Indication of Body Language: মানুষ চিনতে গেলে প্রথমেই দেখুন তার হাবভাব এবং চালচলন; বুঝে যাবেন তার চরিত্র

Body Language gives the indication of their character: অজানাকে জানার ইচ্ছা প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে। যদি কোন ব্যক্তিকে চিনতে হয় তাহলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ জন্মায় কিভাবে এই কাজটি করা যাবে। কোন মানুষকে এক ঝলক দেখলেই জানা যায় সে কিরকম ব্যক্তিত্বের মানুষ হতে পারে। কারোর কথাবার্তা চালচলন এমনকি হাবভাব দেখে আদৌ কি বোঝা সম্ভব সে কি রকম ধরনের মানুষ। এইসব সমাধানের সাহায্য আপনি পেয়ে যাবেন সমুদ্র শাস্ত্র থেকে। এই শাস্ত্রের মাধ্যমে ব্যক্তির বডি ল্যাঙ্গোয়েজ (Indication of Body Language), ওঠা-বসা, কথাবার্তার ধরণ দেখে তাঁদের সম্পর্কে ধারণা করা যায়। কিভাবে মানুষ চিনবেন আজকের প্রতিবেদনেই জেনে নিন বিস্তারিতভাবে।

কিছু কিছু অঙ্গভঙ্গি (Indication of Body Language) মানুষ চিনতে খুবই সাহায্য করে যেমন অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি দাঁড়ানোর সময়ে একটির ওপর অপর হাত রেখে অর্থাৎ হাত মুড়ে দাঁড়ান। যেসব ব্যক্তিরা এরকম ভাবে দাঁড়ায়, তারা আসলে সদ্য পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারবেন না। এই ধরনের ব্যক্তির আ কখনোই মন খুলে কথা বলতে পারেনা অর্থাৎ এরা মিশুকে হয় না। যে ব্যক্তি লম্বা হয়ে বা সোজা হয়ে দাঁড়ান, তাঁরা আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। অনেক সময় কোন ব্যক্তি মাথা নীচু করে বা ঝুঁকে দাঁড়িয়ে থাকে তাঁদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হয়। এরা সর্বদাই ভয় ভয় থাকে।

কিভাবে বুঝবেন সামনের দিকে থাকা ব্যক্তিটি আত্মবিশ্বাসে ভরপুর? যখন কোন ব্যক্তি কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবে তখনই বুঝে নিতে হবে তার মধ্যে আত্মবিশ্বাসের কোন অভাব নেই (Indication of Body Language)। আপনার সঙ্গে কথা বলায় তাঁর রুচি রয়েছে। অন্যদিকে যখন কোন ব্যক্তি আলোচনায় আনন্দ উপভোগ করবেন তখন সে অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবেন। আবার কোনো ব্যক্তি যদি আপনার কথার তালে তালে ধীর গতিতে মাথা নাড়ায় তাহলে বুঝতে হবে তিনি আপনার কথা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছেন। কিন্তু বিপরীতে থাকা ব্যক্তি যদি তাড়াহুড়ো, ঘনঘন ও জোরে জোরে মাথা দোলান, তা হলে বুঝতে হবে যে তিনি আপনার কথা শুনে শুনে ক্লান্ত। আপনার উচিত সেখানেই আলোচনা শেষ করে দেওয়া।

যেকোনো ব্যক্তির হাঁটাচলার ধরন (Indication of Body Language) সেই ব্যক্তি সম্পর্কে চিনতে আমাদের অনেকটাই সাহায্য করে। কারও চলন দেখে তাঁদের সম্পর্কে কী কী জানা যায়? যে ব্যক্তি নিজের মেজাজে বেপরোয়া ভাবে হাঁটাচলা করেন, তারা সর্বদাই দোটানায় ভোগেন কি করবেন সেটা সিদ্ধান্ত নিতে পারেন না। এরা অত্যন্ত বিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করেন। আবার হাত মুঠো করে যাঁরা হাঁটাচলা করেন, তাঁরা কিন্তু অত্যন্ত উৎসাহী হন। সর্বদাই তারা প্রাণশক্তিতে ভরপুর থাকেন। এমন ব্যক্তি চতুর ও গম্ভীর প্রকৃতির হন। যেকোনো কাজের জন্যই তারা গভীরভাবে চিন্তাভাবনা করেন।

বহু মানুষ আছে যারা হাত পিছনে রেখে হাঁটাচলা করেন তাঁরা কিন্তু ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নেন। বেশিরভাগ মানুষই এঁদের অহংকারী মনে করেন। পাশাপাশি আবার এরা সন্দেহবাতিক হয়। যদি দেখেন কোন ব্যক্তি হাত নাড়িয়ে চলাফেরা করেন, তাঁরা অত্যন্ত সৎ ও বিশ্বস্ত হন। এরা খুবই বিশ্বাসী হয় এবং এদের মন হয় একেবারে সাদা। কখনোই কোন মানুষকে এরা আঘাত করতে পারে না।