Tulsi: ৩টে তুলসী পাতায় দূর হবে সমস্ত সমস্যা; দোলের দিন করতে হবে এই কাজ

All problems will be removed in 3 Tulsi leaves if you do this on the day of Dol: সামনেই আসন্ন হিন্দুদের বড় উৎসব দোল৷ দোল হলো রঙের উৎসব৷ গোটা দেশ অপেক্ষা করে থাকে এই বিশেষ দিনটির জন্য। বসন্ত কালের সেরা উৎসব হলো দোল পূর্ণিমা যা আনন্দে ভরিয়ে দেয় সকলকে। এই দিন যেমন সবাই রঙের খেলায় মজে থাকে তেমনি এই দিনটি আমাদের কাছে ধর্মীয় কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জ্যোতিষীদের মত অনুসারে, দোলের দিন যদি তুলসী (Tulsi) সংক্রান্ত কাজ করতে পারেন আপনার সমস্ত অর্থের অভাব, ক্ষতি, আর্থিক সংকট, দারিদ্র্য, এমনকি, রোগভোগও দূর হয়ে যাবে। ভগবানের আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য বজায় থাকবে।

এই কাজটি যদি দোলের দিন করতে পারেন তাহলে আর কখনো আপনাকে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। বাড়িতে তুলসী (Tulsi) গাছ রোপণ করাও অত্যন্ত শুভ। এতে ভগবানের আশীর্বাদ আপনার ওপরে সর্বদাই বজায় থাকবে। তুলসী গাছ হলো স্বয়ং নারায়ণের প্রতীক। যে বাড়িতে এই গাছ থাকবে সেই বাড়িতে নারায়ণের আশীর্বাদে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে এবং সুখ সমৃদ্ধি বজায় থাকবে চিরকাল। দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়ির আঙিনায় একটি তুলসী গাছ রোপণ করুন সংসারে শান্তি ও প্রতিপত্তি আসবেই।

দোলের দিন যদি তুলসী (Tulsi) গাছ রোপণ করেন তাহলে এটি আপনার পরিবারে সৌভাগ্য এবং সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে। ইতিবাচক শক্তির প্রতিষ্ঠা করে নষ্ট করে দেবে সমস্ত নেতিবাচক প্রভাবকে। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে দোলের দিন দেবীর আরাধনা করুন তুলসীর মঞ্জরি দিয়ে। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। আপনার জীবনে যত আর্থিক সমস্যা আছে তার সমাধান হবে এর দ্বারাই।

আরো পড়ুনঃ ধনসম্পত্তি বৃদ্ধিতে ময়ূরের পালকের জুড়ি মেলা ভার; জানুন আজকের প্রতিবেদনে

এছাড়াও আরো একটি উপায় রয়েছে যার দ্বারা আপনার ধন-সম্পত্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি বৃদ্ধি পাবে প্রভাব প্রতিপত্তি। দোলের দিন সকালে পুজোর পরে ৩টি তুলসী পাতা নিয়ে লাল কাপড়ে মুড়ে বেঁধে রাখুন। অবশ্যই পুঁটলি বাড়ির একটি নিরাপদে জায়গায় রেখে দিন। কারোর নাগালের মধ্যে রাখবেন না এবং কেউ যেন তা দেখতে না পায়। এই উপায় আপনার সম্পদ বৃদ্ধি করবে এবং জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা দূর করবে। আয়ের রাস্তা খুলে দেবে এবং সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। দোলের দিন, শ্রী কৃষ্ণের লাড্ডু গোপাল রূপকে তুলসী (Tulsi) ডালের সাথে অভিষেক করে তাকে তুলসী ডালের সাথে অন্ন প্রদান করুন। এমনকি প্রসাদ হিসাবে অভিষেক থেকে প্রাপ্ত কয়েক ফোঁটা জল নিজে গ্রহণ করবেন। এই প্রতিকার অনুসরণ করলে রোগ ও ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন।

আরো পড়ুনঃ সঠিক মানুষ চিনতে হলে আজই মানুন চাণক্যের বাণী; ফল পাবেন হাতেনাতে

দোল উৎসবের দিন বিভিন্ন রকম আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ভগবান বিষ্ণু ও শ্রী কৃষ্ণকে নৈবেদ্য নিবেদন করার মতো গুরুত্বপূর্ণ কাজ করার সময় অবশ্যই তুলসীর ডাল রাখুন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণ তুলসী পাতা ছাড়া নৈবেদ্য গ্রহণ করেন না, তাদের আশীর্বাদ পেতে এবং সন্তুষ্ট করতে অবশ্যই এই কাজ আপনাকে করতে হবে।