Pitru dosh remedies: পিতৃপক্ষে এই ৫ জিনিস দান করলেই পিছু ছাড়বে না দুর্ভাগ্য! জানুন সেই ৫ জিনিস কি

Donating all these things in pitru Paksha bad luck will chase you: শাস্ত্র অনুসারে, পিতৃপক্ষে দান বেশ শুভ। এই সময় পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করলে পুণ্য লাভ হয়। তবে শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা উল্লেখ রয়েছে, যা এ সময় দান করা একদম উচিত নয়। এতে করে ব্যাক্তি পিতৃদোষের কবলে পড়ে এবং জীবনে বিপর্যয় নেমে আসে। কোন কোন জিনিস পিতৃপক্ষে (Pitru dosh remedies) দান করা উচিত নয়? জেনে নিন এই প্রতিবেদন থেকে।

১) কালো পোশাক দান করবেন না
পিতৃপক্ষের (Pitru dosh remedies) সময়কালে কালো রংয়ের পোষাক দান করা উচিত নয়। কারণ এ সময় কালো পোশাক দান করলে পূর্বপুরুষেরা তুষ্ট হন। তাই কালো পোশাকের পরিবর্তে সাদা রঙের পোশাক দান করা উচিত।

২) এঁটো খাবার দান করা উচিট নয়
পিতৃপক্ষে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অন্ন দান করা। এ সময় পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে হলে শুদ্ধ খাবার দান করুন। শাস্ত্রমতে এসময় বাসি খাবার বা এঁটো খাবার যদি দান করা হয় তবে পূর্বপুরুষেরা তুষ্ট হন।

৩) পুরনো পোশাক দান করবেন না
পিতৃপক্ষে (Pitru dosh remedies) পুরানো পোশাক দান অশুভ হলে মনে করা হয় এতে করে ব্যক্তি পিতৃদোষে পড়ে। এ সময় পুরানো পোশাক, ছেঁড়া জুতো, চটি, ছেঁড়া জামা দান করা উচিত নয়। এতে করে জীবনে ঘোর বিপর্যয় নেবে আসবে।

৪) লোহার বাসন দান করা উচিত না
অনেকেই পিতৃপক্ষের সময় লোহার বাসন দান করে। তবে এটি একদমই উচিত নয়। কারণ এ সময় লোহার বাসন দান করা মানে জীবনে বিপদ ডেকে আনা। এতে করে পূর্বপুরুষেরা তুষ্ট হন। তাই পিতৃপক্ষে লোহার বাসনে পরিবর্তে স্টিলের বাসন ব্যবহার করা যেতে পারে।

৫) পিতৃপক্ষে (Pitru dosh remedies) তেল দান উচিত নয়

পিতৃপক্ষের সময় তেল দান করাকে অশুভ বলে মনে করা হয় পিতৃপক্ষে তেল দান করলে পূর্বপুরুষেরা ক্ষুব্ধ হয়। তাই এ সময় তেল দান করা থেকে বিরত থাকুন।

পিতৃপক্ষে (Pitru Paksha) যে সব জিনিস দান করা উচিত

পিতৃপক্ষের সময়ে নিজের খরচে গরীব মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করালে শুভ হয়। যদি এটা সম্ভব না হয়, তাহলে গরীব দুঃখীদের আটা, শাকসবজি কিংবা চাল দান করলে ভালো হবে। পিতৃপক্ষের সময়ে পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনার জন্য ধুতি, পঞ্জাবি, গামছা দান করা উচিত। এতে পূর্বপুরুষরা খুশি হন। এছাড়া পিতৃপক্ষে (Pitru dosh remedies) গরু দান শুভ বলে মনে করা হয়। তবে গরুর বদলে আপনি ব্রাহ্মণদের টাকাও দিতে পারেন। এতে করে পূর্বপুরুষদের মুক্তি ঘটে। একই সাথে পিতৃদোষ কেটে যায়।