Dhanteras Puja: ধন ত্রয়োদশীতে হবে ধনোযোগ! ধনতেরসে জপ করুন ধন্বন্তরী-লক্ষ্মী দেবীর এই মন্ত্রগুলি

Chant these mantras of Goddess Dhanvantari-Lakshmi on Dhanteras Puja: আসছে ধনতেরস। ফুরফুরে মেজাজের ঘনঘটা চারিদিকে। ক্যালেন্ডার অনুযায়ী ১০ই নভেম্বর, শুক্রবার পালিত হবে ধনতেরস। এই দিন থেকে শুরু করে পাঁচ দিনব্যাপী সারাদেশ জুড়ে চলবে আলোর উৎসব। সন্ধ্যা হলেই হিন্দু ঘরে ঘরে জ্বালানো হবে প্রদীপ। ফাটানো হবে নানা ধরনের আতশবাজি। তবে তার আগে ধনতেরসের দিন প্রায় প্রতি বাড়িতেই পূজা হবে ধন্বন্তরী-লক্ষ্মী দেবী এবং কুবের দেবতার। তবে জানা আছে কি ধনতেরস পুজার (Dhanteras Puja) মন্ত্র? যা দেব দেবীকে প্রসন্ন করবে।

কথিত রয়েছে, কার্তিক মাসের এই কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে লক্ষ্মী দেবীর পাশাপাশি জন্ম নেন ধন্বন্তরী দেবী। সোনার কলস নিয়ে এই ত্রয়োদশীতে আবির্ভূতা হওয়ায় এই দিন ধন ত্রয়োদশী বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে নাম দেওয়া হয় ধনতেরস। এদিন বহু হিন্দু বাড়িতে লক্ষ্মী দেবী, কুবের দেব সহ ধন্বন্তরী দেবীর পূজা করা হয়। এতে নাকি দেব-দেবীরা সন্তুষ্ট হয়ে সেই গৃহসহ গৃহের সদস্যদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। তবে জানেন কি ধনতেরস পূজার নির্দিষ্ট মন্ত্র? যা ধন্বন্তরী-লক্ষ্মী দেবীর পূজায় জপ করলে সারা বছর তাঁদের আশীর্বাদ লাভ করতে পারবেন। গৃহ সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। শুধু তাই নয়, এইদিন সোনা-রুপা, ঝাড়ু, পিতলের জিনিস এইসব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে তার আগে ধন্বন্তরী-লক্ষী দেবীকে সন্তুষ্ট করতে জেনে নিন ধন্বন্তরী-লক্ষ্মী ও কুবের দেবতার পৃথক মন্ত্র ও পূজার (Dhanteras Puja) নিয়মাবলী।

ধনতেরস পূজার (Dhanteras Puja) নিয়মাবলী :
  • প্রথমত ধনতেরসের দিন সকালে উঠে স্নান করে পূজার স্থানে গঙ্গাজল ছিটিয়ে একটি চৌকি স্থাপন করুন। তাতে লাল কাপড় বিছিয়ে দেবী মূর্তি রাখুন।
  • এরপর মূর্তির সামনে লাল কাপড়ে ঘট স্থাপন করে, অন্য একটি লাল কাপড়ে নারিকেল রেখে বেঁধে ঘটের উপর রাখুন।
  • তারপর দেবীর সামনে একে একে ঘিয়ের প্রদীপ, ফুল, ফল, পান, সুপারি নিবেদন করুন এবং ধুপ-দ্বীপ জ্বালুন।
  • ধুপ-দ্বীপ, নৈবেদ্য নিবেদন করার পর দেবীর কাছে নিবেদন করুন পায়েসের ভোগ।
  • তারপর হাতে কিছু ফুল নিয়ে করজোরে দেবীর মন্ত্র পাঠ করুন। তারপর আরতি করে পূজা সমাপ্ত করুন।
  • সর্বশেষে দেবীর পূজার কিছুক্ষণ পর সেই প্রসাদ সকলকে বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন।
  • এবার জেনে নেওয়া যাক ধন্বন্তরী-লক্ষী ও কুবের দেবীর পৃথক মন্ত্র।
ধন্বন্তরী দেবীর পূজা মন্ত্র :

ওম ধন্বন্তরায় নমঃ।।

ওম নমো ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় য় ধন্বন্তরায়েঃ
অমৃতকলশ হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগনিবারণায়।
ত্রিলোকপথায় ত্রিলোকপথায় শ্রী মহাবিষ্ণুস্বরূপ
শ্রী ধন্বন্তরী স্বরূপ শ্রী শ্রী শ্রী ঔষধচক্র নাপায়ণায় নমঃ।।

লক্ষ্মী দেবীর পূজা মন্ত্র :

লক্ষ্মী নারায়ণ নমঃ।।

ওম শ্রীং হৃীং ক্লীং শ্রী সিদ্ধ লক্ষ্ম্যৈ নমো নমঃ।।

ওম মহালক্ষ্ম্যৈ নমো নমঃ
বিষ্ণুপ্রিয়ায়ৈ নমো নমঃ
ধনপ্রদায়ৈ নমো নমঃ
বিশ্বজনন্যৈ নমো নমঃ।।

শ্রীং হৃীং ক্লীং শ্রী সিদ্ধ লক্ষ্ম্যৈ নমঃ।।

কুবের দেবতার পূজা মন্ত্র :

ওম ধনকুবেরায় নমঃ।।

ওম শ্রীং শ্রিয়ে নমঃ।।

ওম শ্রীং হৃীং ক্লীং শ্রীং ক্লীং বিত্তেশ্বরায় নমঃ।।

ওম বিত্তেশ্বরায় নমঃ।।

ওম হৃীং শ্রীং ক্রীং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পূরয় পূরয় নমঃ।।

ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায়
ধনধান্যাধিপতয়ে
ধনধান্যসমৃদ্ধিং মে দেহি দাপয় স্বাহা।।