Ganesh names: গণেশের ১০ নামেই আছে মহাশক্তি! জপ করলেই মুক্তি পাবেন সব বিপদ থেকে!

10 names of Ganesh have great power chanting them will bring liberation: হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে ভগবান গণপতিকে বিঘ্ন বিনাশকারী দেবতা হিসেবে চিহ্নিত করা হয়। হিন্দু পুরাণ অনুসারে ভগবান মহেশ্বর ও দেবী পার্বতীর পুত্র ভগবান গণেশ হলেন সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা। অন্যান্য যে কোনো দেবতার পুজোর আগে গণেশের পুজো না করলে সেই পুজোকে অসম্পূর্ণ হয়েছে বলে মনে করা হয়। মন দিয়ে গণেশের পুজো করলে গণেশের কৃপায় ভক্তের জীবনে সৌভাগ্য বর্ষিত হয়। তিনি ভক্তের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করে দেন। সিদ্ধিদাতা গণেশের ১০ টি নাম (Ganesh names) জপ করলে ভক্তকে অত্যন্ত আশীর্বাদ করেন গণপতি বাপ্পা। তার ১০ নাম হলো একদন্ত, কপিল, লম্বদর, সুমুখ, গন্ধবাহ, বিনায়ক ভগবন্ত, গজকর্ন, ধুম্রকেতু, এ্যম্বক, সিদ্ধগণ। কয়েকটি বিশেষ উপায় অবলম্বন করে গণেশের আশীর্বাদ লাভ করা সম্ভব। জেনে নিন সেগুলি কি কি।

১) প্রতি মঙ্গল বার গণেশের আরাধনা করার পাশাপাশি তাকে সিঁদুরের টিপ পড়লে গণেশজি অত্যন্ত খুশি হন এবং ভক্তকে আশীর্বাদ করেন। পুজোর সময় তার ১০ নাম (Ganesh names) জপ করাও অত্যন্ত শুভ ফলদায়ী।

২) মোদক গণেশজির অত্যন্ত প্রিয় একটি খাদ্য। পুজোর সময় তাকে ২১ টি মোদক ও ২১ টি দূর্বা অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে তার ১০ নাম (Ganesh names) জপ করলে ভগবান গণেশ তার ভক্তের জীবন থেকে সব বাধা বিপত্তি নিমেষে দূর করে দেন।

৩) গণেশের আরো একটি পছন্দের খাবার হলো লাড্ডু। বোঁদের ও বেসনের লাড্ডু তাকে নিবেদন করলে ভগবান গণেশ সেই ভক্তের উপর তুষ্ট হন। এবং সেই ভক্ত গণেশের আশীর্বাদ লাভ করে। এর ফলে ভক্ত ও তার পরিবারের সদস্যদের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।

৪) যে ভক্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবান গণেশের পায়ে মন থেকে তিনটি দূর্বা ও একটি লাল জবা ফুল অর্পণ করেন, গণেশ সেই ভক্তের উপর অত্যন্ত প্রসন্ন হন এবং তার জীবনকে আশীর্বাদে পরিপূর্ন করে তোলেন।

তবে বাস্তু বিশেষজ্ঞ ব্যাক্তিদের মত অনুসারে কখনোই একই জায়গায় দুটি গণেশ মূর্তি রাখা উচিত নয়। মনে করা হয় এই কাজ করলে দুই শক্তির নিজেদের মধ্যে তীব্র সংঘাত হয়। ফলে বাড়ির উপর নানা কুপ্রভাব পড়তে পারে। এই কারণেই বাড়িতে একাধিক গণেশ মূর্তি রাখলে তা একই স্থানে না রেখে আলাদা আলাদা জায়গায় রাখার পরামর্শ দেন শাস্ত্র ও বাস্তু বিশেষজ্ঞরা।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?