Shani Dev Mantras: দূর হবে শনি দশা, আগমন ঘটবে সুখ-সমৃদ্ধির! জপ করুন এই শনি মন্ত্রগুলি

Chant these Shani Dev Mantras to remove Shani from your life: হিন্দু ধর্মের অন্যতম দেবতা হলেন শনিদেব। শাস্ত্রমতে সপ্তাহের সাতটি দিনে বিভিন্ন দেব-দেবীর পূজা হয়। তেমনি শনিবার হল শনি বাবার জন্য উৎসর্গীকৃত দিন। এদিন বহু হিন্দু ধর্মালম্বী শনি দশা কাটাতে বা শনিদেবকে তুষ্ট করতে আরাধনা করেন। নানান প্রতিকার করেন। তবে এই সবকিছুর পাশাপাশি যদি শনি মন্ত্র (Shani Dev Mantras) পাঠ করতে পারেন এতে শনি বাবার আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে। জীবনের সব দুঃখ-কষ্ট বুঝে গিয়ে সুখ-শান্তির আগমন ঘটবে। তাই আসুন শনিদেবের সেই পৃথক পৃথক মন্ত্রগুলি জেনে নেওয়া যাক।

জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ হল শনি গ্রহ। যে গ্রহের অশুভ দশা ব্যক্তির কুন্ডলীতে পড়লে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই শনি গ্রহকে সচল এবং শক্তিশালী রাখতে অনেকেই জ্যোতিষশাস্ত্রীয় নানান টোটকা করে থাকেন। মূলত কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনি দেবতা। ফলেই বিভিন্ন কর্মের কারণে অর্থসংকট, পারিবারিক অশান্তি, নানান দুঃখ দুর্দশায় অনেকেরই জীবন কাটে। তবে এই অশুভ দশা থেকে মুক্ত হওয়া যায় যদি জপ করা যায় শনি মন্ত্র (Shani Dev Mantras)। শনিবার শনি বাবার উপাসনার পর মন্ত্র পাঠ করলে জীবনের ইতিবাচকতার দিক উত্থিত হয়।

শনিদেবের একটি মন্ত্র নয়, বিভিন্ন উদ্দেশ্যে পৃথক পৃথক মন্ত্র রয়েছে। যেমন শনিদেবের শান্তি মন্ত্র, বৈদিক মন্ত্র প্রভৃতি। রইল সেই পৃথক পৃথক মন্ত্রের তালিকা।

শনির বৈদিক মন্ত্র

ওঁ শন্নোদেবীর-ভিষ্টয়, আপো ভবন্তু পিত্তেয় শ্যায়োর্বিস্ত্রবন্তুঃ।।

শনির স্বাস্থ্য মন্ত্র

ধ্বজহিনী ধামিনী চৈব কঙ্কলি কলহপ্রিহা। কাঙ্কতি কালহি চৌথ তুরঙ্গি মহিষি আজা৷
শনৈর্নামণি পত্নীনামেতানি সঞ্জপন পুমান।।

শনির দোষ নিবারণ মন্ত্র

ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম্ পুষ্টিবর্ধনম্।
উর্ভারুক মিভ বন্দনান মৃত্যুমুখীয়া মা মৃত্যুঃ।।

শনির গায়ত্রী মন্ত্র

উম ভগবভায়া বিদমহেন মৃত্যুরূপায় ধীমহি তন্নো শনিঃ প্রচোদ্যত।
শন্নোদেবীরভিষ্টায় ভবন্তু।।

শনি মন্ত্র

ওম নীলাঞ্জন সমভাষম রবিপুত্রম যমগরাজম্। ছায়ামর্তান্ড সম্ভূতম্ তম নমামি শনাইশ্চরম্।।

প্রতি শনিবার ধুপ-দ্বীপ জ্বালিয়ে শনি বাবার আরাধনা করে নির্দিষ্ট আসনে বসে উপরে উল্লেখিত মন্ত্র পাঠ করবেন। শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাবেন।

শনিদেবের এই মন্ত্র (Shani Dev Mantras) জপের পাশাপাশি শ্রীকৃষ্ণের উপাসনা করতে পারেন। কারণ শ্রীকৃষ্ণের পরম ভক্ত হলেন বাবা শনিদেব। ফলেই ভক্তি করে শ্রীকৃষ্ণের উপাসনা করলেও শনিদেব খুশি হন এবং ব্যক্তির মনস্কামনা পূরণ করেন। এছাড়াও শনিবারে বেশ কিছু জিনিস কেনা নিষিদ্ধ। যা ভুল করে কিনে শনি দশায় বা শনির অশুভ দৃষ্টিতে পড়েন সেই ব্যক্তি। তাই সেই জিনিসগুলি কেনা থেকে বিরত থাকুন।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?