Baba Lokenath Brahmachari Puja: ১ না ২! লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে? জানুন সঠিক দিনক্ষণ

Lokenath Baba’s Tirodhan Day is celebrated with great pomp on the 19th of Jaishtha: “রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরন করিও আমি তোমাদের রক্ষা করিব।” এভাবেই তিনি তার ভক্তদের আশ্বস্ত করে গেছেন। জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার আনুপ্রেরনা জুগিয়েছেন। এ হেন মহাযোগী মহাপুরুষ বাবা লোকনাথ ১৯শে জ্যৈষ্ঠ পরলোক গমন করেন। জ্যৈষ্ঠ মাসে চাকলা, কচুয়া এবং বারোদি সহ দেশে বিভিন্ন স্থানে ধুমধামের সাথে পালিত হয় লোকনাথ বাবার তিরোধান দিবস। ভক্তদের কাছে দিনটির আলাদাই মাহাত্ম্য রয়েছে। তবে পুজোর সঠিক তারিখ নিয়ে (Baba Lokenath Brahmachari Puja) ধন্ধে অনেকেই।

বাবা লোকনাথ ব্রহ্মচারীর কৃপায় দূর হয়ে যায় জীবনের বহু সমস্যা। তাঁর ভক্তরা তাঁর জন্মদিন এবং তিরোধান দিবস দুটোই পালন করেন ধুমধামের সঙ্গে। তাঁর বিভিন্ন মন্দির থেকে শুরু করে ভক্তদের বাড়িতেও এইসব দিনগুলিতে বিশেষ পুজোর (Baba Lokenath Brahmachari Puja) আয়োজন করা হয়। আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন তাঁর তিরোধান দিবসের পুজো ঠিক কোন দিন করা হবে।

চলতি মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস হলো লোকনাথ ব্রহ্মচারীর তিরোধানের মাস। এইদিন পুজো অর্চনায় (Baba Lokenath Brahmachari Puja) মেতে ওঠেন তাঁর ভক্তরা। লোকনাথবাবার তিরোধান দিবসে তাঁর পুজো অর্চনা করা হয় তাঁর মন্দির এবং ভক্তদের বাড়িতে। তবে ইংরাজি মাসের কবে পড়েছে এই পুজো এই নিয়ে অনেকের মনে জেগেছে অনেক প্রশ্ন।

ভক্তদের সেইসব প্রশ্নের উত্তর দেওয়া হবে এই প্রতিবেদনে। তার জন্য অবশ্যই প্রতিবেদনটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। জানতে হবে কোনদিন করা যাবে এই পুজো। বিবিধ নিয়ম কানুন মেনে তবেই এই পুজো সম্পন্ন করতে হয়। কথিত আছে, রণে, বনে, জঙ্গলে যেখানেই ভক্তরা বিপদে পড়বে বাবাকে স্মরণ করলে সেখান থেকে তিনি উদ্ধার করবেন তাঁর ভক্তদের।

আরো পড়ুনঃ আপনার জন্মছকে কি রয়েছে কাল সর্প যোগ! মৃত্যুর হাত থেকে বাঁচতে করুন এই প্রতিকার গুলি

চলতি বছর লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ১৯ জ্যৈষ্ঠ পড়েছে ইংরেজি ক্যালেন্ডারের ২ জুন। এই দিন যারা পুজো (Baba Lokenath Brahmachari Puja) করবেন তাদের পুজো করার শুভ সময় হল সকাল ৬.৪৩ মিনিটে এবং তার পর সকাল ৯.২৫ মিনিটে। পুনরায় দুপুর ১২.০৬ মিনিটে এবং ২.৪৭-এ পুজোর জন্য শুভ সময় রয়েছে।

আশা করি এই প্রতিবেদনটি পড়ে আপনাদের সমস্ত রকম দ্বন্দ্ব দূর হয়ে যাবে। কোন দিন বাবার পুজো (Baba Lokenath Brahmachari Puja) করবেন সেটাও জানতে পেরে যাবেন আপনারা। এই দিন বাবার যত বড় বড় মন্দির রয়েছে এমনকি বাবার জন্মস্থানেও আড়ম্বরের সঙ্গে পালন করা হবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস।