Ram mantra: সব সমস্যার মুশকিল আসান রাম মন্ত্র! রইল রামের ৮ মন্ত্রের কার্যকারিতা

All problems of life will be solved by these Ram mantra: হিন্দু ধর্মের অন্যতম দেবতা হিসেবে আখ্যায়িত করা হয় এই দেবতাকে। যাঁর নাম উল্লেখ রয়েছে প্রাচীন ভারতীয় মহাকাব্য বাল্মিকী রচিত রামায়ণে। ভগবান বিষ্ণুর অবতার বলা হয় এই দেবতাকে। যাঁর জন্য তৈরি হচ্ছে অযোধ্যার নতুন রাম মন্দির। কে তিনি তিলি হলেন রামচন্দ্রদেব। যাঁর যার নাম জপ করলে আগমন ঘটে সুখ-শান্তির, দূর হয় নেতিবাচকতা এমনটাই উল্লেখিত রয়েছে শাস্ত্রে। শাস্ত্র মতে, এমন বেশ কিছু রাম মন্ত্র (Ram mantra) রয়েছে যা নিয়মিত উচ্চারণ করলে রামের কৃপা লাভ করা যায়। দেবতার আশীর্বাদে সব রোগ-শোক থেকে মুক্তি ঘটে। সময় নষ্ট কেন জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করতে জেনে নিন রামের এই ৮ মন্ত্র।

প্রচলিত কথা বলে রামের চেয়ে বড় হল রাম নাম। অর্থাৎ রামচন্দ্রদেবের নাম করলে বা রাম মন্ত্র জপ করলে তাতে পুণ্য লাভ হয়। রামের আশীর্বাদ সর্বক্ষণ বজায় থাকে। তবে রাম মন্ত্র (Ram mantra) একটি নয় বিভিন্ন মনস্কামনা পূরণে, দুঃখ-দুর্দশা থেকে মুক্তি পেতে ভিন্ন ভিন্ন রাম মন্ত্র রয়েছে। তাই জেনে নেওয়া যাক কোন রাম মন্ত্র উচ্চারণে কি ফল পাওয়া যাবে।

১) “ওম রাম ওম রাম ওম রাম হীং রাম হীং রাম শ্রীং
রাম শ্রীং রাম – ক্লীং রাম ক্লীং রাম। ফট্ রাম ফট্ রামায় নমঃ।।”

রামচন্দ্রদেবের কৃপা লাভ করতে নিয়মিত জপ করুন এই মন্ত্র। যে কোনো কাজেই সাফল্য লাভ হবে। এই মন্ত্রটি সাফল্য লাভের মন্ত্র।

২) “রাম রামেতি রামেতি রমে রাম মনোরমে।
সহস্ত্র নাম তত্তুন্যং রাম নাম বরাননে।।”

হঠাৎ করে যদি কোনো বিপদে পড়েন, বিপদ থেকে মুক্তির পথ না খুঁজে পান তাহলে এই মন্ত্র জপ করুন। রামচন্দ্রের এই মন্ত্রে অনায়াসে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে।

৩) “শ্রী রাম জয় রাম জয় জয় রাম।
শ্রী রামচন্দ্রায় নমঃ।।”

জীবন নেতিবাচকতায় পরিপূর্ণ? কিছুতেই শুভ শক্তির আগমন ঘটছে না? জপ করুন রামচন্দ্রের এই সরল মন্ত্র। রামের আশীর্বাদ পাওয়া যাবে। নেগেটিভ এনার্জি কেটে গিয়ে পজিটিভ এনার্জির আগমন ঘটবে।

৪) “হে রামা পুরুষোত্তমা নরহরে নারায়ণা কেশাবা।
গোবিন্দা গরুড়ধ্বজা গুণনিধে দামোদরা মাধবা।।
হে কৃষ্ণ কমলাপতে যদুপতে সীতাপতে শ্রীপতে।
বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহিমাম্।।”

পরিবারে ঝামেলা-অশান্তি লেগেছে? কারো সাথেই কারোর মনের মিল হচ্ছে না? সমস্ত কলহ-বিবাদ দূর করতে জপ করুন এই রাম মন্ত্র (Ram mamtra)। ঝগড়া-বিবাদ কেটে গিয়ে সুখ-শান্তির প্রবেশ ঘটবে। সংসারে আনন্দ অনুভূত হবে।

৫) “ওম আপদামপ হর্তারম দাতারং সর্ব সম্পদাম,
লোকাভিরামং শ্রী রামং ভূয়ো ভূয়ো নামাম্যহম!
শ্রী রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ!”

স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম তো করতে হয়। সেই পরিশ্রমের পাশাপাশি যদি এই রাম মন্ত্র জপ করেন তাহলে স্বপ্ন পূরণে কোনো বাধা কাজ করতে পারবে না। সরল পথে লক্ষ্য পূরণ হবেই।

৬) “নাম পাহরূ দিবস নিসি ধ্যান তুম্হার কপাট।
লোচন নিজপদ জন্ত্রিত জাহি প্রাণ কেহি বাট।।”

শাস্ত্র মতে মুক্তি ও প্রভু প্রেমের মন্ত্র হল এই রাম মন্ত্র। যে মন্ত্র নিয়মিত উচ্চারণে প্রভুর প্রতি প্রেম বিকশিত হয়।

৭) “লোকাভিরামং রণরংধীরং রাজীবনেত্রং রঘুবংশনাথ্ম।
কারুণ্যরূপং করুণাকং তং শ্রীরামচন্দ্রং শরণং প্রপদ্যে।।
আপদামপহর্তারম দাতারং সর্বসম্পদাম।
লোকাভিরামং শ্রীরামং ভূয়ো ভূয়ো নামাম্যহম।।”

সমস্যার চাদরে আবৃত? কিছুতেই সমস্যা পিছু ছাড়ছে না? সমস্যা দূরীকরণের মুশকিল আসান এই রাম মন্ত্র। প্রতিদিন জপ করলে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন।

৮) “শ্রী রামচন্দ্রায় নমঃ।।”

রামচন্দ্রের মনস্কামনা পূরণের মন্ত্র হল এই ৮ নম্বর মন্ত্র (Ram mantra)। যে কোনো মনস্কামনা পূরণে রামচন্দ্রের এই মন্ত্র উচ্চারণ করুন ফলপ্রাপ্তি ঘটবেই।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?
Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?