Money Making Tree: এই গাছ লাগালেই দূর হবে সমস্ত সমস্যা; বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি

By planting this Money Making Tree, all problems will be removed: প্রত্যেকটি মানুষ চায় আর্থিক দিক থেকে সচ্ছল হতে। তার জন্য যে কোন উপায় অবলম্বন করতে তারা রাজি। যদি বাড়িতে গাছ লাগিয়ে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন তাহলে অবশ্যই সেটি একটি ভালো উপায় হবে। এই গাছ বাড়িতে লাগালে আপনি এর থেকে আয়ের উৎসের সন্ধান পাবেন এবং আপনার অর্থ লাভ অবশ্যই হবে। আসুন আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নিই কোন গাছ (Money Making Tree) বাড়িতে লাগালে তার থেকে মানুষ লাভবান হতে পারবে।

সুপারি গাছ অনেকের বাড়িতেই লাগানো দেখি এবং তার থেকে যে অর্থ লাভ সম্ভব তা সত্যিই ছিল অজানা। সুপারি চাষের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে সুপারি গাছের (Money Making Tree) চারা বিক্রি করছেন আলিপুরদুয়ারের কিছু যুবক। তারা বাড়িতেই তৈরি করে নিয়েছেন ছোট নার্সারি। এভাবেই তারা আয়ের নতুন পথ খুলে দিয়েছেন সাধারণ মানুষের জন্য।

আরো পড়ুনঃ ১০০ বছর পর ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা; ভাগ্য বদলাবে এই তিন রাশির

এবার জেনে নিতে হবে কোন সময়ে সুপারি চাষ (Money Making Tree) করা উপযুক্ত? যদি আপনি সুপারি চাষ করতে চান তাহলে বর্ষাকালে বীজ পুঁতে দিতে দিন। তবে সুপারি কখনোই কাদাযুক্ত মাটিতে পোতা উচিত নয়। মাটিতে ৩ মিটার দূরে দূরে গর্ত করে গাছ লাগালেই সুপারি বাগান তৈরি হয়ে যায়। বাগানে কিংবা বাড়ির আশেপাশে ছায়া জায়গাতে সুপারি গাছ লাগালে তা ভালো হবে। সুপারি গাছ কিন্তু তীব্র রোদ সহ্য করতে পারে না। চারা লাগানোর পর ৬-৭ বছরের মধ্যেই গাছে ফল ধরা শুরু হয়ে যায়।

আরো পড়ুনঃ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হোলিতে; ১০০ বছর পর ঘটতে চলেছে এই আশ্চর্যজনক ঘটনা

সাধারণত বছরের কোন সময়টা সুপারি ফল হয় জানেন কি সেটা? সুপারির ফল আসে অক্টোবর মাস থেকে এবং ফল কাটা হয় ফেব্রুয়ারি মাসে। আপনারা সুপারি চাষ সব থেকে বেশি দেখতে পাবেন কালচিনি,আলিপুরদুয়ার এলাকাতে। এই এলাকার একটি যুবক প্রায় ৬ বছর ধরে সুপারি চাষ করছে। বর্ষাকালে সুপরি গাছ রোপণের সব থেকে উপযুক্ত সময়। চারা তৈরিতে যেহেতু পাকা ফল ব‍্যবহৃত হয়। এই চাষের জন্য সে ব্যবহার করে ছায়াযুক্ত জমি। পাঁচদিনে গাছ বের হয়। তারপর তা কিছুটা বড় করে চারাগাছ (Money Making Tree) হিসেবে বিক্রি করা হয়। এর থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক লাভ করা সম্ভব।

এক একটি চারা গাছ বিক্রি করা হয় প্রায় ৫০-৬০ টাকায়। সুপারি গাছের ফল বিক্রিতে যেমন লাভ তেমনি লাভ করা হয় এই চারাগাছের বিক্রিতে। নার্সারি বিকল্প আয় হিসেবে জনপ্রিয় হতে শুরু করেছে।