Puja Rituals: ঠাকুরের নৈবেদ্য সাজানোর সময় হতে হবে আরো সতর্ক; না হলেই জীবনে নেমে আসবে বিপর্যয়

As per Puja Rituals, one should be more careful while arranging God’s offerings: মানুষের সবথেকে বড় আশ্রয়স্থল হল ঈশ্বর। ঈশ্বরবিশ্বাসী মানুষ যে কোন পরিস্থিতিতেই তাকে স্মরণ করে থাকে। ভগবানকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে জীবনে শান্তি বজায় রাখতে চাই সকলেই। বিভিন্ন অপূর্ণ বাসনা পূর্ণ করার জন্য ভগবানের কাছে নিবেদন করে থাকে। সেই কারণে মানুষ নৈবেদ্য প্রদান করে ঈশ্বরকে। প্রতিদিন ভগবানের আরাধনার সময় নানারকম খাবারের মাধ্যমে তাকে খুশি করার চেষ্টায় মত্ত থাকে সাধারণ মানুষ। পুজো শেষে সেই নৈবেদ্য প্রসাদ হিসেবে গ্রহণ করে পরিবারের সকলে। ভগবানকে খুশি করার সময় নানাবিধ ফল, মিষ্টি, মোদক এবং রান্না করা খাবারও নিবেদন করা হয়ে থাকে। কিন্তু আদৌ কি এই খাবার ভগবানের পছন্দ হয়? কজন জানে নৈবেদ্য প্রদানের সঠিক নিয়ম (Puja Rituals)?

মানুষের নিবেদন করার সমস্ত রকম ভোগ কিন্তু ভগবানের সব সময় পছন্দ হয় না। অনেকে ভগবানকে অন্ন প্রদান করেন, সেক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু নিয়ম (Puja Rituals) মাথায় রাখতে হবে। ভুল হলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়। যদি সঠিক নিয়ম না জেনে থাকেন তাহলে আজকে প্রতিবেদনটি আপনার খুব কাজে লাগবে। এখানে আপনি আপনার অজানা সমস্ত রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

ঈশ্বরকে অন্ন নিবেদন করলে কখনোই তার ওপর তুলসী পাতা দেওয়া উচিত নয়। এই কাজটি (Puja Rituals) অনেকেই করে থাকেন কিন্তু ভগবান এতে কখনো সন্তুষ্ট হয় না। সকল দেবদেবী কিন্তু তুলসী পাতা পছন্দ করেন না তাই এই কাজটি কখনোই করবেন না। কিংবা যদি করে থাকেন দ্বিতীয় বার এই ভুল করে নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবেন না।

আরো পড়ুনঃ ভুলেও কখনো হাত থেকে ফেলবেন না এই জিনিসগুলো; জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয়

জেনে নেওয়া যাক কোন কোন দেব-দেবী পছন্দ করে তুলসী পাতা। ভগবান বিষ্ণু তুলসী পাতা পছন্দ করেন তাই তার প্রসাদে সর্বদা তুলসী পাতা দেওয়া যেতে পারে। কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রসাদের কখনোই ভুলে তুলসী পাতা প্রদান করবেন না। এমনকি গণেশের প্রসাদেও কখনো তুলসী পাতা দেওয়া উচিত নয় এতে ভগবান সন্তুষ্ট হয় না। যদি আপনি এই কাজটি করেন দেবাদিদেব মহাদেব এবং গণেশের প্রচণ্ড রোষে আপনার সংসার ও জীবনের ক্ষতি হতে পারে। তাই এই নিয়ম (Puja Rituals) অবশ্যই মাথায় রাখবেন।

আরো পড়ুনঃ কখনো পূর্ণিমাতে ভুলেও করবেন না এই কাজগুলো; জীবনে নেমে আসতে পারে দুর্যোগ

ভগবানকে যখনই অন্ন নিবেদন করা হয় তখন সাথে সাথেই সেটি নামিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। ভগবানের প্রসাদ প্রথমে নামিয়ে তার কিছু অংশ গরুকে দান করতে হয়। যদি গরুকে আপনি প্রসাদের কিছু অংশ দান করেন তাহলে আপনার পুজোর সঠিক ফল লাভ করতে পারবেন। গরুকে প্রসাদ নিবেদনের পর বাকি প্রসাদ আপনি নিজে গ্রহণ করুন এবং সকলের মধ্যে বিতরণ করে দিন। এতে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে শান্তি সর্বদা বজায় থাকবে।