Benefits of Silver anklets: পায়ে রুপোর তোড়া পড়েন? অজান্তেই ঘরে ডেকে আনছেন ভাগ্যলক্ষ্মীকে!

Benefits of wearing a silver bouquet on the feet: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ধাতুর বিভিন্ন আলাদা আলাদা গুণ আছে৷ সেগুলি শরীরে ধারণ করলে ভাগ্যের উপর তা এক এক রকম ভাবে ক্রিয়াশীল হয়৷ এই রকমই একটি ধাতু হল রুপো, যার মধ্যে লুকিয়ে আছে নানা সমস্যার সমাধান৷ তাই রুপো শুধু অলঙ্কার হিসাবেই গুরুত্বপূর্ণ নয়, জ্যোতিষশাস্ত্রের বিচারে ভাগ্যকে সঠিক পথে চালনা করতে রুপোর গুরুত্ব অপরিসীম (Benefits of Silver anklets)৷

রুপোকে অলঙ্কার হিসাবে ব্যবহারের প্রচলন বহু যুগ আগে থেকেই৷ রুপোর আংটি, চুড়ি, হার পড়ার পাশাপাশি প্রাচীন কাল থেকেই নারীরা পায়ের অলঙ্কার হিসাবেও একে ব্যবহার করেন৷ পায়ের তোড়া বা পায়ের আঙ্গুলের আংটি হিসাবে রুপো বহু ব্যবহৃত একটি ধাতু৷ এই রুপোর পায়ের তোড়াই নিয়ে আসতে পারে আপনার সৌভাগ্যকে (Benefits of Silver anklets)৷

জ্যোতিষশাস্ত্রে রুপোকে শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ধাতু বলে মনে করা হয়৷ তাই বলা হয় পায়ে রুপোর মল বা তোড়া পড়লে স্বাস্থ্য ভালো থাকে৷ শরীরের ওপর কোনো নেগেটিভ এনার্জি বিশেষ ক্রিয়াশীল হতে পারে না৷ রুপো সহজেই নেগেটিভ শক্তির বিনাশ ঘটিয়ে সৌভাগ্যকে ডেকে আনতে পারে৷

রুপোর তোড়া পায়ে পড়ে থাকলে সদর্থক এনার্জি সব সময় ঘিরে থাকে৷ তাই সৌভাগ্যও আসে খুব তাড়াতাড়ি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়৷ তাই যে কোনো কাজ সফল হয়৷

মনে করা হয় রুপো শুক্র গ্রহের প্রতীক৷ তাই শরীরে রুপোর তোড়া থাকলে শুক্রদেব তুষ্ট থাকেন৷ তাই তার আশীর্বাদে জীবন সুখে ভরে ওঠে৷ জীবনে প্রেম বিকাশলাভ করে৷ প্রেম সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না৷ জীবন থাকে সতেজ ও চিরসবুজ৷ আর এই সতেজতা প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যেও৷ ফলে মন ভালো থাকে৷

জ্যোতিষমতে রুপোর গয়না পড়লে সম্পদ আগমনের পথ সুগম হয় এবং সম্পদ বৃদ্ধির পাশাপাশি জীবনের সার্বিক উন্নতি হয়৷ স্বাস্থ্য ভালো থাকে, বিভিন্ন ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দীর্ঘায়ু লাভ হয়৷

জীবনে তাই সুখ ফিরিয়ে আনতে রুপোর তোড়া ব্যবহার করতেই পারেন৷ তবে ব্যবহারের আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং যথাযথ পদ্ধতিতে ধাতুটি শুদ্ধ করে তবেই নিজের শরীরে গ্রহণ করবেন৷ তবেই আপনিও এই ধাতুর শুভ ফল লাভ করতে পারেন (Benefits of Silver anklets)৷