Hanuman Mantras: দুঃখ-দারিদ্র্য-রোগ-কষ্ট, মুক্তি মিলবে পবনপুত্রের ৫ মন্ত্রেই

Chant Hanuman mantras to get rid of sorrow-poverty-disease-suffering: মঙ্গলবার বজরংবলীর দিন। এ দিন অনেকেই বজরংবলীর বার হিসাবে পালন করেন। এদিন বিশেষ কয়েকটি নিয়ম রয়েছে, যা পালন করলে খুবই শুভ হয়। অনেকেই বজরংবলীর কৃপা পেতে এই সব নিয়ম মেনে থাকেন। এতে করে জীবনের অনেক ইচ্ছা পূরণ হয়। আপনিও যদি বজরংবলীর কৃপা লাভ করতে চান, তাহলে প্রতি মঙ্গলবার এই ৫টি মন্ত্র জপ করুন। এই মন্ত্রগুলি খুবই শক্তিশালী, যা আপনাকে যে কোনো সংকট থেকে মুক্তি করতে পারে। আজকের প্রতিবেদন থেকে বজরংবলীর এই ৫টি মন্ত্র (Hanuman Mantras) সম্পর্কে জেনে নিন।

১) বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে হলে “ওম দক্ষিণমুখায় পঞ্চমুখ হনুমতে করালবদন্য”-এই মন্ত্রটি (Hanuman Mantras) জপ করুন। প্রতি মঙ্গলবার স্নান সেরে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে এই মন্ত্র জপ করার নিয়ম। জ্যোতিষশাস্ত্র অনুাযায়ী, নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে সমস্ত অশুভ শক্তি বাড়ি থেকে দূর হয়।

২) আপনি যদি কোনো অশুভ শক্তি দ্বারা সংকটে পড়েন এবং সেই সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে বজরংবলির “নরসিমহায় ওম ইয়া হি হুঁ, হৌঁ হঃ সকল ভীতপ্রেতদিনায় স্বহাঃ” মন্ত্রটি জপ করুন। প্রত্যেক মঙ্গলবার সকালে ১১ বার এবং সন্ধেবেলা ২১ বার এই মন্ত্র জপ করতে হবে। নিয়ম মেনে জপ করলে সব সংকট দূর হবে।

৩) শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত বা বাধা প্রাপ্ত হলে প্রতি মঙ্গলবার ও শনিবার “ওম পূর্বপিমুখায় পঞ্চমুখ হনুমতে তুম তুম তুম তুম সকল শত্রু সহম্রানায় স্বহাঃ” মন্ত্রটি (Hanuman Mantras) জপ করুন। নিয়ম মেনে এটি জপ করলে শত্রু আপনার কিছু করতে পারবে না।

৪) চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি বার বার বাধা আসে তাহলে প্রতি মঙ্গলবার “মর্কটেশ মহোত্‍শা সর্বশোক বিনাশন” মন্ত্রটি জপ করুন। ১০৮ বার জপ করতে হবে। এই মন্ত্র নিয়ম মেনে জপ করলে সব বাধা কেটে দিয়ে চাকরি পেয়ে যাবেন।

৫) হাতে রুদ্রের মালা নিয়ে প্রতি মঙ্গলবার “মঙ্গল ভবন অমঙ্গলহারী দ্রবহু সো দশরথ অজির বিহারী” এই মন্ত্র (Hanuman Mantras) জপ করলে আপনার সমস্ত মনকামনা পূরণ হবে। জীবন থেকে সব সমস্যা দূর হবে।

এগুলি ছড়াও বজরংবলীর আশীর্বাদ পেতে প্রতি মঙ্গলবার আরো কিছু কাজ করুন। প্রতি মঙ্গলবার জাফরান সিন্দুর অভি মিশিয়ে বজরংবলীকে নিবেদন করলে তা আশীর্বাদ মেলে। অন্যদিকে প্রতি মঙ্গলবার বজরংবলিকে ছোলা দিলে তিনি সন্তুষ্ট হন। এছাড়া প্রতি মঙ্গলবার স্নান সেরে ভালো বস্ত্র পরে হনুমান চল্লিশা পাঠ করুন।