Right time for garbhadharana: বিয়ের পর সন্তান নেবেন বলে ভাবছেন? জানুন সপ্তাহের কোন দিনটি গর্ভধারণের জন্য শুভ

After marriage which is the right time for garbhadharana: প্রত্যেক দম্পতি বিবাহের পর গর্ভধারনের চেষ্টা করে এবং সেটা খুবই সাধারন ব্যাপার। সন্তানের ইচ্ছা প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। কিন্তু জানেন কি গর্ভধারণের জন্য উপযুক্ত সময় থাকে যে কোন দিন এই কাজ করা যায় না। গর্ভধারণের পরিকল্পনা (Right time for garbhadharana) সপ্তাহের সব দিন করা যায় না। যদি করেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে নানা রূপ সমস্যা। বাৎস্যায়ন, কামশাস্ত্র ইত্যাদি প্রভৃতি জায়গাতেই উল্লেখ করা আছে, গর্ভ ধারনের জন্য সপ্তাহের প্রত্যেকটি দিন কিন্তু উপযুক্ত নয় অর্থাৎ সপ্তাহের বিশেষ কিছু দিন আছে যা গর্ভ ধারণের জন্য সঠিক।

এমন ৩টি বিশেষ দিন রয়েছে যে সময়ে কখনোই গর্ভধারণ (Right time for garbhadharana) করা উচিত নয় তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম বিপদ। সপ্তাহের এই তিনটি দিন কখনোই করবেন না গর্ভধারণের চেষ্টা। যার ফল আপনার পক্ষে শুভ হবে না কখনোই। এছাড়া আরেকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সপ্তাহের এই ৩টি দিন যৌন মিলন কখনোই করা উচিত না যার ফল আশানুরূপ হয় না।

আসুন আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নিই সপ্তাহের কোন ৩টি দিন গর্ভ ধারণের পরিকল্পনা করলে বিপদ নেমে আসতে পারে। ১) মঙ্গলবার, ২) শনিবার এবং ৩) রবিবার। সপ্তাহের এই তিনটে দিন ভুল করেও কখনো সিদ্ধান্ত নেবেন না গর্ভধারণের (Right time for garbhadharana)।

মঙ্গলবার

যদি কোন দম্পতি বিবাহের পর মঙ্গলবার সন্তান ধারণের জন্য মিলিত হন, তাদের ওপরে মঙ্গলের কুপ্রভাব পড়ে যা কখনোই শুভ হয় না। এই দিনে যদি গর্ভধারণের (Right time for garbhadharana) চেষ্টা করা হয় তাহলে ভবিষ্যৎ সন্তান খুবই নিষ্ঠুর হবে। পাশাপাশি হিংস্র কাজের সঙ্গে যুক্ত হয়ে পরার সম্ভবনা থেকে যায়।

আরো পড়ুনঃ মাটির তলা থেকে আবির্ভাব হলো এই শিবলিঙ্গ; কোথায় ঘটলো এই কাণ্ড?

শনিবার

এরপর আসে সপ্তাহের শনিবার এবং এই দিনেও যদি কোনও দম্পতি সন্তান ধারণের জন্য মিলিত হয় তার পুরো প্রভাব পড়বে তাদের ভবিষ্যৎ সন্তানের ওপরে যার ফল কখনোই ভালো হয় না। যার ফলে সেই সন্তানের নেতিবাচক চিন্তা ভাবনা দেখা দিতে পারে। এবং জীবনে সে বহুবার দুর্ঘটনার সন্মুখীন হতে পারে।

আরো পড়ুনঃ হোলির আগেই মালামাল হবে এই তিন রাশি; সামনেই আসছে ধনশক্তি রাজযোগ

রবিবার

বিবাহের পর অনেক দম্পতি আছে যারা রবিবার বেছে নেয় সন্তান ধারণের জন্য এবং এই দিনেই তারা মিলিত হয়। কারণ কোনও কিছু শুরু করার জন্য রবিবার অশুভবার বলে মানা হয়। কখনোই আপনারা গর্ভ ধারণের পরিকল্পনা রবিবার করবেন না এই দিনটি এড়িয়ে যাওয়াই ভালো। এই দিন গর্ভ ধারণকারী শিশুর উপর রবি গ্রহের প্রভাব পরে। এর ফলে আপনাদের ভবিষ্যৎ শিশু অতিরিক্ত ক্রোধী হয় এবং হৃদ রোগ সংক্রান্ত কোনও রোগে ভোগান্তি হতে পারে।