Angry Zodiac: রাগ থাকে সবসময় নাকের ডগায়; জানুন বিস্তারিত এই পাঁচ রাশি সম্পর্কে

The anger of all these Angry Zodiacs is always on the tip of the nose: ষড়রিপু সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, শাস্ত্রে এই ছয় শত্রুর উল্লেখ আছে। ছয় রিপু কিন্তু মানব চরিত্রের পরম শত্রু। মানব চরিত্রে যে খারাপ স্বভাবগুলো তার জীবনে ক্ষতি ডেকে আনতে পারে সেগুলিকে ষড়রিপু বলা হয়। ষড়রিপু হল কাম, ক্রোধ, লোভ মোহ মদ এবং মাত্‍সর্য। এই ষড়রিুপুর মধ্যে দ্বিতীয় রিপুটি হল ক্রোধ অর্থাত্‍ রাগ। রাগী ব্যক্তি নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে। আপনি কি জানেন অতিরিক্ত রাগ শরীর ও মন উভয়ের ক্ষতি করে। অতিরিক্ত রাগ বাড়িয়ে দেয় রক্তচাপ এবং পাশাপাশি ভালো মন্দ বিচার করার ক্ষমতাও হারিয়ে যায়। রাগের কারণে মানুষ সর্বদাই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। আসুন আজকের প্রতিবেদনে জেনে নেই কোন কোন রাশি (Angry Zodiac) আছে এই তালিকায়।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের প্রতীক কিন্তু ষাঁড়। ষাঁড়ের স্বভাবের মত এই রাশির (Angry Zodiac) জাতক জাতিকারা জেদি ও একগুঁয়ে স্বভাবের হয়। সাধারণ সময় রেগে না গেলেও একবার রেগে গেলে এদের রাগ কখনোই থামানো যায় না। এই রাশির জাতকদের শান্ত করা খুবই কঠিন কাজ। নিজেদের মনের রাগ এঁরা সহজ প্রকাশ করেন না। নিজেদের মনের মধ্যে আগ্নেয়গিরির মতো রাগ জমিয়ে রেখে দেন এঁরা। আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হলে কি হতে পারে তার অভিজ্ঞতা অনেকেরই আছে। এই রাগের ফলে নিজেদের জীবনের বিপদ নিজেরাই ডেকে। নিয়ে আসে।

সিংহ রাশি

সিংহ রাশির (Angry Zodiac) জাতকদের স্বভাব বরাবরই হলো রাজার মত। এই রাশির গ্রহ অধিপতি সূর্য। এরা সর্বদাই পছন্দ করে নেতৃত্ব দিতে। অন্যের অধীনে থেকে কোন রকম কাজ এরা কখনো করতে পারেনা। সিংহ রাশির জাতক একবার রেগে গেলে এঁদের রাগকে সামলে রাখা খুবই ভয়ংকর। কোনো জিনিস যদি অপছন্দ হয় তাহলেই রেগে আগুন হন এঁরা।

আরো পড়ুনঃ মহাশিবরাত্রির দিন অবশ্যই পালন করুন এই বিশেষ নিয়ম; সন্তুষ্ট হবেন মহাদেব

মেষ রাশি

মেষ রাশির (Angry Zodiac) অধিপতি কিন্তু মঙ্গল। আগুন হল এই রাশির জাতক-জাতিকাদের জন্য একটি ভয়ংকর জিনিস। এঁদের স্বভাবের মধ্যেও এই তেজ পরিলক্ষিত হয়। এ রাশির জাতকরা কিন্তু ছোটখাটো বিষয়ে হঠাৎ করে মাথা গরম করে ফেলো। রাগ করলে এদের কি ঠান্ডা করা খুবই কঠিন কাজ। রাগের কারণে এরা বহু মানুষকে কষ্ট পর্যন্ত দেয়।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের কখনই রাগী বলে মনে হয় না। কারণ এরা কোনোদিন নিজেদের মনের রাগ প্রকাশ করেন না। আগ্নেয়গিরির মতো জমিয়ে রাখা রাগ যখন হঠাৎ করে বেরিয়ে আসে তখন প্রলয় কাণ্ড ঘটে। রাগের চোটে এরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অজান্তে নিজের জীবনের বিপদ এরা নিজেরাই ডেকে নিয়ে আসে।

আরো পড়ুনঃ কেমন হবে অনন্ত রাধিকার সংসার? জ্যোতিষ শাস্ত্র অনুসারে আদৌ কি মিলেছে তাদের রাশি?

মিথুন রাশি

হঠাৎ করে মাথা গরম করে ফেলা এবং অল্প কারণে উত্তেজিত হয়ে পড়া এই রাশি জাতকদের অন্যতম প্রধান লক্ষণ। খুব স্বল্প কারণে এরা রাগ করে থাকে এবং একবার রেগে গেলে নিজের কাছের মানুষদের কষ্ট দিতেও এরা পিছপা হয় না। মিথুন রাশির জাতক-জাতিকারা অতিরিক্ত রাগের ফলে নিজের জীবনে খারাপ প্রভাব টেনে নিয়ে আসে।