Shanidev puja rituals: শনিদেবের পুজোর সময় এইসব ভুল করলে ছারখার হবে জীবন

If you make a mistake in these rituals during Shani Dev Puja, your life will be ruined: রাশিচক্রের অন্তর্গত ১২ টি রাশির মধ্যে যে নবগ্রহ ক্রমাগত নিজের অবস্থান পরিবর্তন করেন তাদের মধ্যে অন্যতম একটি গ্রহ হল শনি গ্রহ। শনি গ্রহকে রাশিচক্রে রাগী গ্রহ বলে চিহ্নিত করা হয়। কারণ শনি দেবতা যদি কোনো জাতক জাতিকার উপর ক্রুদ্ধ হন তবে তার জীবনে নানা রকম ক্ষতির সম্মুখীন হতে হয়। শনিদেব হলেন ন্যায় এবং কর্মফলের দেবতা। যে কোনো জাতক জাতিকার কর্মের উপর ভিত্তি করে শনি দেব তাকে সেই মতো ফল দিয়ে থাকেন।তাই যে কোনো রাশির জাতক জাতিকাদের সামান্য কোনো ভুলের প্রভাবে যদি শনিদের রুষ্ট হন, সেক্ষেত্রে তাদের জীবনে নানা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়। এই কারণে জ্যোতিষ বিশেষজ্ঞ ব্যাক্তিরা বলেন শনিদেবের পুজোর বিষয়ে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত (Shanidev puja rituals)। দেখে নিন সেগুলি কি কি

১) শনি দেবের পুজো চলাকালীন কখনোই উঠে দাঁড়ানো উচিত নয়। এতে শনিদেব অত্যন্ত ক্রদ্ধ হন। তাই যে স্থানে পুজো করবেন, পুজো শেষ হলে তবেই সেই স্থান থেকে উঠে দাঁড়াবেন (Shanidev puja rituals)।

২) শনিবার দিন শনিদেবের মূর্তিতে সরষের তেল ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে (Shanidev puja rituals)। এতে শনিদেব অত্যন্ত খুশি হন এবং সেই ভক্তের উপর তার কৃপা দৃষ্টি বর্ষিত হয়। এছাড়াও শনিবার তামার পাত্র লোহার বাসনপত্র ইত্যাদি ব্যবহার করা উচিত। এতেও শনি দেব খুশি থাকেন।

৩) জ্যোতিষ অনুসারে শনিদেবের পুজো করার সময় দিক নির্ণয়ের বিষয়টি মাথায় রাখতে হয়। যেহেতু শাস্ত্র অনুসারে শনিদেব পশ্চিম দিকের অধিপতি তাই পূর্ব দিকে মুখ করে তার উপাসনা করা কখনোই উচিত নয়। তাই শনিদেবের উপাসনা করার সময় পশ্চিম দিকে মুখ করে পুজো করা অত্যন্ত শুভ।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?