Ganesh mantra chanting: গ্রহ দোষ থেকে মুক্তি পেতে সপ্তাহের এই দিনে জপ করুন গণেশ মন্ত্র, আগমন ঘটবে শুভ শক্তির

Chanting of Ganesh mantra can get rid of many planetary doshas: সনাতন শাস্ত্রে, সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর জন্য সমর্পিত। তেমনি হিন্দু ধর্মের অন্যতম দেবতা সিদ্ধিদাতা গণেশের আরাধনার দিন হল বুধবার। যে কোনো শুভ কাজের সূচনা হয় এই দেবতার পূজার মাধ্যমে। তবে শুধু পূজা নয়, গণপতি বাপ্পার মন্ত্র উচ্চারণেও (Ganesh mantra chanting) দূর হয় সমস্ত বিপদ। অশুভ শক্তির বিনাশ হয়, আগমন ঘটে শুভশক্তির।

সমস্যার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে সিদ্ধিদাতার আরাধনা করতে পারেন। পাশাপাশি তাঁর বেশ কিছু মন্ত্র পাঠ করতে পারেন করতে পারেন। জীবনে মিলবে সুফল। জ্যোতিষশাস্ত্রে এই মন্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে এই মন্ত্র জপ করলে শুধু গণপতি বাপ্পার কৃপা নয়, বুধ গ্রহকেও শক্তিশালী রাখে। তাই আসুন বিঘ্নহর্তার মন্ত্রগুলি জেনে নেওয়া যাক। তবে তার আগে জেনে নেওয়া যাক গণেশ পূজার নির্দিষ্ট নিয়মাবলী। যা সঠিকভাবে মেনে চললে গণশেদেব প্রসন্ন হয়ে ব্যক্তির ওপর আশীর্বাদ বর্ষণন করবেন। জীবনের সব দুঃখ হরণ করে নেবেন তিনি।

গণেশ পূজার নিয়মাবলী
  • সকালবেলা স্নান সেরে একটি টুলে লাল কাপড় বিছিয়ে গণপতি বাপ্পাকে স্থাপন করুন। পাশে হিসাব পত্রের খাতা বই রাখতে পারেন।
  • তারপর গণপতি বাপ্পার কপালে সিঁদুর লাগান। সিঁদুরের রং সিদ্ধিদাতার অত্যন্ত প্রিয়। সিঁদুর নিবেদনের সময় উচ্চারণ করুন “সিন্দুরং শোভনং রক্তং সৌভাগ্যং সুখবর্ধনম্। শুভদং কামদং চৈব সিন্দূরং প্রতিগৃহ্যতাম্। ওম গং গণপতয়ে নমঃ।।”
  • এরপর গণেশ ঠাকুরের মাথায় দূর্বা রাখুন। তবে মনে রাখবেন চরণে নয়, ঠাকুরের মাথায় রাখলেই তিনি প্রসন্ন হন। গুণে গুণে পাঁচটি দূর্বা সিদ্ধিদাতার মাথায় অর্পণ করুন সাথে উচ্চারণ করুন (Ganesh mantra chanting) “ইদং দূর্বাদলং ওম গং গণপতয়ে নমঃ।।”
  • এরপর সিদ্ধিদাতাকে তাঁর প্রিয় ফল, নৈবেদ্য নিবেদন করুন। চরণে অর্পণ করুন প্রিয় ফুল। পাশাপাশি ভিজিয়ে রাখা চাল নিবেদন করুন গণেশের কাছে। অক্ষত বা অখন্ড চাল গণেশ আরাধনায় অর্পণ করলে তিনি প্রসন্ন হন। ব্যক্তির উপর কৃপা বর্ষণ করেন। তিনবার এই চাল নিবেদন করুন এবং বলুন (Ganesh mantra chanting) “ইদং অক্ষতম্ ওম গং গণপতয়ে নমঃ মন্ত্র।।”
  • অন্যদিকে শমী গাছের পূজা করেও বিঘ্নহর্তা গণেশকে তুষ্ট করতে পারেন। কারণ এই গাছ গণেশের অত্যন্ত প্রিয়। এই গাছের পত্র গণেশ আরাধনায় নিবেদন করলে ধন-সমৃদ্ধি লাভ করা যায়।
গণেশ পূজার মন্ত্র
  • ওম একদন্তায় বিহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তিঃ প্রচোদয়াৎ।। (গায়ত্রী মন্ত্র)
  • ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভঃ।
    নির্বিঘ্নং কুরু মে দেব, সর্ব কার্যেষু সর্বদা।। (তুষ্ট মন্ত্র)
  • ওম নমো গণপত্যে কুবের যেকদ্রিকো ফট্ স্বাহা।। (গণেশ কুবের মন্ত্র)
  • ত্রয়ীময়ায়াখিলবুদ্ধিদাত্রে বুদ্ধিপ্রদীপায় সুরাধিপায়।
    নিত্যায় সত্যায় চ নিত্যবুদ্ধি নিত্যং নিরীহায় নমোস্তু নিত্যম্।। (সাফল্য মন্ত্র)
  • গণপতির্বিঘ্নরাজো লম্বতুণ্ডো গজাননঃ।
    দ্বৈমাতুরশ্চ হেরম্ব একদন্তো গণাধিপঃ।।
    বিনায়কশ্চারুকর্ণঃ পশুপালো ভবাত্মজঃ।
    দ্বাদশৈতানি নামানি প্রাতরুত্থায় যঃ পঠেৎ।।
    বিশ্বং তস্য ভবেদ্বশয়ং ন চ বিঘ্নং ভবেৎ ক্বচিৎ।। (সমস্যা সমাধান মন্ত্র)
  • ওম গং গণপতয়ে নমঃ।। (গজনান্দ একাক্ষর মন্ত্র)
  • গণপুজ্যো বক্রতুণ্ড একদংষ্ট্রী ত্রিয়ম্বকঃ।
    নীলগ্রীবো লম্বোদরো বিকটো বিঘ্ররাজকঃ।। ( গ্রহ দোষ মুক্তির মন্ত্র)
Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?