Konark Sun Temple: মন্দির হওয়া সত্বেও কেনো কেউ পুজো করেনা এখানে; এর আসল রহস্য আসুন জেনে নিই

Despite being a temple, there is no puja at Konark Sun Temple: মন্দির মানে হল যেখানে দেব দেবীদের পুজো করা হয়। দেবতাদের আরাধ্য স্থান হলো মন্দির। ভারত হল এমন একটি দেশ যেখানে মন্দিরের কোন অভাব নেই এবং প্রাচীন ভারতের সংস্কৃতিকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মন্দিরের কারুকার্যের মধ্য দিয়ে। কিন্তু ভারতে এমন মন্দিরও আছে যেখানে কোনো দেব দেবীর পুজো করা হয়না। মন্দির থাকা সত্বেও কেনো পুজো হয়না এখানে, এই প্রশ্ন মনে আসাটাই খুব স্বাভাবিক। আজকের প্রতিবেদনে আপনি বহু অজানা তথ্য জানতে পারবেন। তাহলে দেরি না করে জেনে নিই ওড়িশায় অবস্থিত সূর্য মন্দিরের (Konark Sun Temple) আসল রহস্য।

প্রাচীন এই মন্দিরটি (Konark Sun Temple) নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব ১২৫০ সালে। ওড়িশা এবং দ্রাবিড় সংমিশ্রণে তৈরি এই মন্দিরটি ধূসর বেলে পাথরে তৈরি এবং একে আকার দেওয়া হয়েছিল রথের। তবে মন্দিরটি নির্মাণের সময় নরসিংহদেব এক অদ্ভুত নিয়ম চালু করেছিলেন। নিয়মটি ছিল এই মন্দির নির্মাণ ১২ বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং নির্মাণকার্যে ১২০০ শ্রমিক নিযুক্ত থাকবে। কথিত আছে তিনি বলেছিলেন যদি একজন শ্রমিক কম হয় তাহলে সবার প্রাণদণ্ড যাবে। মন্দির নির্মাণ করার সময় একজন শ্রমিকের স্ত্রী গর্ভবতী হয়ে পড়েছিল কিন্তু তাও সেই শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া সম্ভব ছিল না।

তার এই অদ্ভুত নিয়মের পিছনেও নিশ্চয়ই কোন কারণ ছিল। শ্রমিকের গর্ভবতী স্ত্রী অবশেষে পুত্র সন্তান প্রসব করেছিলেন। কিন্তু নিয়ম অনুসারে সেই শ্রমিক তখন অবধি সেই কাজ ছেড়ে যেতে পারেননি। সেই পুত্র সন্তানের নাম রাখা হয় ধর্মদাস। ধর্মদাস তার মাতার কাছে যখন তার পিতার সম্পর্কে জানতে চায় তখন তিনি বিস্তারিতভাবে সমস্ত কিছু বলেন। সবকিছু জানার পর ধর্মদাস তার পিতার কাছে গিয়েছিল কিন্তু তখনও ওই মন্দিরটি (Konark Sun Temple) নির্মাণের ৭ দিন বাকি ছিল।

আরো পড়ুনঃ রাশিফল অনুযায়ী আগামী এক সপ্তাহ আপনার কেমন যেতে চলেছে

পুত্রের আগমনের পরও সেই শ্রমিক মন্দির নির্মাণের কাজ ছাড়তে পারেন নি। তখনও অবধি মন্দিরের মঙ্গলঘট স্থাপন করা বাকি ছিল। কিন্তু পিতার কষ্ট দেখে ধর্মদাস মন্দিরে মঙ্গল ঘট স্থাপন করে এবং সে সফল পর্যন্ত হয়। রাজা নরসিংহ দেবের নিউ উলংঘন করেছিলেন তিনি সেই কারণে ১২০০ শ্রমিকের প্রাণ বাঁচাতে ধর্মদাস সেই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই থেকে সেখানে পুজো বন্ধ।

আরো পড়ুনঃ ভগবানের না এই মন্দির হলো খলনায়কদের; অবাক হলেও এটাই সত্যি

ওড়িশার কোনারকের মন্দিরে (Konark Sun Temple) কোন সূর্য দেবতার মূর্তি নেই। আজ সেটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শোনা যায় আজও নাকি রাতের অন্ধকারে সেখানে নানারকম আর্তনাদ শোনা যায়। পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হলেও এই মন্দিরে কোনদিনও পুজো হয়নি।