African Basil: বাড়িতে ভুলেও আনবেন না এই তুলসী গাছ; সংসারে নেমে আসবে চরম অশান্তি

Bringing African Basil home will cause extreme turmoil in family: প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ (African Basil) লক্ষ্য করা যায়। তুলসী গাছ কিন্তু নারায়ণের প্রতীক। প্রায় প্রত্যেকটি বাড়ির উঠোনে লক্ষ্য করা যায় তুলসী গাছ যা পুজোর কাজে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে সর্বদা বিরাজ করবে ইতিবাচক শক্তি। আপনি যদি সন্ধ্যা কালে তুলসী মন্ডপে প্রদীপ জ্বালান তাহলে মা লক্ষ্মী আপনার উপর কৃপা দৃষ্টি বজায় রাখবে। বলা হয় তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্তরকম নেগেটিভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু কখনোই এই ধরনের তুলসী গাছ বাড়িতে লাগানো উচিত নয় তাহলে সংসারের অমঙ্গল হতে পারে।

বাড়িতে কখনোই বন তুলসী গাছ (African Basil) লাগাবেন না এতে পরিবারের সব সময় অশান্তি লেগে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। নানা ধরনের সমস্যা দেখা দেয় এবং কোন কাজেই সফলতা পাওয়া যায় না। যদি বাড়িতে আপনি বন তুলসী গাছ লাগান তাহলে রাহু তোর থেকে কোনদিনই মুক্তি পাবেন না। কুণ্ডলীতে রাহুর দোষ দেখা দিতে পারে। শিশুদের ভবিষ্যতের ফলে ক্ষতিগ্রস্ত হয়। তাই বন তুলসী গাছ বাড়িতে না লাগানোই ভালো।

রমা ও শ্যাম এই দুই ধরনের তুলসী গাছ (African Basil) কোনদিনও ভুলেও বাড়িতে লাগাবেন না। এছাড়া বন তুলসী গাছও বাড়িতে না লাগানো ভালো। এতে নেতিবাচক শক্তিতে ভরে যাবে আপনার জীবন এবং পরিবারেও অশান্তি লেগে থাকে। পরিবারের সদস্যদের মধ্যেও সদ্ভাব ভাব বজায় থাকে না।

আরো পড়ুনঃ আয়ের থেকে কি ব্যয় বেশি হচ্ছে? আজ বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই গাছগুলো

বাড়িতে তুলসী গাছ লাগানো শুভ হলে মনে করা হয়। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে কখনোই লাগানো উচিত নয় তুলসী গাছ। দক্ষিণ-পূর্ব দিক হলো আগুনের দিক তাই এখানে কখনোই তুলসী গাছ রোপন করবেন না।

আরো পড়ুনঃ কোন রাশির জন্য আজকের দিনটি শুভ কিম্বা কোন রাশি পড়তে চলেছে বিপদে

বাড়িতে তুলসী গাছ (African Basil) লাগানোর সময় অনেক ভেবে চিন্তে তারপরের রোপন করা উচিত। যদি নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে আপনার জীবন হয়ে যাবে ছারখার এবং কোন কাজেই আপনি সফলতা লাভ করতে পারবেন না। তাই বুঝে শুনে বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত।