Bay leaf: সংসারের বাস্তুদোষ দূর করতে একমাত্র উপায় হল তেজপাতা; মেনে চলুন এই বিশেষ নিয়ম

Bay leaf is the only way to remove Vastu dosha from the home: বাস্তুসমস্যা মানুষের জীবন থেকে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দকে কেড়ে নেয়। আপনি যদি পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে অবশ্যই বাস্তু সমস্যা দূর করুন। বাস্তুদোষ দূর করার বিভিন্ন উপায় আছে এবং সেই উপায়গুলি অবশ্যই মেনে চলতে হবে। নাহলে আপনার জীবন থেকে কখনোই বাধা বিপত্তি দূর হবেনা। বাস্তু সমস্যা দূর করতে তেজপাতার (Bay leaf) কোন তুলনা হয় না।

বিভিন্ন টোটকার সাথে সাথে আপনি মন্ত্র জপ করতে পারেন। বাড়ি থেকে কিভাবে অশুভ শক্তি দূর করবেন জেনে নিন চটজলদি। অল্প টাকার তেজপাতা (Bay leaf) আপনার জীবনে খুবই কার্যকরী হতে পারে। আপনাকে শুধু জেনে নিতে হবে এটি ব্যবহার করার সঠিক উপায়।

বিশিষ্ট বাস্তববিদদের মতে প্রদীপের আলোয় প্রথমে পোড়াতে হবে ১১ টি লবঙ্গদানা, কর্পূর এবং তেজপাতা ( Bay leaf)। প্রদীপের আলোতে পোড়ানোর পরে ঘরের প্রতিটা কোন সেই ধোঁয়াতে শুদ্ধ করতে হবে। এর ফলে দূর হবে নানা ধরনের অশুভ শক্তি। নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি বজায় রাখতে তেজপাতা (Bay leaf) খুবই কার্যকরী। এছাড়া এতে অস্থির মনও শান্ত হয়।

এছাড়া আপনি যদি লবঙ্গ দানা এবং কর্পূর একসঙ্গে ভালোভাবে পোড়ান তা আপনার বাড়ির পক্ষে খুবই ভালো। জীবাণুনাশক হিসেবে এটি খুবই কার্যকরী। এই ধোঁয়াটি শরীরের জীবাণু দূর করতে খুব সাহায্য করে। এছাড়া প্রত্যেক শনিবার যদি এই টোটকাটি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। মিটে যাবে দাম্পত্য কলহ, আসুন জেনে নিই কি সেই টোটকা।

আরো পড়ুনঃ কিভাবে পালন করা হয় রাধামাধবের চন্দনযাত্রা? আসুন জেনে নিই এই প্রতিবেদনে

প্রত্যেক শনিবার পাঁচটি তেজপাতা (Bay leaf) এবং পাঁচটি লবঙ্গ দানা ভালোভাবে পোড়াতে হবে সেই ধোঁয়া বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ধোঁয়ার প্রভাবে সমস্ত রকম নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখেন তাহলে বালিশের নিচে তেজপাতা রাখতে পারেন। এতে আপনার জীবনের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে।

যদি আপনার জীবনে অর্থ কষ্ট দেখা দেয় তাহলে তেজপাতার ব্যবহার আপনার জীবনের সমস্ত রকম আর্থিক সমস্যার সমাধান ঘটাবে। প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পায়ে তেজপাতা ছুঁয়ে তা রেখে দিন আপনার পার্সে। দেখবেন খুব শীঘ্রই আপনি আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পাচ্ছেন।