Maha kali kavach: বাধা বিঘ্ন জর্জরিত জীবন থেকে মুক্তি চান? মহাকালী কবচই রক্ষা করবে আপনাকে!

Chant Mahakali Kavach Mantra to get rid of obstacles in your life: হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে নারী শক্তির এক অনন্য প্রতিরূপ হলেন মা কালী। দেবী দুর্গার রৌদ্র রূপের প্রকাশকেই হিন্দু ধর্ম অনুসারে মা কালী রূপে চিহ্নিত করা হয়। মা কালী তার সংহাররূপী বেশে সমস্ত বাধা বিঘ্নকে দূর করতে পারেন। এই কারণে হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় নিষ্ঠা ও ভক্তি সহযোগে মা কালীর আরাধনা করলে জীবন থেকে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যায়। বড়দিনের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুর ভৈরব জয়ন্তী। শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় এই দিন মা কালীর আরাধনা করলে জীবনে থাকার সমস্ত শত্রুর বিনাশ ঘটে। এই দিন মহাকালী কবচ (Maha kali kavach) পাঠ করলে দিদি কালকে প্রসন্ন করা সম্ভব হয়। নিচে উল্লেখ করা অত্যন্ত শুভ ফলদায়ী মা কালীর এই মহাকালী কবচ (Maha kali kavach) মন্ত্রটি দেখে নিন।

মহাকালী কবচ (Maha kali kavach) মন্ত্র –

কালী পূজা শ্রুতা নাথ ভাবাশ্চ বিবিধাঃ প্রভো।
ইদানীং শ্রৌতু মিচ্ছামি কবচং পূর্ব সূচিতম্।।
ত্বমেব শরণং নাথ ত্রাহি মাম্ দুঃখ সংকটাৎ।
সর্ব দুঃখ প্রশমনং সর্ব পাপ প্রণাশনম্।।
সর্ব সিদ্ধি প্রদং পুণ্যং কবচং পরমাদ্ভুতম্।
অতো বৈ শ্রোতুমিচ্ছামি বদ মে করুণানিধে।।
রহস্যং শৃণু বক্ষ্যামি ভৈরবি প্রাণ বিগ্রহম্।।
পাঠয়িত্বা ধারয়িত্বা ত্রৌলোক্যং মোহয়েত্ক্ষণাৎ।
নারায়ণোপি যদ্ধত্বা নারী ভূত্বা মহেশ্বরম্।।
যোহিনং ক্ষোভমনয়ৎ যদ্ধৃত্বা চ রঘুদ্বহঃ।
বরদীপ্তাং জঘানৈব রাবণাদি নিশাচরান্।।
যস্য প্রসাদাদীশোপি ত্রৌলোক্য বিজয়ী প্রভুঃ।
ধনাধিপঃ কুবোরোপি সুরেশোভূচ্ছচীপতিঃ।
এবং চ সকলা দেবাঃ সর্বসিদ্ধাশ্বরাঃ প্রিয়ে।।
ওম শ্রী জগন্মঙ্গলস্যায় কবচস্য ঋষিঃ শিবঃ।
ছন্দোনুষ্টুপ্ দেবতা চ কালিকা দক্ষিণেরিতা।।
জগতাং মোহনে দুষ্ট বিজয়ে ভুক্তিমুক্তিষু।
যো বিদাকর্ষণে চৈব বিনিয়োগঃ প্রকীর্তিতঃ।।

