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে সকলেই মায়ের প্রিয় সামগ্রী দিয়ে পূজা দেন। আসন্ন কোজাগরী লক্ষ্মী পূজায় মাকে সন্তুষ্ট করতে জেনে নিন বেশ কিছু লক্ষ্মী টিপস (Kojagori Laxmi puja tips)। যা আপনার গৃহে শুভ প্রভাব আনবে।

সময় তিথি অনুযায়ী শারদ পূর্ণিমার তিথিতে এই কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হয়। ক্যালেন্ডার অনুযায়ী ২৮ শে অক্টোবর শনিবার আপামর বাঙালির ঘরে আরাধনা করা হবে দেবী লক্ষ্মীর। ইতিমধ্যে মাকে প্রসন্ন করার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। পূজার সামগ্রীর দোকানে জমছে ভিড়। তবে শাস্ত্র মতে, কোজাগরী লক্ষ্মীপূজায় মায়ের চরণে যদি এই দুই প্রিয় ফুল নিবেদন করেন মা তাতেই সন্তুষ্ট হয়ে আপনার উপর সদয় হতে পারেন। জানুন মায়ের সেই দুই প্রিয় ফুলের লক্ষ্মী টিপস।

পদ্ম ফুলের উপর বিরাজমান দেবী লক্ষীর অত্যন্ত প্রিয় একটি ফুল হল পদ্মফুল। যার ফলে ইতিমধ্যে চারিদিকেই চাহিদা রয়েছে স্থলপদ্মের। অন্যদিকে জলপদ্মের যা দাম তাতে হাত দিতে পারছেন না মধ্যবিত্ত বাঙালিরা। তবে পদ্মফুল ছাড়াও দেবী লক্ষ্মীর রয়েছে আরো দুটি প্রিয় ফুল। যা থালায় করে মায়ের কাছে অর্পণ করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন।

মা লক্ষ্মীর দুই প্রিয় ফুল

হিন্দু শাস্ত্রমতে, পদ্মফুল ছাড়াও দেবী লক্ষ্মীর আরও দুই প্রিয় ফুল রয়েছে। পুরোহিত তথা জ্যোতিষী মনোজ তিওয়ারি বলেছেন, দেবী লক্ষ্মীর আরাধনায় যদি গাঁদা ফুল এবং লাল গোলাপ নিবেদন করেন এতেও দেবী তুষ্ট হন। সেই পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। ধনলক্ষ্মীর কাছে এই দুই ফুল নিবেদন করলে বেশ কিছু শুভ প্রভাব আসে। আসুন সেই বিষয়ে লক্ষ্মী টিপস জেনে নেওয়া যাক।

গোলাপ গাঁদা অর্পণে শুভ প্রভাব

ফুলের মধ্যে লাল গোলাপ হল অন্যতম একটি ফুল। যা সুন্দর্যের অধিকারী। এই লাল গোলাপ যদি দেবীর চরণে অর্পণ করেন তার মিষ্টি গন্ধে দেবী প্রসন্ন হন। শুক্র গ্রহকে শক্তিশালী করে। পরিবারের সুখ শান্তি আসে। ব্যাপক হারে আর্থিক উন্নতি হয়। অপরদিকে এই সময় গাঁদা ফুলও ফোটে। এই গাঁদা ফুল দিয়েও মা লক্ষ্মীর স্থান সাজাতে পারেন। মূলত গাঁদা ফুল হলো বিষ্ণুর প্রিয় ফুল। যা তার অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে তিনি নিবেদন করেছিলেন। ফলে এই গাঁদা ফুলের থালা সাজিয়ে দেবীর কাছে নিবেদন করলেও দেবী তুষ্ট হন। ধন-সম্পত্তি সহ জ্ঞান লাভ করা যায়। কোজাগরী লক্ষী পূজায় এই লক্ষ্মী টিপস (Kojagori Laxmi puja tips) মেনে চললে ইতিবাচক প্রভাব আসতে বাধ্য।