Chanakya Niti: মুখোশধারী মানুষদের কাছ থেকে দূরে থাকুন; এমনটাই বলেছেন আচার্য চাণক্য

Chanakya Niti recommends staying away from masked people: বাস্তব জীবন সম্পর্কে বহু তথ্য দিয়ে গেছেন প্রাচীন ভারতের অন্যতম পন্ডিত আচার্য চাণক্য। জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কিভাবে এক নিমেষেই দূর হয়ে যাবে তার শিক্ষা দিয়ে গেছেন চাণক্য। এই প্রসঙ্গে আচার্য চাণক্য তার নীতিতে (Chanakya Niti) উল্লেখ করে গেছেন। বাস্তব জীবন সম্পর্কে সঠিক জ্ঞান যদি আহরণ করতে চান এবং জীবনকে সঠিক পথে পরিচালনা করতে চান তাহলে চাণক্য নীতি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এমনকি আপনার বৈবাহিক জীবন কিভাবে সুখের হবে তার সঠিক পথও তিনি দেখিয়ে গেছেন।

একটি সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা যায়? কি করলে তাতে কোনরকম সমস্যা দেখা দেবে না সবই আপনি জানতে পারবেন তার নীতিশাস্ত্রে। এর পাশাপাশি তিনি তার নীতিতে (Chanakya Niti) উল্লেখ করেছেন যে একজন ব্যক্তিকে কি কি কাজ করা উচিত এবং কোন ধরনের লোকদের কাছ থেকে এড়িয়ে যাওয়া উচিত। আজকের প্রতিবেদনটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন কোন মানুষ আমাদের ভালো চায় এবং কারা খারাপ চায়।

চাণক্যের নীতি (Chanakya Niti) অনুসারে এমন মানুষের সঙ্গে কখনোই আপনি মেলামেশা করবেন না যারা সামনে প্রিয় এবং পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সর্বদা। এমন আচরণের ব্যক্তিদের কোনদিনই আপনি বিশ্বাস করবেন না এরা বিশ্বাসঘাতকতা করতে সময় নেবে না। বরং আপনার জীবন চরম দুর্বিসহে ভরিয়ে দেবে। এই ধরনের ব্যক্তির জন্য আপনার জীবনে নানা রকম অশান্তি এবং ঝামেলা দেখা দিতে পারে। তাই চাণক্য বলেছেন যে কুমিত্র থেকে সব সময় দূরে থাকা উচিত।

আরো পড়ুনঃ চাকরির ক্ষেত্রে উন্নতি লাভ করতে গেলে অবশ্যই মানুন চাণক্যর এই নীতি

এরকম কুচরিত্রের ব্যক্তিরা আপনার দুর্বল জায়গায় আঘাত করে আপনার ব্যক্তিত্ব এবং সম্মান সবার সামনে নষ্ট করে দেবে। তাই বাবা, মা, ভাই, বোন ছাড়া কাউকে কখনো বিশ্বাস করা উচিত নয়। তবে বর্তমানে ভাই বোনও মানুষের শত্রু হয়ে যেতে পারে। এমন লোক রয়েছে যারা আপনার সাহায্য নেওয়ার জন্য শুধুমাত্র আছে কিন্তু আপনাকে সাহায্য কখনোই করবে না। নিজের বন্ধুর তালিকা থেকে এদেরকে বাদ দিয়ে দিন চিরকালের জন্য।

ধরুন এমন কোন ব্যক্তি আপনার পরম বন্ধু কিন্তু আপনার পিছনে সর্বদাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে কখনই এরকম ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবেন না। মনে রাখবেন, এই ধরনের মানুষেরা যেকোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে। এরা নিজেদের লাভ ছাড়া কোন কিছুই কখনো বোঝেন না। নিজেদের স্বার্থের বাইরে কোন কিছু করতে গেলেই এরা পিছিয়ে যাবে। আর আপনার ক্ষতি করার জন্য এটা কখনোই দুবার ভাববে না। তাই চাণক্য নীতি (Chanakya Niti) অনুসারে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এই সব ধরনের মানুষের কাছ থেকে।