Lakshmi mantra chanting: বৃহস্পতিবার নয় সপ্তাহের এই বারে করুন লক্ষ্মী মন্ত্র জপ, জীবনে সুখ-সমৃদ্ধির অভাব হবে না

Chant the Lakshmi mantra this time of the week instead of Thursday: সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবদেবীর জন্য উৎসর্গীকৃত। তেমনি আমরা সকলেই জানি বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর দিন। অনেকেই দেবী লক্ষ্মীর কৃপা পেতে দেবীকে তুষ্ট করার জন্য পূজার আয়োজন করেন। তবে শাস্ত্র বলছে বৃহস্পতিবার নয় দেবী লক্ষ্মীর কৃপা পেতে হলে শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন। জপ করুন মা লক্ষ্মীর মন্ত্র (Lakshmi mantra chanting)। এতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে ব্যক্তির উপর সদয় হবেন। যার ফলে সারা বছর ব্যক্তির কোনো কিছুর অভাব ঘটবে না।

জ্যোতিষ মতে, শুক্রবার হল ধন-সম্পদ, সুখ, সৌভাগ্যের প্রতীক। অপরদিকে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর দিন হলো আবার এই শুক্রবার। ফলেই শুক্র ও লক্ষ্মী মিলিত এই দিন সুখ-সমৃদ্ধি লাভে অত্যন্ত কল্যাণকর। তাই শাস্ত্র বলছে, এদিন অর্থাৎ শুক্রবার লক্ষ্মী মন্ত্র এবং শুক্র মন্ত্র জপ করলে মায়ের কৃপা লাভ করা যায়। জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে, দূর হয় দুঃখ কষ্ট। তাই আসুন সময় নষ্ট না করে লক্ষ্মী মন্ত্র এবং শুক্র মন্ত্রগুলি এবং মন্ত্রের অর্থগুলি জেনে নেওয়া যাক।

লক্ষ্মী মন্ত্র (Lakshmi mantra chanting) ও মন্ত্রের সুফল

আর্থিক মন্ত্র

“ওম হৃীং ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পূরয়ে, ধন পূরয়ে, চিন্তায়ং-দূরয়ে স্বাহাঃ।।” অর্থ সংকটে ভুগছেন? পরিশ্রম করেও পর্যাপ্ত আয় করতে পারছেন না? নিয়ম মেনে শুক্রবারে জপ করুন উপরে উল্লেখিত লক্ষ্মী দেবীর এই মন্ত্র। দূর হবে অর্থাভাব, সমস্ত ঋণের দায় ধীরে ধীরে মিটে যাবে, অর্থপ্রাপ্তি ঘটবে।

মনবাঞ্ছা পূরণ মন্ত্র

“শ্রীং হৃীং ক্লীং এং কমলবাসিন্যৈ স্বাহা।।” মহালক্ষ্মীর এই মন্ত্র মনস্কামনা পূরণে কল্যাণকর। তাই কোনো ব্যক্তির যদি মনে কোনো ইচ্ছা থাকে তিনি শুক্রবারে এই মন্ত্র জপ করে মনের ইচ্ছা মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করতে পারেন। দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবেই। তবে মন্ত্র উচ্চারণের আগে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন পদ্মফুল বা গোলাপি রঙের যে কোনো ফুল। তবেই এই মন্ত্র কার্যকরী হবে।

বীজ মন্ত্র

“ওম শ্রীং হৃীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হৃীং শ্রীং মহালক্ষ্মী নমঃ।।” পদ্মাসনা দেবীর এই মন্ত্রের অর্থ হল কৃপা লাভ। কোনো ব্যক্তি যদি মা লক্ষীর আশীর্বাদ পেতে চান তাহলে শুক্রবারে ভক্তিভরে পদ্ম বীজের মালায় মায়ের এই বীজ মন্ত্র (Lakshmi mantra chanting) উচ্চারণ করুন। মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং ব্যক্তির উপর সদয় হবেন। সারা বছর ব্যক্তির কোন অভাব দেখা যাবে না।

সুখ সমৃদ্ধি লাভের মন্ত্র

“যা রক্তাম্বুজবাসিনী বিলাসিনী চণ্ডাংশু তেজস্বিনী।
যা রক্তা রূধিরাম্বরা হরিসখী যা শ্রী মনোল্হাদিনী।।
যা রত্নাকরমন্থনাত্প্রগটিতা বিষ্ণোস্বয়া গেহিনী।
সা মাং পাতু মনোরমা ভগবতী লক্ষ্মীশ্চ পদ্মাবতী।।”

জীবনে সুখ-শান্তির অভাব? কোনো উপায়েই সুখ মিলছে না? ঝামেলা অশান্তিতে জীবন অতিষ্ঠ? শুক্রবারেই পাওয়া যাবে সুখের দেখা। যদি ভক্তি ভরে জপ করেন মা লক্ষ্মীর উপরে উল্লেখিত এই মন্ত্র। লক্ষ্মীকে প্রসন্ন করতে শুক্রবার দেবীর চরণে প্রিয় ফুল এবং আতর অর্পণ করুন। তারপর মন্ত্র জপ করুন। পজেটিভ এনার্জিতে আপনার জীবনসহ পরিবার পরিপূর্ণ হয়ে উঠবে।

শ্রী লক্ষ্মী মহামন্ত্র

“ওম শ্রীং ল্কীং মহালক্ষ্মী মহালক্ষ্মী এহ্যোহি সর্ব সৌভাগ্যং দেহি মে স্বাহা।।” মহালক্ষ্মীর এই মন্ত্র হলো ধন-সম্পদ প্রাচুর্যের মন্ত্র। তাই এই মন্ত্র জপ করলে ব্যক্তির জীবন অর্থে পরিপূর্ণ হয়ে উঠবে। শুক্রবার ১০৮ বার এই মন্ত্র জপ করুন। পাশাপাশি মন্ত্র উচ্চারণের সময় জ্বালান তিলের তেলের প্রদীপ। দেখবেন সেই মন্ত্র জপের পূর্ণ ফল আপনি পাবেন।

সুখ সমৃদ্ধির জন্য শুধু লক্ষ্মী মন্ত্র (Lakshmi mantra chanting) নয়, আপনি শুক্রের মন্ত্র জপ করতে পারেন। কি কি মন্ত্র রয়েছে দেখে নিন তালিকা।

“অজিতযক্ষ মহাকালিয়ক্ষী সহিতায় ওম আং ক্রোং হৃীং হঃ।।”

জীবনের নানা জটিলতা থেকে মুক্তি পেতে চান? শত্রুকে নাশ করতে চান? তাহলে শুক্রের এই মন্ত্র জপ করুন। কখন করবেন? ব্রহ্ম মুহূর্তে স্নান করার পর এই মন্ত্র উচ্চারণ করবেন। ১০৮ বার এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তবেই ফল পাওয়া যাবে।

“হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম্। সর্বশাসত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম্।।”

আপনার শুক্র কি দুর্বল হয়ে পড়েছে? শুক্রকে শক্তিশালী করতে এই মন্ত্র জপ করতে পারেন। যার ফলে জীবনের সমস্ত অশুভ দশা কেটে যেতে পারে। তবে মনে রাখবেন উপরে উল্লেখিত সমস্ত মন্ত্র জপ করলে পূর্ণ ফল পাওয়া যাবে তখনই যখন আপনি নিয়ম নিষ্ঠা মেনে সঠিকভাবে ১০৮ বার উচ্চারণ করবেন।