Pind daan tarpan: গঙ্গা অনেক দূর! এই উপায়ে বাড়িতেই করুন তর্পণ, খুশি হবেন পূর্বপুরুষরা

Do Tarpan at home following these rules: তর্পণ শব্দটি হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। এই শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। কেননা প্রতি বছর মহালয়ার দিন ভোরে অনেকেই তাঁদের পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গার ঘটে তর্পণ বা পিন্ড দান করে থাকে। প্রাচীন কাল থেকেই গঙ্গার ঘটে পিতৃ তর্পণের প্রথা চলে আসছে। মানুষ বিশ্বাস করে তাদের পূর্বপুরুষ পৃথিবীর কাছেই রয়েছে। পিতৃপক্ষে পূর্বপুরুষগণ পৃথিবী দক্ষিণ দিক হয়ে আত্মীয়দের কাছে আসে। আর তাই প্রতি বছর পিতৃপুরুষদের আত্মার শান্তি জন্য গঙ্গার ঘাটে পিতৃতর্পণ (Pind daan tarpan) করা হয়।

শাস্ত্র মতে, পিতৃপক্ষের সময় তর্পণ বা পিন্ডদান করলে পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ পাওয়া যায়। একই সাথে পিতৃদোষ কেটে যায়। ভারতের বিভিন্ন প্রান্তরে এই তর্পণ করার রীতি আলাদা আলাদা। পিতৃপক্ষের সময়ে ব্রহ্মকপাল, উজ্জয়িনীও নাসিকের মতো জায়গায় মানুষ যায় এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে। আবার আমাদের বাংলায় মহালয়ের দিন ভোরে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ দেওয়ার রীতি রয়েছে। তবে আপনি চাইলে বাড়ি থেকেও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ (Pind daan tarpan) দিতে পারবেন। কীভাবে? চলুন জেনে নিন।

পঞ্চাঙ্গ অনুযায়ী, এ বছর পিতৃপক্ষের সময় কাল শুরু হয়েছে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ৩টে ২৬মিনিট থেকে। এই তিথি শেষ হবে আগামী ১৪ই অক্টোবর ১৪ তারিখ। ভাদ্র মাসের তর্পণ খুবই শুভ। ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যার দিন পর্যন্ত চলে পিতৃপক্ষের সময়কাল। এই সময়ে বিকালের মধ্যেই তর্পণ দানের (Pind daan tarpan) কাজ মিটিয়ে ফেলা উচিত। শাস্ত্র মতে, পিতৃপক্ষের সময়কালে যমরাজ সকল পূর্বপুরুষদের মুক্তি করে দেয় এবং এ সময় পূর্বপুরুষরা পরিবারের কাছে আসে পিন্ড গ্রহণ করতে।

প্রধানত গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ, পিণ্ডদান (Pind daan tarpan) অথবা শ্রাদ্ধের কাজের প্রথা রয়েছে। তবে এই কাজ বাড়ি থেকেও করা যায়। শাস্ত্রে সে নিয়মও উল্লেখ রয়েছে। তাই বাড়িতে বসেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ডদান করতে পারেন। এতে করে তাঁদের আশীর্বাদ মেলে। যদি বাড়িতে তর্পণ দেন, সেক্ষেত্রে একটি নিয়ম মানতে হবে। এ দিন ভোরে উঠে আগে স্নান সেরে নিতে হবে। তারপর দক্ষিণমুখী হয়ে বসতে হবে। হাতে কুশ নিয়ে জলে কালো তিল ও সাদা ফুল মিশিয়ে নিতে হবে।

এই জল পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করুন। এরপর হাত জোড় করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করুন। শাস্ত্র অনুসারে, যিনি তর্পণ দেবেন তাকে এ দিন সাত্ত্বিক খাবার খেতে হবে। সন্ধ্যা নামার আগেই তর্পণের (Pind daan tarpan) কাজ মিটিয়ে নেওয়া উচিত। আর যদি একান্তই সময় না থাকে তাহলে সূর্যের অস্ত ডোবার সময় এ কাজ করতে পারেন। এভাবে নিয়ম মেনে বাড়িতে তর্পণ ও পিন্ড দান করলে বিশেষ ফল পাওয়া যায়।