Benefits of camphor: কর্পূর রাখুন ঘরের সঠিক স্থানে, আর দেখুন ম্যাজিক

Keep camphor in the corner of the house to bring back good luck to the family: ভাগ্য ফেরাতে বাস্তুবিদরা নানা ধরনের ছোট ছোট টিপস দিয়ে থাকেন যেগুলো বাড়িতে থাকলে বাড়ির উপর থেকে অশুভ প্রভাব দূরে সরে যায়। বাড়িতে যদি কোনো কারণে বাস্তুদোষ তৈরি হয় তবে তা ওই বাড়িতে বসবাসকারী মানুষদের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব বহন করে আনে। আর্থিক সমস্যা থেকে শুরু করে পরিবারে অশান্তি ইত্যাদি আরো অনেক অতর্কিত সমস্যায় ভুগতে থাকেন সেই বাড়ির বাসিন্দারা। এই কারণেই বাস্তুবিদরা সঠিক ভাবে বাস্তু টিপস মেনে চলার পরামর্শ দেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির বিভিন্ন প্রয়োজনে কর্পূরের জুড়ি মেলা ভার (Benefits of camphor)। দেখে নেওয়া যাক কর্পূর এর গুণাবলী সম্পর্কে কি বলছে বাস্তুশাস্ত্র।

১) ঘরে কর্পূর জ্বালালে তার থেকে ছড়িয়ে পড়া সুগন্ধিতে দেবতারা তুষ্ট হন। এছাড়া কর্পূর অত্যন্ত পবিত্র দ্রব্য হওয়ায় পুজোর কাজে তা ব্যাবহার করলে দেবতার আশীর্বাদ লাভ হয়। তাই অনেক সময় দেবতার ভোগ নিবেদন করার সময় কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয় (Benefits of camphor)।

২) দাম্পত্য জীবনের যে কোনো অশান্তি দূর করতে ঘরে এক টুকরো কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ ফলদায়ী।

৩) বাড়ির প্রবেশদ্বারে এক টুকরো কর্পূর থাকলে সেটি নেগেটিভ শক্তির প্রবেশ রোধ করে। ফলে বাড়িতে সর্বদা পজেটিভ শক্তি বিরাজ করে (Benefits of camphor)।

৪) ঘরে কর্পূর থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে জ্যোতিষীর পরামর্শ মেনে এটি অবশ্যই নির্দিষ্ট স্থানে রাখতে হবে।

৫) আলমারিতে কর্পূর রাখলে মা লক্ষ্মী খুশি হন (Benefits of camphor)। ফলে অর্থ সম্পদ বাড়িতে স্থিত হয়। এবং অতিরিক্ত অপচয় বন্ধ হয় সংসারে অর্থ কষ্ট দূর হয়।

৬) রান্নাঘরে মসলার কৌটোর পাশে একটুকু কর্পূর থাকলে সেই গন্ধে অগ্নিদেব সন্তুষ্ট হন এবং কখনো সংসারে খাবারের অভাব থাকে না।