Plant Vastu shastra: ধন-সম্পত্তি বৃদ্ধি করতে বাড়ির উত্তর দিকে রাখুন এই গাছ; ফল পাবেন হাতেনাতে

According to Vastu shastra, keep this plant in north side of the house to increase wealth: আপনার বাড়ি হল আপনার কাছে সব থেকে প্রিয় জায়গা। সেই কারণেই তাকে নিজের মনের মত সাজানো একান্ত প্রয়োজনীয়। কিন্তু বাড়ি তৈরি করা কিংবা সাজানোর আগে বাস্তুশাস্ত্র (Plant Vastu shastra) মেনে চলা অবশ্যই দরকার। যদি বাস্তুশাস্ত্র না মেনে আপনি এই কাজগুলো করেন তাহলে নেতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনে এবং বাড়িতে। তাই ইতিবাচক ফল লাভ করতে আজকে প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

অনেকেই বাড়ির ছাদে কিংবা বাড়ির ভেতরে গাছ লাগিয়ে থাকেন। বাস্তুশাস্ত্র অনুসারে নির্দিষ্ট দিক মেনে যদি গাছ লাগানো যায় তাহলে আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে। বাস্তুশাস্ত্রমতে (Plant Vastu shastra) দিকের গুরুত্ব অপরিসীম। এমন কিছু গাছ আছে যা সব সময় বাড়ির উত্তর দিকে রাখা উচিত, তা চুম্বকের মতো টাকা আকর্ষণ করে।

বাড়ির ভেতর কিংবা বাইরে যদি গাছ দিয়ে সাজান অবশ্যই তা সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু সব কাজ বাড়ির সবদিকে লাগানো যায় না। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। বাস্তুশাস্ত্র (Plant Vastu shastra) যদি আপনি মানেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার কাজে লাগবে। দেরি না করে আজকে আলোচনা করা বিষয়গুলো আপনার জীবনে পালন করে দেখুন। অবশ্যই আপনি হাতেনাতে এর ফল পাবেন।

আরো পড়ুনঃ মানিপ্ল্যান্টে আজই বাঁধুন এই ধাগা; ফল পাবেন আশ্চর্যজনকভাবে

বাস্তুশাস্ত্র (Plant Vastu shastra) মতে প্রত্যেকটা দিকের জন্য একটি করে গাছ নির্দিষ্ট থাকে। মনে করা হয় বাড়ির উত্তর দিকটি হল কুবেরের স্থান এবং এটি বুধের শক্তিকে জাগ্রত করে। জ্ঞান এবং বুদ্ধিমত্তার সঙ্গে বাড়ির উত্তর দিকের সম্পর্ক নিবিড়। মানুষের উন্নতির পথ প্রশস্ত করার জন্য এই দিকটিতে বিশেষ গাছ লাগানো উচিত। তাহলে জেনে নিতে হবে কোন দিকে কোন গাছ লাগানো উপকারী।

আরো পড়ুনঃ পূরণ হবে মনস্কামনা, বিবাদ-কলহ কেটে গিয়ে আসবে সুখ! নিত্যদিন জপ করুন এই মন্ত্র

বাড়ির উত্তরদিকে মানি প্ল্যান্ট গাছ লাগানো খুবই ভালো। এতে ইতিবাচক প্রভাব পড়বে পরিবারের সদস্যদের উপর। থাকবেনা আর কোনো আর্থিক কষ্ট। এছাড়া জেড প্ল্যান্ট এবং পাতাবাহার গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি এরিকারিয়া এবং এরিকাপাম গাছও আপনার বাড়ির পক্ষে ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো রাখবে এবং আপনার উন্নতি অবশ্যই হবে। তাহলে দেরি না করে আজকেই বাড়িতে লাগাতে পারেন এই গাছগুলি।