Lakshmi mantra: পদ্মাসনা দেবীকে সন্তুষ্ট করতে জপ করুন লক্ষ্মী মন্ত্র! রইল মন্ত্রের তালিকা

Chant Lakshmi Mantra to appease Padmasana Devi: হিন্দু ধর্মের দেব-দেবীদের মধ্যে ধন-সম্পদ, সৌভাগ্যের দেবী হিসেবে পুজো করা হয় মা লক্ষ্মীকে। দেব-দেবীদের ভিন্ন ভিন্ন শক্তি রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী দেবী হলেন লক্ষ্মী। যে দেবী গৃহে সুখ-শান্তি, ধন-সম্পদের বৃদ্ধি করেন। শাস্ত্রমতে, লক্ষ্মীপূজায় ধনদেবীর শক্তিশালী মন্ত্র যদি পাঠ করেন তাতে দেবী প্রসন্ন হন। সেই ব্যক্তির উপর দেবীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়।

লক্ষ্মী মন্ত্র (Lakshmi mantra) জপ করলে মনে শান্তি আসে। মানসিক বিভ্রান্তি দূর হয়, সাথে ভাগ্য সদয় হয়। মা লক্ষ্মীর কাছে এই মন্ত্র উৎসর্গ করার রয়েছে শুভ দিন বা শুভ সময়। যে সময়ে এই শক্তিশালী মন্ত্র পাঠ করলে দেবী সন্তুষ্ট হন। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার শক্তিশালী মন্ত্র এবং মন্ত্র জপ করার শুভ সময়।

শক্তিশালী লক্ষ্মী মন্ত্রের (Lakshmi mantra) তালিকা

১) ।। ওম হ্রীং শ্রীং ক্রীং শ্রীং ক্রীং ক্লিং শ্রীং মহালক্ষ্মী মম গৃহে ধনম পূরয় পূরয় চিন্তায়ই দুরয় দুরয় স্বাহা ||
কর্মক্ষেত্রে যাওয়ার পথে বা যেকোনো কাজে যাওয়ার পূর্বে এই মন্ত্রটি জপ করুন।

২) ।। ওম হ্রীম শ্রীম লক্ষ্মীবায়ো নমঃ ||
এটি একটি লক্ষ্মীবীজ মন্ত্র। এতে শ্রীম ব্যবহার করা হয়। এই মন্ত্র পাঠ করলে গৃহে সুখ-শান্তি আসে, ভয় দূর হয়।

৩) ।। শ্রীম ।।
দেবী লক্ষ্মীর মূল মন্ত্র হলো এটি। এই মন্ত্র পাঠ করলে দেবী সন্তুষ্ট হন। অত্যন্ত শক্তিশালী মন্ত্র এটি। এটি জপ করলে মনে সাহস আসে, শক্তি বৃদ্ধি হয়।

৪) ।। ওম হ্রীং ক্ষ্রাং শ্রীং লক্ষ্মী নৃসিংহায় নমঃ ।

ওম ক্লিং ক্ষ্রাং শ্রীং লক্ষ্মী দেব্যায় নমঃ ।।
এটি লক্ষ্মী নরসিংহ মন্ত্র। এই মন্ত্র জপ করে নরসিংহ ও তার পত্নী, মহালক্ষ্মীর পুজো করা হয়।

৫) ।। ওম শ্রীং শ্রীয়ে নমঃ ||
এটাও লক্ষ্মী দেবীর আরেকটি বীজ মন্ত্র।

৬) || ওম শ্রী মহালক্ষ্ম্যাই চ বিদ্মাহে বিষ্ণু পত্নায়াই চ ধীমাহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াত ওম ||
লক্ষ্মী দেবীর এই মন্ত্র সৌভাগ্য, বুদ্ধি, সমৃদ্ধি আশীর্বাদের মন্ত্র। যা পাঠ করলে দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়।

৭) || ওম সর্ব্বাধা বিনির্মুক্তো, ধন ধান্যঃ সুতান্বিতঃ |

মনুষ্যো মাত্প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়ঃ ওম ||
মহালক্ষ্মীর এই শক্তিশালী মন্ত্র পাঠ করলে সমস্ত নেতিবাচকতা দূর হয়। পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠার সম্ভাবনা তৈরী হয়।

৮) ।। ওম শ্রিং হ্রিং ক্লিং অং সৌং ওম হ্রিং কা এ ই লা হরিং হা সা কা হা লা হরিং সকল হ্রিং সং অং ক্লিং হ্রিং শ্রিং ওম ||
এটি মহালক্ষ্মী শক্তিশালী তান্ত্রিক মন্ত্র। যা লক্ষ্মী পূজায় দেবীর উদ্দেশ্যে পাঠ করতে হয়।

৯) ।। ওম শ্রীং হ্রিং ক্লীং শ্রীং সিদ্ধা লক্ষ্ম্যায় নমঃ ||
এই মন্ত্রটি লক্ষ্মীদেবীর একাদশাক্ষর সিদ্ধ মন্ত্র। যা জপ করলে সিদ্ধ অর্জন করা যায়।

১০) ।। ত্রৈলোক্য পূজিতে ধেবে কমলা বিষ্ণু বল্লভে |

ইয়া থাওয়াম অচলা কৃষ্ণে থাথা- ভাব মায়ি স্থিরা |

কমলা চঞ্চলা লক্ষ্মী চল ভূথির হরি প্রিয়া |

পদ্ম পদ্মালয়া সাম্যক উচাই শ্রী পদ্ম- ধারিণী |

দ্বাদ- সৈথানি নামানি লক্ষ্মী সম্পূজ্য ইয়া পড়েঃ |

স্থির লক্ষ্মীর ভবেদ তস্য পুত্র- ধারা অভি- সাহা |

ইথি শ্রী দক্ষিণা লক্ষ্মী স্তোত্রম সমগ্রম ||
মা লক্ষ্মীর এই শক্তিশালী মন্ত্র সুস্বাস্থ্য, জীবনে সুখের প্রভাব এবং ধন-সম্পদের দিক উন্নত করে।

শক্তিশালী লক্ষ্মী মন্ত্রের শুভক্ষণ

লক্ষ্মী মন্ত্র (Lakshmi mantra) জপ গণনা করতে চাইলে একটি পদ্মবীজের জপমালা বা স্ফটিকের তৈরি জপমালা নিতে পারেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে আপনি এই মালা কমপক্ষে ১০৮ বার জপ করতে পারেন। অপরদিকে আর্থিক চাপ থাকলে আপনি ১০৮ বার করে ৫ বার জপ করতে পারেন। অথবা আপনি চাইলে আরো বেশি বার এই লক্ষী মন্ত্র জপ করতে পারেন। এতে মা প্রসন্ন হয়ে আপনার উপর সবসময় সদয় থাকতে পারে। তবে অনেকেই লক্ষ্মী মন্ত্র জপ শুরু করেন শুক্রবারে। তবে শাস্ত্রমতে, পূর্ণিমায় লক্ষ্মী মন্ত্র জপ করা ভালো। আসন্ন দিওয়ালিতেও লক্ষ্মী মন্ত্র জপ করা শুরু করতে পারেন।