Chanakya Niti: মহিলাদের দেওয়া ইঙ্গিত বুঝতে হবে পুরুষদের; কি লুকিয়ে আছে তার পেছনে জানুন বিস্তারিত

Chanakya Niti says that men should understand the meaning of hints given by women: আচার্য চাণক্য প্রাচীন ভারতের একজন দক্ষ এবং বিদ্বান পন্ডিত ছিলেন। তিনি যে শুধু পন্ডিত ছিলেন তা বললে ভুল বলা হবে। পাশাপাশি তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং দার্শনিক। তার বিচক্ষণতা অবাক করে সাধারণ মানুষকে। তার নীতিশাস্ত্রে লেখা বিভিন্ন বাণী আজও মানুষের বাস্তব জীবনকে উন্নত করতে সাহায্য করে। তিনি তার নীতিমালায় (Chanakya Niti) বহু কথা বলে গেছেন সাধারণ মানুষের মঙ্গলের জন্য এবং যা মেনে চলা অবশ্যই বাঞ্ছনীয়।

চাণক্যর নীতিশাস্ত্রে বৈবাহিক জীবন সম্পর্কে বহু তথ্য আছে। কিভাবে নিজের বৈবাহিক জীবনকে সুখকর করা যায় তা লেখা আছে এই শাস্ত্রে। অনেক সময় এমন হয় স্ত্রীরা তার স্বামীর কাছ থেকে সবরকম সুখ পায় না অর্থাৎ স্বামীরা তাদের স্ত্রীকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু সেই কথা একেবারে অজানাই থেকে যায় স্বামীর কাছে। বৈবাহিক জীবনকে সুখকর করতে অবশ্যই আপনাকে মানতে হবে চাণক্যর এই নীতি(Chanakya Niti)।

এমন কিছু ইশারা বা ইঙ্গিত রয়েছে যা একমাত্র স্ত্রীরা তখনই করে যখন তারা অত্যন্ত অসন্তুষ্ট হয় নিজেদের স্বামীর প্রতি। যদি স্বামীরা সেই ইঙ্গিত বুঝতে পারে, তাহলেই সন্তুষ্ট করতে পারবে তাদের স্ত্রীদের। তাদের রাগ অভিমান ভাঙতে পারবে খুব সহজেই। এই বিষয়ে চাণক্যের নীতি (Chanakya Niti) খুবই কার্যকরী।

এবার জেনে নিই সেই ইঙ্গিত সম্পর্কে, কি দেখে বোঝা যাবে মহিলারা পুরুষদের উপর অসন্তুষ্ট হয়েছে। চাণক্য নীতিতে (Chanakya Niti) বলা আছে যে, স্ত্রীদের কর্তব্য স্বামীদের যত্ন করা কিন্তু যদি কোনো স্ত্রী তা না করেন বুঝে নেবেন সেই স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চায়। হয়তো তিনি কোন কারণে আপনার উপরে অসন্তুষ্ট হয়েছেন। তাই আপনার উচিত সেই ইঙ্গিতকে বুঝে স্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করা। তাহলে তিনি আবার আগের মতো আচরণ করতে শুরু করবেন।

আরো পড়ুনঃ শিক্ষার্থীদের জন্য চাণক্যর এই বিশেষ নীতি; মানলেই মিলবে সাফল্য

চাণক্য (Chanakya Niti)বলেছেন যে, সাধারণত স্ত্রীদের স্বভাব হলো বেশি কথা বলা। সেই কারণে তাদের স্বামীরা অনেক সময় এমনটাও বলেন যে তাদের স্ত্রীরা প্রচুর বকবক করেন। কিন্তু কোন কারনে যদি তারা কথা বলা বন্ধ করে দেন কিংবা চুপচাপ থাকেন তাহলে বুঝতে হবে কোন কারনে অর্থাৎ স্বামীদের কোন আচরণে স্ত্রীরা কষ্ট পেয়েছেন কিংবা রাগ করেছেন। তাই অবশ্যই স্ত্রীদের মনের কথা জানার চেষ্টা করুন এবং তাদের স্বাভাবিক করার সব রকম প্রচেষ্টা করুন।

প্রত্যেক স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ন থাকেন। স্ত্রীরাও কখনো তাদের স্বামীকে বিরক্ত করার চেষ্টা করেন না। তবে কোনো কারণে যদি দেখেন আপনার স্ত্রী বিরক্ত হচ্ছে কিংবা কথায় কথায় রেগে যাচ্ছে ধরে নিতে হবে তিনি আপনার উপর রাগ করেছে। তাই শীঘ্রই তার রাগ ভাঙ্গানোর চেষ্টা করুন। তাকে খুশি রাখতে পারলে আপনার জীবনও সুন্দর হবে।