Camphor in Beauty Care: পুজোর কাজ ছাড়াও কর্পূরকে ব্যবহার করুন রূপচর্চায় ফল পাবেন হাতেনাতে

Apart from the work of puja, the use of Camphor in Beauty Care: কর্পূর হলো এমন একটি জিনিস যা প্রত্যেকটি বাড়িতেই অপরিহার্য। পুজো-অর্চনায় থেকে শুরু করে জামাকাপড়ে সুগন্ধ আনতে, ঘরের নানা কাজে প্রায়শই কর্পূরের ব্যবহার লক্ষ্য করা যায়। কখনো যদি পোকামাকড়ের উপদ্রব দেখেন তাহলেও কিন্তু কর্পূরের মত ভালো জিনিস আর দুটো হবে না। শুধুমাত্র কর্পূর যে রোজকার ঘরের কাজেই ব্যবহার করা হয় তা কিন্তু নয়, কর্পূর গুঁড়ো বা তেলের ব্যবহার যেমন নানা অসুখ সারায়, তেমনই ত্বকের যত্নেও কাজে আসে এই কর্পূর (Camphor in Beauty Care)। আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো কর্পূর আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয়।

১) কর্পূরের মত অপরিহার্য জিনিস ত্বক পরিচর্যায় (Camphor in Beauty Care) খুব কাজে লাগে। এছাড়াও যদি কোন কারনে ত্বকে চুলকানি বা র‍্যাশের সমস্যা হয় তাও কিন্তু এই কর্পূর দূর করতে পারে। এক টুকরো ভোজ্য কর্পূরকে জলের সঙ্গে মিশিয়ে যদি আপনি ত্বকে লাগান তাহলে ফল আপনি হাতেনাতেই পাবেন। ত্বকে লাগানোর কিছুক্ষণ বাদে ধুয়ে ফেলে দেখবেন আগের থেকে অনেক আরাম পাবেন। কর্পূর মুখে ব্যবহার করার আগে অবশ্যই দেহের অন্য কোথাও ব্যবহার করে দেখবেন সমস্যা দেখা দিচ্ছে কিনা। ত্বক খুব বেশি সংবেদনশীল হলে কর্পূর ব্যবহার না করাই ভাল।

২) আরেকটি সময় কর্পূরের (Camphor in Beauty Care) ব্যবহার খুব লক্ষ্য করা যায় সেটি হলো মরসুম বদলের সময়। বছরের এই সময়টা প্রায়ই বুকে কফ জমা, শ্লেষ্মাজনিত সমস্যা লেগেই থাকে। যদি কোন কারনে আপনার ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, তাহলে গরম সর্ষের তেলের সঙ্গে সামান্য কর্পূর গুঁড়ো মিশিয়ে নিন। এ বার রোগীর বুকে ও পিঠে এই তেল মালিশ করলে আরাম পাওয়া যায়।

আরো পড়ুনঃ বুধের স্থান পরিবর্তনে মালামাল হবে এই তিন রাশি; জানুন তালিকায় কারা কারা আছে?

৩) এছাড়াও কখনো যদি পেশিতে টান লাগে কিংবা পিঠে, অথবা কোমরে যন্ত্রণা হলে কর্পূর (Camphor in Beauty Care) তেল দিয়ে মালিশ করলে অনেক বেশি উপকার পাওয়া যায়।

৪) যদি কোন ব্যক্তির অনিদ্রার সমস্যা দেখা দেয় তখন কর্পূরের একটি বিশেষ ভূমিকা রয়েছে। ঘরে কর্পূর জ্বালিয়ে রাখলে সুগন্ধ হয়। সেই সুবাস ঘুম আনতে সাহায্য করে।

আরো পড়ুনঃ শনির রাশিতে শুক্র এর প্রবেশ এক নিমেষেই বদলাবে এই তিন রাশির ভাগ্য

৫) ত্বকের পাশাপাশি চুলের সমস্যা প্রায়ই লেগে থাকে। অনেকেই সারা বছর ধরে এই সমস্যায় ভোগেন এবং পাশাপাশি দেখা দেয় খুশকির সমস্যা। নারকেল তেলের সঙ্গে কর্পূর (Camphor in Beauty Care) মিশিয়ে চুলে মাখুন। ঘণ্টাখানেক পরে শ্যাম্পু করে নিন। এতে যেমন চুল ঝরার পরিমাণ কমবে, তেমনই এটি খুশকির সমস্যা কমাতেও সাহায্য করবে।