Vastu for Entrance: বাড়ির মূল দরজা সর্বদাই হওয়া উচিত এইদিকে; মানুন এই বাস্তু নিয়মগুলি

According to Vastu Shastra, the main entrance of the house should always be in this direction: বাড়ির দরজা হল বাড়িতে শুভ কিংবা অশুভ শক্তির আগমনের প্রধান পথ। যে কোন শুভ কাজে যাওয়ার সময় প্রধান দরজা দিয়েই বেরোতে হয়। আবার যখন কোন অতিথি বাড়িতে প্রবেশ করে এই প্রধান দরজা দিয়ে তাকে প্রবেশ করতে হয়। আপনার জীবনে সৌভাগ্য আসবে নাকি দুর্ভাগ্য তা নির্ধারণ করে দেবে আপনার বাড়ির প্রধান দরজা। তাই প্রধান দরজা (Vastu for Entrance) কোন দিকে রাখা উচিত কিভাবে রাখা উচিত এবং কোন রং করা উচিত সেই বিষয়ে আপনাদের অবশ্যই ভাবতে হবে।

তাহলে বাস্তুশাস্ত্র মেনে আমাদের কিছু নিয়ম অবশ্যই ভালো করতে হবে নিজেদের জীবন এবং বাড়ির মঙ্গলের জন্য। আসুন দেরি না করে জেনে নিই কি কি নিয়ম মানতে হবে বাড়ির প্রধান দরজার বিষয় (Vastu for Entrance)। না জানলে আজকের প্রতিবেদনটি আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে।

প্রধান দরজার (Vastu for Entrance) দোষ কাটানোর জন্য প্রত্যেকদিন সন্ধ্যায় দরজার পাশে ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি বাড়িতে সৌভাগ্য বয়ে আনবে। পাশাপাশি আরো একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে কালো রং কোনদিনও শুভ হয় না। তাই বাড়িতে কখনোই কালো রং প্রবেশ করতে দেবেন না। বাড়ির প্রধান দরজার রং কালো না করাই উচিত। এছাড়াও বাড়ির মূল ফটক কখনোই মাঝখানে হওয়া উচিত নয়, সব সময় এক পাশে থাকলে বাড়ির পক্ষে তো শুভ হয়।

আরো পড়ুনঃ শীঘ্রই শনির উদয়ে ৫ রাশির জাতক জাতিকাদের জীবন দুর্বিষহ হতে চলেছে

খুব গাঢ় রং বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই হালকা রং বাড়ির প্রধান দরজায় (Vastu for Entrance) হওয়া উচিত। বাড়ির প্রধান দরজাতে সর্বদা আকাশী, খয়েরী, কিংবা হালকা হলুদ রং ব্যবহার করা উচিত এতে বাড়িতে ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে। পাশাপাশি আপনার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে শান্তি আসবে। বাড়ির মূল দরজা কখনোই আবদ্ধ রাখবেন না, কোনোভাবেই যাতে নেতিবাচক প্রভাব এখানে প্রবেশ করতে না পারে।

আরো পড়ুনঃ বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি করতে চান? পুজোর সময় মানুন এই পাঁচ নিয়ম

বাড়ির প্রধান দরজা যদি সিঁড়ির উপরে থাকে সেই সিড়ির সংখ্যা অবশ্যই বিজোড় হতে হবে। নেতিবাচক প্রভাব এর ফলে আপনার বাড়ি থেকে দূরে থাকবে। পাশাপাশি আপনি অবশ্যই মাথায় রাখবেন বাড়ির প্রধান দরজায় সন্ধের সময় আলো জ্বালিয়ে রাখবেন। অন্ধকারে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির বৃদ্ধি করবে।