Chanting of Lakshmi Mantra: লক্ষ্মীবারে জপ করুন এই মন্ত্র! মা লক্ষ্মীর কৃপা সর্বক্ষণ বিরাজমান হবে

By chanting this mantra on Thursday, the grace of Maa Lakshmi will always prevail: হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। সপ্তাহের সাতটি দিনই সনাতন ধর্মের কোনো না কোনো দেব-দেবীর জন্য উৎসর্গীকৃত। তেমনি সাপ্তাহিক শুক্রবার হল মা লক্ষ্মীর দিন। অনেকে আবার বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবার হিসেবে মানেন। এই দিনগুলিতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভে লক্ষ্মী পূজার আয়োজন করেন। লক্ষ্মী পাঁচালী পড়েন।.কিন্তু তাতেও লাভ মেলেনা। তবে এই দিনগুলিতে যদি মা লক্ষ্মীর এই মন্ত্র উচ্চারণ (Chanting of Lakshmi Mantra) করেন কখনোই সেই পরিবারসহ ব্যক্তির জীবন থেকে পালাতে পারবেন না মা লক্ষ্মী। হ্যাঁ, এমন একটি মন্ত্র রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্র, মন্ত্রের অর্থ সহ মন্ত্র জপের নিয়ম কানুন।

লক্ষী লাভের মন্ত্র:

“ওম শ্রীম হ্রীম শ্রীম কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ। ওম শ্রীম হ্রীম শ্রীম মহালক্ষ্মিয়ে নমঃ।।”

মন্ত্রের অর্থ:

মহালক্ষ্মীর এই মন্ত্রের অর্থ হল, জয় হো মাতা মহালক্ষী, যিনি ওম শ্রীম হ্রীম শ্রীম লক্ষ্মী বীজ মন্ত্রের সাথে রয়েছেন, যিনি পদ্মের উপর বিরাজমান। আমার প্রতি দয়া করুন। আপনার স্মরণে আমার আশীর্বাদ প্রাপ্তি হোক। অর্থাৎ মহালক্ষ্মীর এই মন্ত্র বিশেষত লক্ষ্মী কৃপা লাভের মন্ত্র। যে মন্ত্র জপ (Chanting of Lakshmi Mantra) করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মূলত আর্থিক দিক সবল করে মা লক্ষ্মীর এই মন্ত্র।

আপনি কি অর্থ সংকটে ভুগছেন? আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে? অর্থের দায়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন? এই সমস্ত দুর্দশা থেকে মুক্তি পাওয়া যাবে। তার জন্য জপ করতে হবে উপরে উল্লেখিত মহালক্ষ্মীর এই মন্ত্র। তবে এই মন্ত্র যেমন তেমন ভাবে জপ করলে হবে না, মহালক্ষ্মীর পূজার পর এই মন্ত্র নির্দিষ্ট নিয়মে জপ করতে হবে। তবেই মন্ত্রের ফল মিলবে। জেনে নিন সেই নিয়মাবলী।

মন্ত্র জপের নিয়মাবলী:

প্রথমে লক্ষ্মীবারে টুল পেতে লাল কাপড় বিছিয়ে মা লক্ষ্মীকে স্থাপন করতে হবে। তারপর ঘট বসিয়ে আম্রপল্লব, ধান, দুর্বা প্রভৃতি পূজার উপকরণ দিয়ে সাজিয়ে মায়ের চরণে ফুল, ফল, নৈবেদ্য অর্পণ করতে হবে। তারপর প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি করুন। মায়ের আরাধনার পর নির্দিষ্ট আসনে বসে কমলগট্টের মালা নিয়ে এই মন্ত্র জপ করুন (Chanting of Lakshmi Mantra)। অবশ্যই কমলগট্টের মালা রাখবেন। প্রতিদিন এই মালা নিয়ে মন্ত্র উচ্চারণ করলে সমস্ত ঋণমুক্তি ঘটবে। সংসারে অর্থের আগমন ঘটবে। কখনোই মা লক্ষ্মী সেই পরিবার তথা ব্যক্তির জীবন থেকে সরতে পারবে না। সব সময় বিরাজমান থাকবেন।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?