Day wise God puja: সপ্তাহের কোন দিন কার পুজো করলে সব থেকে ভালো ফল পাবেন?

Day wise worship to this God to get best results: সাম্প্রতিক সময়ে সমাজ আধুনিক হয়ে উঠলেও মানুষের মনে কিন্তু এখনও পূর্বের মতো ভগবানের প্রতি একটি আলাদাই স্থান রয়েছে। অনেকেই প্রতিদিন নিয়ম করে সকালে উঠে ভগবানের স্তুতি করে। ভক্তি ভরে দেব-দেবীর আরাধনা করে। তাঁদের কাছে মনস্কামনা পূরণের আর্জি জানায়। প্রতিদিনই তো প্রায় সব ভগবানেরই পূজা করেন কিন্তু জানেন কি সপ্তাহের প্রতিটি দিন প্রতিটি ভগবানের জন্য উৎসর্গীকৃত নয়। ধর্মীয় শাস্ত্রমতে, সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন দেবতার পূজা করা হয়। যদি তা না জেনে থাকেন তাহলে এই প্রতিবেদনে জেনে নিন সপ্তাহের কোন দিন কোন দেবতার জন্য উৎসর্গীকৃত (Day wise God puja)। আর জানান নিজের মনস্কামনা।

কোন দিন কোন দেবতার পুজো (Day wise God puja) করবেন?

সোমবার

সপ্তাহের সোমবার কোন দেবতার পুজো করা হয় তা প্রায় সকল হিন্দু ধর্মালম্বীদের জানা। আমরা কমবেশি সকলেই জানি সোমবার হল মহাদেবের বার। এই দিন বিবাহিতা-অবিবাহিতা সকল নারী শিবের ব্রত করেন। উপবাস করে শিবের মাথায় জল ঢালেন। মূলত অবিবাহিতা মহিলারা শিবের মতো পতি পাওয়ার কামনার্থে এই ব্রত করেন। অপরদিকে বিবাহিতা মহিলারা স্বামীর মঙ্গল কামনার্থে সোমবার শিবের পূজা করেন।

মঙ্গলবার

পুরান মতে, সপ্তাহের মঙ্গলবার এক দেবতার জন্য উৎসর্গীকৃত নয়। এই মঙ্গলবার হল মা কালী, সিদ্ধিদাতা গণেশ এবং বজরংবলীর দিন। এই দিন এই তিন দেবতার পূজো করা হয়। মূলত যেসব ব্যক্তিরা এই দেবতাদের এই দিন পুজো করেন তারা দেব-দেবীদের প্রসন্ন করার জন্য নুন ছাড়া খাবার খান। এতে সুফল লাভ করা যায়। নানা বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, জ্ঞান বৃদ্ধি ঘটে এবং আর্থিক দিক ভালো হয়।

বুধবার

হিন্দু শাস্ত্রে অনেকেই যে কোনো শুভ কাজ শুরু করার জন্য সপ্তাহের এই দিনটি বেছে নেন। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বুধবার হল ভগবান ভিথালের জন্য উৎসর্গীকৃত। যা বিষ্ণুর এক অবতার। সপ্তাহের এই দিন ভগবান ভিথালের পূজা করলে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়।

বৃহস্পতিবার

কমবেশি সকল হিন্দু ধর্মালম্বীদেরই জানা বৃহস্পতিবার ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পূজা করা হয়। সনাতন ধর্মে সপ্তাহের এই দিনটাকে লক্ষ্মীবার হিসেবে আখ্যা দেওয়া হয়। ব্যবসায়ীরা সহ প্রতি হিন্দু ঘরে ঘরেই বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হয়ে সেই ব্যক্তি বা পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করে। উন্নতির অগ্রগতি ঘটে।

শুক্রবার

সনাতন ধর্ম অনুসারে, শুক্রবার একাধিক দেবদেবীর জন্য উৎসর্গীকৃত। এই দিন পুজো করুন মা দুর্গা, মহালক্ষী, মা অন্নপূর্ণা এবং সন্তোষী দেবীর। এদিন অনেকেই টক জাতীয় খাবার থেকে বিরত থাকেন।

শনিবার

সপ্তাহের এইবারের মধ্যেই লুকিয়ে রয়েছে দেবতার নাম। এই শনিবার দিনটি বাবা শনিদেবের জন্য উৎসর্গীকৃত। অনেকেই শনির দশা থেকে মুক্ত হওয়ার জন্য এই দিন শনিদেবের নানা কার্যসম্পাদন করেন।

রবিবার

রবি কথার অর্থ হলো সূর্য। অর্থাৎ রবিবার পূজা করুন সূর্যদেবের (Day wise God puja)। তবে এদিন সূর্য দেবের ব্রত করলে সূর্য উদিত হওয়ার আগে খাওয়া সারতে হবে এবং সূর্য অস্ত যাওয়ার পরে খেতে হবে। মূলত সূর্য দেবতা হলো শক্তির প্রতীক। তাই এদিন সূর্যদেবের আরাধনা করলে শক্তি অর্জন করতে পারবেন। কোনো কাজেই আর ভয় পিছিয়ে যেতে হবে না।