Gayatri mantra: প্রতিদিন এই নিয়মে করুন গায়ত্রী মন্ত্র জপ, দূর হবে সমস্ত সমস্যা, জানুন গায়ত্রী জপের লাভ

Chant Gayatri Mantra daily in this manner to get rid of all problems in life: সনাতন ধর্মের প্রত্যেক দেব-দেবীর ভিন্ন ভিন্ন মন্ত্র রয়েছে। তেমনি এক অন্যতম মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র। যা বৈদিক হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র। শাস্ত্র মতে, এই মন্ত্র খুবই শক্তিশালী। জীবনে নানান সমস্যা নিমেষেই দূর করে এই মন্ত্র যদি তা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্টভাবে জপ করা যায়। তাই আজকের এই প্রতিবেদনে জেনে নিন গায়ত্রী মন্ত্র (Gayatri mantra) জপ কিভাবে করতে হয়? মন্ত্রের সঠিক উচ্চারণ ও উপকারিতা কি কি রয়েছে।

গায়ত্রী মন্ত্র (Gayatri mantra) ও অর্থ

“ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্ভরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।”

উপরে উল্লেখিত গায়ত্রী মন্ত্রের ভূর্ভুবঃ স্বঃ এই তিনটি শব্দ বাস্তবতার তিনটি দিককে বোঝায় পৃথিবী, বায়ুমণ্ডল এবং স্বর্গ। মন্ত্রের মাধ্যমে এটাই বলা হয় যে, তিনি দুঃখনাশক, পাপনাশক, প্রাণসরূপ, তেজস্বী পরমাত্মা। তাঁকে আমরা নিজেদের অন্তঃকরণে রাখবো। সেই পরমআত্মা আমাদের বুদ্ধির বিকাশ ঘটাবে এবং উজ্জ্বল পথ দেখাবে।

গায়ত্রী মন্ত্রের (Gayatri mantra) উপকারিতা
  • বৈদিক হিন্দু ধর্মের এই গায়ত্রী মন্ত্র নির্দিষ্টভাবে জপ করলে নানা ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শরীরে যে কোন রোগই বাসা বাঁধুক না কেন সেই রোগ নিমেষেই শরীর থেকে দূর হয়ে যায় গায়ত্রী মন্ত্র জপে। এমনকি ত্বকে উজ্জ্বলতা, শরীরে এনার্জি আসে এই গায়ত্রী মন্ত্র উচ্চারণে। কোনো ব্যক্তির যদি চোখ বা পেটের রোগ থাকে তাহলে তারা শুভ সময়ে দুধ, দই, মধু ও ঘি মিশিয়ে ১০০০ বার গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন এতে সেই রোগ থেকে মুক্ত হওয়া যাবে।
  • রাগ নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী এই গায়ত্রী মন্ত্র। তাই যেসব ব্যক্তিরা মাঝেমধ্যেই রেগে যান তারা ১০৮ বার প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মানসিক শান্তি অনুভব হবে এবং ধীরে ধীরে রাগ নিরাশ হয়ে যাবে।
  • পড়াশোনায় মন নেই? দীর্ঘ সময় পড়েও পড়া মনে রাখতে পারছেন না? স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে? প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে উচ্চারণ করুন গায়ত্রী মন্ত্র। স্মৃতিশক্তি মজবুত হবে, শিক্ষায় সাফল্য লাভ হবে। ফলস্বরূপ বলা যায় ছাত্র জীবনে এই গায়ত্রী মন্ত্র জপ (Gayatri mantra) করলে দারুন উপকার পাওয়া যায়।
  • জ্যোতিষ শাস্ত্র বলছে, আমাদের কোষ্ঠীতে সূর্য গ্রহকে শক্তিশালী রাখলে জীবনে সবকিছুতেই সাফল্য লাভ করা যায়। আর এই সূর্যকে শক্তিশালী রাখতে গেলে জপ করতে হবে গায়ত্রী মন্ত্র। যার ফলে সূর্য সন্তুষ্ট হবেন এবং অনেক ক্ষমতাশালী হবেন। যার প্রভাবে সেই ব্যক্তি সমাজে প্রশংসিত হবেন, সম্মান অর্জন করবেন এবং কর্মক্ষেত্রেও উন্নতি করবেন।
  • জ্যোতিষ মতে, গায়ত্রী জপে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় পরিবর্তে পজিটিভ এনার্জি প্রবেশ করে। এছাড়াও কোনো ব্যক্তি যদি কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার জালে জড়িয়ে পড়েন গায়ত্রী জপ করলে সেইসব সমস্যা থেকে মুক্ত হওয়া যায়।যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই মোকাবিলা করা যায় যদি প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করেন।
  • শত্রুদের নাশ করতে গেলেও গায়ত্রী মন্ত্র জপের একটি প্রতিকার রয়েছে। জ্যোতিষ শাস্ত্র বলছে, শত্রুদের থেকে মুক্তি পেতে গেলে যজ্ঞের সময় নারকেল কোড়া এবং ঘিয়ের আহুতি দিন সাথে উচ্চারণ করুন গায়ত্রী মন্ত্র। কোনো শত্রুই আপনাকে পরাজিত করতে পারবে না। অপরদিকে নারকেল কোড়ার সাথে দুধ মিশিয়ে আহুতে দিলে ভাগ্য সদয় হবে, অর্থ প্রতিপত্তি লাভ হবে। পিছন ফিরে তাকাতে হবে না।
  • সন্তান লাভের সমস্যা বা সন্তানের অসুস্থতা নিয়ে চিন্তিত? চিন্তা নেই, দম্পতি সাদা কাপড় পরিধান করুন। তারপর য়ৌং’ বীজমন্ত্রের সঙ্গে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করুন। দেখবেন খুব শীঘ্রই আপনি সুখবর পাবেন। পাশাপাশি সন্তান সুস্থ হয়ে উঠবে।
  • যেকোনো সাফল্য লাভেও গায়ত্রী মন্ত্র (Gayatri mantra) অত্যন্ত কার্যকরী। কোনো কাজে কোনো বাধা এলে গায়ত্রী মন্ত্র জপ করুন। দেখবেন নিমেষেই সেই সমস্যা দূর হয়ে গিয়েছে। কাজে সাফল্য লাভ করছেন। তবে গায়ত্রী মন্ত্র যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভাবে উচ্চারণ করেন তবেই কার্যকরী হবে। কোন সময় জপ করবেন জেনে নিন।
গায়ত্রী মন্ত্র (Gayatri mantra) জপের নির্দিষ্ট সময়

গায়ত্রী মন্ত্র জপ করার নির্দিষ্ট কিছু সময় হল সকালে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে, সময় হলে দুপুরেও এই মন্ত্র জপ করতে পারেন। অথবা সকালের দিকে যদি সময় না হয় তাহলে বিকেলের দিকে সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে এই মন্ত্র জপ শুরু করতে পারেন যা শেষ করবেন সূর্য অস্ত যাওয়ার বেশ কিছুক্ষণ পর। তবে মনে রাখবেন গায়ত্রী মন্ত্র জপ করলে ১০৮ বার এই মন্ত্র উচ্চারণ করবেন। তবেই তা আপনার ভাগ্য সদয় করতে কার্যকরী হবে।