Vastu tips for money: জীবনে টাকাকড়ি চাইলে খাওয়ার পর এই ভুলগুলি চলবে না

If you want money in life, do not do these mistakes after eating: বিজ্ঞানের ভাষায়, স্বাস্থ্যই হলো শ্রেষ্ঠ সম্পদ। স্বাস্থ্য ঠিক রাখতে আমাদের সকলেরই নিয়ম করে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। বাস্তুশাস্ত্র মতেও, খাবার খাওয়ার বেশ কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যা ঠিকঠাক মেনে চললে অর্থাভাব দূর হয় (Vastu tips for money)। এমনকি খাবার খাওয়ার পরেও অনেকেই ভুল কাজ করেন যা করা উচিত নয়। যাতে দেব-দেবীরা অসন্তুষ্ট হন এবং গৃহে বাস্তুদোষ দেখা দেয়।

তবে বাস্তুশাস্ত্র অনুসারে ভুল নিয়মগুলি এড়িয়ে যদি সঠিক নিয়ম মেনে চলে যায় তাহলে বাস্তু দোষ থাকলে তা কেটে যায়, গৃহে অভাব কমে। তাই চলুন সময় নষ্ট না করে খাদ্য সংক্রান্ত বিষয়ে বাস্তুশাস্ত্রে কি কি সঠিক নিয়মের কথা বলা রয়েছে তা জেনে নেওয়া যাক (Vastu tips for money)।

পানীয় জল রাখার সঠিক নিয়ম

সাধারণত কমবেশি সকলের বাড়িতেই রান্না ঘরে পানীয় জল থাকে। বাস্তুশাস্ত্র বলছে, পানীয় জল যেখানেই রাখা হোক না কেন সেখানে রাত্রিবেলা যেন আবছা কোনো আলো জ্বালিয়ে রাখা হয়। যদি কোনো প্রদীপ জ্বালিয়ে রাখা হয় তাহলে তা অতি উত্তম। যার ফলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং অর্থ সংকট মুক্ত হতে পারে বলে জানা যায়।

সঠিক দিকে রান্না করার নিয়ম

খাদ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটি। খাবার খাওয়ার আগে তা ভালো করে রান্না করা একটি গুরুত্বপূর্ণ কাজ। ফলস্বরূপ, অনেকেই প্রশ্ন করেন কোন দিকে রান্না করা শুভ? বাস্তুশাস্ত্র বলছে, রান্না করার জন্য শুভ দিক হল উত্তর অথবা পূর্ব দিক। দক্ষিণ দিকে মুখ করে রান্না করা উচিত নয়। এতে অর্থ সংকটের আশঙ্কা থাকে। শুধু রান্না করা নয়, রান্না করার পর হেঁসেল ঘর ময়লা বা নোংরা করে রাখা উচিত নয়। বিশেষ করে রাত্রিবেলা রান্নাঘর নোংরা করে রাখলে বা নোংরা পাত্র ফেলে রাখলে বাস্তুদোষ হয়। তাই বাস্তুদোষ মুক্ত থাকতে গেলে রান্নাঘর পরিষ্কার রাখা উচিত।

খাবার খাবার পর কি কি করা উচিত নয়

অর্থ সংকট মুক্ত হতে গেলে খাবার খাওয়ার পর সঠিক নিয়মগুলি মানতে হবে (Vastu tips for money)। যেমন অনেকেই খাবার খাওয়ার পর সেই থালায় হাত ধুয়ে নেন অথবা খাবার না খেয়ে তা নষ্ট করেন। যার ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, অর্থাভাব দেখা দেয়। তাই বাস্তুশাস্ত্র মতে, এই ভুলগুলি এড়িয়ে চললে গৃহে আয় বৃদ্ধি হতে পারে।