।।অথ কবচম।।

শিরো মে কালিকাং পাতু ক্রীংকারৈকাক্ষরীপর।
ক্রীং ক্রীং ক্রীং মে ললাটং চ কালিকা খড্গধারিণী।।
হূং হূং পাতু নেত্রযুগ্মং হৃীং হৃীং পাতু শ্রুতি দ্বয়ম্।
দক্ষিণে কালিকে পাতু ঘ্রাণয়ুগ্মং মহেশ্বরি।।
ক্রীং ক্রীং ক্রীং রসনাং পাতু হূং হূং পাতু কপোলকম্।
বদনং সকলং পাতু হ্ণীং হৃীং স্বাহা স্বরূপিণী।।
দ্বাবিংশত্যক্ষরী স্কন্ধৌ মহাবিদ্যাসুখপ্রদা।
খড্গমুণ্ডধরা কালী সর্বাঙ্গভিতোবতু।।
ক্রীং হূং হৃীং ত্র্যক্ষরী পাতু চামুণ্ডা হৃদয়ং মম।
এং হূং ওম এং স্তন দ্বন্দ্বং হৃীং ফট্ স্বাহা ককুত্স্থলম্।।
অষ্টাক্ষরী মহাবিদ্যা ভুজৌ পাতু সকর্তুকা।
ক্রীং ক্রীং হূং হূং হৃীং হৃীং পাতু করৌ ষডক্ষরী মম।।
ক্রী নাভিং মধ্যদেশং চ দক্ষিণে কালিকেবতু।
ক্রীং স্বাহা পাতু পৃষ্ঠং চ কালিকা সা দশাক্ষরী।।
ক্রীং মে গুহ্নং সদা পাতু কালিকায়ৈ নমস্ততঃ।
সপ্তাক্ষরী মহাবিদ্যা সর্বন্তত্রেষু গোপিতা।।
হৃীং হৃীং দক্ষিণে কালিকে হূং হূং পাতু কটিদ্বয়ম্।
কালী দশাক্ষরী বিদ্যা স্বাহান্তা চোরুযুগ্মকম্।।
ওম হৃীং ক্রীংমে স্বাহা পাতু জানুনী কালিকা সদা।
কালী হৃন্নামবিধেয়ং চতুর্বগ ফলপ্রদা।।
ক্রীং হৃীং হৃীং পাতু সা গুল্ফং দক্ষিণে কালিকেবতু।
ক্রীং হূং হৃীং স্বাহা পদং পাতু চতুর্দশাক্ষরী মম।।
খড্গমুণ্ডধরা কালী বরদাভয়ধারিণী।
বিদ্যাভিঃ সকলাভিঃ সা সর্বাঙ্গমভিতোবতু।।
কালী কপালিনী কুল্লা কুরুকুল্লা বিরোধিনী।
বিপচিত্তা তথোগ্রোগ্রপ্রভা দীপ্তা ঘনত্বিষঃ।।
নীলা ঘনা বলাকা চ মাত্রা মুদ্রা মিতা চ মাম্।
এতাঃ সর্বাঃ খড্গধরা মুণ্ডমালা বিভূষণাঃ।।
রক্ষন্তু মাং দিগ্নিদিক্ষু ব্রাহ্মী নারায়ণী তথা।
মাহেশ্বরী চ চামুণ্ডা কৌমারী চাপরাজিতা।।
বারাহী নারসিংহী চ সর্বাশ্রয়তি ভূষাণাঃ।
রক্ষন্তু স্বায়ুধের্দিক্ষুঃ দশকং মাং যথা তথা।।
ইতি তে কথিত দিব্য কবচং পরমাদ্ভুতম্।
শ্রী জগন্মঙ্গলং নাম মহামন্ত্রৌঘ বিগ্রহম্।।
ত্রৈলোক্যাকর্ষণং ব্রহ্মকবচং মন্মুখোদিতম্।
গুরু পূজাং বিধায়াথ বিধিবত্প্রপঠেত্ততঃ।।
কবচং ত্রিঃসকৃদ্বাপি যাবজ্জ্ঞানং চ বা পুনঃ।
এতচ্ছতার্ধমাবৃত্য ত্রৈলোক্য বিজয়ী ভবেৎ।।
ত্রৈলোক্যং ক্ষোভয়ত্যেব কবচস্য প্রসাদতঃ।
মহাকবির্ভবেন্মাসাৎ সর্বসিদ্ধীশ্বরো ভবেৎ।।
পুষ্পাঞ্জলীন কালিকা য়ৈ মুলেনৈব পঠেত্সকৃৎ।
শতবর্ষ সহস্ত্রাণাম পূজায়াঃ ফলমাপ্নুয়াৎ।।
ভূর্জে বিলিখিতং চৈতৎ স্বর্ণস্থং ধারয়েদ্যদি।
শিখায়াং দক্ষিণে বাহৌ কণ্ঠে বা ধারণাদ্বুধঃ।।
ত্রৈলোক্যং মোহয়েত্ক্রোধাৎ ত্রৈলোক্য়ং চূর্ণযেত্ক্ষণৎ।
পুত্রবান্ ধনবান্ শ্রীমান্ নানাবিদ্যা নিধির্ভবেৎ।।
ব্রহ্মাস্ত্রাদীনি শাস্ত্রাণি তদ্ গাত্র স্পর্শবাত্ততঃ।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?