Diwali 2023: দীপাবলির পরেই উদযাপন করা হবে আর এক দীপাবলি! কবে পড়েছে সেই তিথি জেনে নিন!

Another Diwali will be celebrated after Diwali: আর মাত্র চার দিনের অপেক্ষা। তারপরেই আলোর উৎসব অর্থাৎ দীপাবলিতে মেতে উঠবেন দেশবাসী। অবশ্য দীপাবলীর এই আনন্দ উৎসব শুরু হয়ে যাবে ধনতেরাসের দিন থেকেই। এবছর ১০ নভেম্বর দিনটি পড়েছে ধনতেরাস। আর ১২ই নভেম্বর পালিত হবে শ্যামা পূজো ও দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই দীপাবলি পালিত হয়। কিন্তু আপনি কি জানেন এই দীপাবলির পরেই আবার আরেকটি দীপাবলীর উৎসব পালন করা হয় (Diwali 2023)। দ্বিতীয় দীপাবলিটির নাম আসলে দেব দীপাবলি।

কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই দেব দীপাবলি উৎসবটি। এবছর দেব দীপাবলি অনুষ্ঠিত হবে আগামী ২৬ শে নভেম্বর। প্রাচীন পুরাণ অনুসারে মনে করা হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শিব হত্যা করেছিলেন ত্রিপুরাসুরকে। আর সেই কারণেই দীপের আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছিল দেবপুরী। তাই এটিকে আবার ত্রিপুরারি পূর্ণিমাও বলা হয় (Diwali 2023)।

আবার সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মনে করেন কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণু তার একটি অবতার রূপ ধারণ করেছিলেন। এই উপলক্ষে মূলত বারাণসী নগরেই ধুমধাম করে পালিত হয় দেব দীপাবলি উৎসব। দীপের আলোয় সেজে ওঠে গোটা বারাণসী। আবার শিখ ধর্মগুরু গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন এই বিশেষ দিনটিতে। সেই কারণে কার্তিক মাসের পূর্ণিমা তিথিটি নানক পূর্ণিমা নামেও পরিচিত। এদিন শিখ ধর্মাবলম্বী মানুষরা অত্যন্ত ধুমধাম করে গুরু নানকের জন্মদিবসের উৎসব পালন করেন।

কার্তিক মাসের পূর্ণিমার দিন দেব দীপ দীপাবলি পালন করার মাধ্যমে ভগবান শিব, বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং গুরু নানক এর পুজো করা হয়। এই দিন মূলত গঙ্গা এবং যমুনার ঘাটে এই উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় এদিন গঙ্গা স্নান করা মোক্ষ লাভের সমান। মূলত বারাণসীতে প্রদীপ দিয়ে সমগ্র অঞ্চলটি সাজানোর মাধ্যমে দেব দিপাবলী পালন করা হলেও এ বছর কলকাতাতেও এই উৎসব পালিত হবে (Diwali 2023)।