Vastu Tips for Kitchen: রান্নাঘরে রাখুন এই বিশেষ জিনিস! সঠিক দিকে রাখলেই আসবে প্রচুর টাকা!

If you decorate the kitchen according to Vastu tips, you will get money: বাস্তু শাস্ত্র অনুসারে দিক নির্ণয়ের বিষয়টি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয় ঠিক তেমনি বাড়ির বিভিন্ন স্থানে বিভিন্ন জিনিস রাখার বিষয়েও অনেক বেশি যত্ন নিতে বলেন বাস্তু বিশেষজ্ঞরা। বাড়ির মধ্যে থাকা বিভিন্ন স্থানের মধ্যে রান্নাঘরকে অত্যন্ত পবিত্র একটি স্থান বলে চিহ্নিত করা হয়। বাস্তু অনুসারে বিশ্বাস করা হয় বাড়ির সকল সদস্যের সুখ এবং স্বাস্থ্য অনেকটাই নির্ভরশীল থাকে রান্নাঘরের উপর। এই কারণে রান্না ঘরটিকে অত্যন্ত যত্ন সহকারে (Vastu Tips for Kitchen) সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। বাস্তু শাস্ত্র মতে রান্নাঘরে কয়েকটি বিশেষ জিনিস রাখলে পরিবারে সব সময় সুখ শান্তি বিরাজ করে। দেখে নিন বাড়ির রান্নাঘরটিকে ঠিক কি ভাবে সাজিয়ে তুললে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ন হবে আপনার ভাগ্য।

১) রান্না ঘরের গ্যাস সিলিন্ডার সব সময় দক্ষিণ দিকে রাখা অত্যন্ত শুভ বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা (Vastu Tips for Kitchen)। সেই সঙ্গে গ্যাস ওভেন রাখার জন্য বেছে নিতে হয় অগ্নি কোণকে।

২) রান্নাঘরে রান্না করার সময় পূর্ব দিকে মুখ করে থাকলে (Vastu Tips for Kitchen) অর্থ লাভের যোগ তৈরি হয়।

৩) রান্নাঘরে হলুদ থাকা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। হলুদ অতি পবিত্র একটি দ্রব্য বলে পুজো বা যে কোনো শুভ অনুষ্ঠানেও এটি ব্যবহৃত হয়। এই কারণে বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞরা রান্নাঘরে হলুদ অবশ্যই রাখার পরামর্শ দেন। সেই সঙ্গে খেয়াল রাখা উচিত রান্নাঘরের হলুদের পাত্র কখনো যেন খালি না থাকে। এতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়।

৪) বাস্তু শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় রান্নাঘরে অ্যালোভেরা গাছ রাখলে আর্থিক সমস্যা দূর হয়।

৫) রান্নাঘরে  পিতল বা কাঁসার বাসন রাখা অত্যন্ত শুভ (Vastu Tips for Kitchen)। শুধু তাই নয় পিতলের থালা বা বাটিতে খাবার খাওয়াও শরীরের জন্য অত্যন্ত উপকারী।

৬) রান্নাঘরে পানীয় জল সব সময় ঈশান কোণে রাখা উচিত। এছাড়া মসলার পাত্র, বাসনপত্র ইত্যাদি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত।

৭) বাস্তু অনুসারে রান্নাঘরে থাকা ইলেকট্রনিক সামগ্রী সব সময় পূর্ব দিকে রাখা উচিত।

৮) রান্নাঘরের দেওয়ালে কখনো কালো বা কমলা রং করা উচিত নয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?