Sai Baba Puja: সাঁই ভক্তদের কষ্টের দিন শেষ! এই উপায়ে দেখা পান আপনার ইষ্টদেবের

Devotees do worship Sai Baba in this way: বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা সাইঁ বাবাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পুজো করেন। সাইঁ বাবার অলৌকিক সব কাহিনী মানুষ বিশ্বাস করে যে কোনো সমস্যার সমাধান করতে তার চরণে আশ্রয় নিতে চান। এই উদ্দেশ্যেই বিভিন্ন স্থানে সাইঁ মন্দির ও গড়ে উঠেছে। সেই সব স্থানে প্রতিদিন প্রচুর ভক্ত সমাগম হয়। আর বিশেষ পুজোর দিনগুলিতে তিল ধারণের জায়গা থাকে না (Sai Baba Puja)।

মূলত বৃহস্পতিবার করে সাইঁ বাবার বিশেষ পুজো করা হয়। সাইঁ-কে তুষ্ট করার জন্য তাঁর পছন্দের বিশেষ কিছু খাবার ভোগ হিসাবে দেওয়া হয়। এছাড়াও তাঁর পুজোর বিশেষ কিছু মন্ত্র আছে (Sai Baba Puja), যেগুলি উচ্চারণ করে পুজো করলে সাইঁ বাবা অত্যন্ত খুশি হন। মনে করা হয় তিনি তুষ্ট হলে ভক্তের উপর থেকে সমস্ত কঠিন রোগ ব্যাধির প্রভাব দূর হয়। আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়িতে তাঁর মূর্তি স্থাপন করতে পরিবারের উপর থেকে যে কোনো অশুভ শক্তির প্রভাব দূর হয়। সেই সঙ্গে বাড়িতে আসা ইতিবাচক শক্তি বাড়িকে পবিত্র ও মঙ্গলময় করে তোলে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় পরপর ৭টি বৃহস্পতিবার নিজের বাড়িতে রাখা সাইঁ বাবার মূর্তির সামনে বসে বা সাইঁ বাবার মন্দিরে গিয়ে কয়েকটি বিশেষ পদ্ধতিতে পুজো করলে সাইঁ বাবার কৃপা লাভ করা যায়। এই শক্তিশালী উপায়গুলিতেই সন্তুষ্ট হন সাইঁ। এবং তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন (Sai Baba Puja)। বৃহস্পতিবার কোন কোন উপায়গুলি পালন করলে সাইঁ বাবার কৃপা লাভ করা যায় জেনে নিন।

সাইঁ বাবার মন্ত্র
১. ওম সাইঁ রাম
২. ওম সাইঁ গুরুদেবায় নমঃ
৩. সবার মালিক এক
৪. ওম সাইঁ দেবায় নমঃ
৫. ওম শির্ডী দেবায় নমঃ
৬. ওম সমাধিদেবায় নমঃ
৭. ওম সর্বদেবায় রূপায় নমঃ
৮. ওম শির্ডী বাসায় বিদ্মহে সচ্চিদানন্দায় ধীমহি তন্নো সাইঁ প্রচোদয়াত।
৯. ওম অজর অমরায় নমঃ
১০. ওম মালিকায় নমঃ
১১. জয় জয় সাইঁ রাম
১২. ওম সর্বজ্ঞ সর্ব দেবতা স্বরূপ অবতারা
১৩. ওম সাইঁ নমো নমঃ, শ্রী সাইঁ নমো নমঃ, জয় জয় সাইঁ নমো নমঃ, সদগুরু সাইঁ নমো নমঃ।

প্রতি বৃহস্পতিবার ভোরে উঠে স্নান সেরে সাইঁ বাবার ধ্যান এবং উপবাস করার পর সংকল্প করে সাইঁ বাবা মূর্তি বা ছবিতে গঙ্গাজল ছিটিয়ে হলুদ কাপড় পড়াতে হবে (Sai Baba Puja)। এরপর ফুল, রোলী এবং অখণ্ড চাল অর্পণ করতে হবে বাবার চরণে। এরপর বাবার সামনে ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি দিয়ে আরতি করা উচিত এবং তাঁর কাছে হলুদ ফুল অর্পণ করে হাতে ফুল ও অখণ্ড চাল রেখে বাবার কাহিনি শুনতে হবে। শেষে বেসনের লাড্ডু বা অন্য হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করতে হবে। প্রতি বৃহস্পতিবার ১০৮ বার অর্থাৎ এক মালা সাইঁ বাবার মন্ত্র জপ করতে হবে। মুক্তো বা তুলসীর মালা দিয়ে সাইঁ বাবার জপ করলে তিনি সবথেকে বেশি খুশি হন।