Guru Mantra Chanting: শিক্ষায় অমনোযোগ? শুভ কাজে বাধা? বৃহস্পতি সচল রাখতে জপ করুন এই মন্ত্র

Chanting Guru Mantra to keep Jupiter strong in Kosthi: জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ হল বৃহস্পতি গ্রহ। যে গ্রহকে সুখ-সমৃদ্ধি, সন্তান লাভ, ধন-সম্পত্তি লাভ এবং সংসার জীবনের কারক গ্রহ বলে আখ্যায়িত করা হয়। এই বৃহস্পতি গ্রহ প্রত্যেক ব্যক্তির জন্ম কোষ্ঠীতে সমান ভাবে অবস্থান করে না। যাদের কোষ্ঠীতে সচল থাকে তাদের জীবন সর্বদিক থেকেই অনুকূল প্রমানিত হয়। আর যেসব ব্যক্তিদের জন্ম কুণ্ডলীতে বৃহস্পতির অশুভ ছায়া পড়ে তাদের জীবন অশান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সর্ব কাজেই বাধা সৃষ্টি হয়। আর তার কারণ হলো গুরুকে অশান্ত করা। বৃহস্পতি গ্রহ শক্তিশালী রাখতে অবশ্যই দেবগুরুকে শান্ত রাখতে হবে। আর তার জন্য বৃহস্পতিবারে বেশ কিছু গুরু মন্ত্র জপ (Guru Mantra Chanting) করা উচিত। যা বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করে শুভ প্রভাবের আগমন ঘটাবে। আসুন সেই বৃহস্পতির গুরু মন্ত্র সহ মন্ত্র জপের নিয়ম কানুন জেনে নেওয়া যাক।

মন্ত্র পাঠের নিয়মাবলী
  • বৃহস্পতির গুরু মন্ত্র জপ (Guru Mantra Chanting) করতে সকালে উঠে স্নান করতে হবে।
  • স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করতে হবে।
  • এরপর বৃহস্পতি দেবের ছবি বা কলা গাছ স্থাপন করতে হবে।
  • তারপর নিবেদন করতে হবে ছোলা এবং গুড়ের ভোগ এবং ধুপ-দ্বীপ জ্বালিয়ে পূজা করতে হবে।
  • পুজোর পর নির্দিষ্ট আসনে বসে হলুদ বা রুদ্রাক্ষের মালা নিয়ে বৃহস্পতির গুরু মন্ত্র জপ করতে হবে। তবেই ফলপ্রাপ্তি ঘটবে।
রইল বৃহস্পতি মন্ত্রের তালিকা

বৃহস্পতি মন্ত্র

  • ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।।
  • ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ।।

শান্তি কামনার্থে বৃহস্পতির মন্ত্র

  • ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ।।
  • ওম হ্রাং আং ক্ষংয়োং সঃ।।
  • ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।।
  • দেবানাম চ ঋষিণাম চ গুরুং কাঞ্চন সন্নিভম।
    বুদ্ধিভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্।।
  • ওম হৃীং নমঃ।।

বৃহস্পতির ধ্যান মন্ত্র

রত্নাষ্টাপদ বস্ত্র রশিমমলং দক্ষাত্কিরনতং করাদাসীনং,
বিপণৌকরং নিদধতং রত্নদিরাশৈ পরম্।
পীতালেপন পুষ্প বস্ত্র মখিলালংকারং সম্ভূষিতম্,
বিদ্যাসাগর পারগং সুরগুরুং বন্দে সুবর্ণপ্রথম্য়।।

বৃহস্পতির বৈদিক মন্ত্র

ওম বৃহস্পতে অতি যদর্যো অর্হাদ্ দ্যুমদ্বিভাতি ক্রতুমজ্জনেষু
যদ্দীদয়চ্ছবস ঋতপ্রজাত তদস্মাসু দ্রবিণং ধেহি চিত্রম্।।

শাস্ত্র মতে, উপরে উল্লেখিত বৃহস্পতি মন্ত্র জপের ভিন্ন ভিন্ন কারণ রয়েছে। বিভিন্ন সমস্যার সমাধানে ভিন্ন ভিন্ন মন্ত্র জপ করতে হয়। আসুন কোন সমস্যায় কোন মন্ত্র জপ করবেন জেনে নিন।

ওম বৃং বৃহস্পতয়ে নমঃ।। প্রতি বৃহস্পতিবার সকালে জপ করুন বৃহস্পতির এই গুরু মন্ত্র। বৃহস্পতির আশীর্বাদ লাভ করবেন।

ওম অঙ্গিরসায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহি তন্নো জীবঃ প্রচোদয়াৎ।। সন্তান লাভের সমস্যা? সন্তানকে নিয়ে শারীরিক বা অন্য কোনো দিক দিয়ে চিন্তিত রয়েছেন? জপ করুন এই মন্ত্র। কেটে যাবে সন্তান সম্পর্কিত সমস্ত সমস্যা।

ওম গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ।। স্বাস্থ্য অবনতি দূর করতে সকাল-সন্ধ্যা উচ্চারণ করুন এই গুরু মন্ত্র। কেটে যাবে বৃহস্পতির দুর্বল প্রভাব। জীবনে ইতিবাচকতার আগমন ঘটবে।

ওম দেব পূজিতায় নমঃ।। অর্থ সম্পর্কিত কোনো সমস্যায় জড়িয়ে পড়লে বা অর্থসংকট দেখা দিলে বৃহস্পতিবার স্নান সেরে এই মন্ত্র জপ করুন। গুরু মন্ত্রের উচ্চারণে (Guru Mantra Chanting) আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দূর হবে সব সমস্যা।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?
Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?