Shani Dev: শনিদেবকে তুষ্ট করতে চান? তাহলে কালো কুকুরের সাথে করুন এই কাজ!

Shani Dev: শনিদেবকে তুষ্ট করতে চান? তাহলে কালো কুকুরের সাথে করুন এই কাজ! বড়বাবা হবেন মহাপ্রসন্ন, কেটে যাবে একের পর এক ফাঁড়া! দেখুন কি করবেন? কিসে খুশি হবেন মহারাজ?

১) ঘি মাখানো রুটি:

বড় ঠাকুরকে তুষ্ট করতে চান তাহলে এই কাজটি অবশ্যই করুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার রুটিতে ঘি মাখিয়ে কালো কুকুরকে খাইয়ে দিন। পৌরাণিক কাহিনী অনুসারে, কালো কুকুর হচ্ছে শনিদেবের বাহন। তাই কালো কুকুরকে এই ঘি মাখানো রুটি খাওয়াতে পারলে বড় ঠাকুরও (Shani Dev) তুষ্ট হন। এর ফলে প্রভু আপনাকে নিজের হাতে আশীর্বাদ দেন। এবং সেই আশীর্বাদ এর ফল কয়েকদিনের মধ্যেই আপনি হাতেনাতে পাবেন।

২) সরষে তেল দিয়ে বানানো খাবার:

চেষ্টা করুন শনিবার করে কোন কালো কুকুরকে সরষে তেল দিয়ে বানানো খাবার খাওয়ানোর। সরষে তেল হচ্ছে বড় ঠাকুরকে তুষ্ট করার অন্যতম একটি উপাদান। তার উপর কালো কুকুর তো বড় ঠাকুরের (Shani Dev) প্রিয় পশু। আর সেই পশুকে যদি তার প্রিয় জিনিস দিয়ে তুষ্ট করতে পারেন, আপনার জীবন থেকে শনির সাড়ে সাতি দশা, ধাইয়া সব কেটে যায়।

৩) অশ্বত্থ গাছ পুজো করুন:

জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেবকে (Shani Dev) তুষ্ট করার অন্যতম একটি উপায় হচ্ছে অশ্বত্থ গাছ পুজো। তবে পুজো করতে হলে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। কথিত আছে, যে শনিদেবকে খুশি করতে তেলে লোহার পেরেক অশ্বত্থ গাছের সামনে নিবেদন করা উচিত। এছাড়াও শনিবার করে সন্ধ্যেবেলায় একটি করে সরষে তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এতে করে তুষ্ট হন বড় ঠাকুর।

আরো পড়ুন: আগামী ৯০ দিন ৩ রাশির জীবন কাটবে চরম গরমে! শনির বিপরীত চাল দেবে ঘাড় মটকে!

৪) শনি চালিশা পাঠ:

শনিবার শুধু শনি পুজো করলেই হবে না, একই সাথে শনি চালিশা পাঠ করুন। শনি চালিশা অত্যন্ত শক্তিশালি এবং কার্যকর। এটা পাঠ করলে যেমন বড় ঠাকুর (Shani Dev) তুষ্ট হন, তেমনি আবার জীবন থেকে সমস্ত বাঁধা বিপত্তি কেটে যায়। এমনকি বড় ঠাকুরের কৃপায় ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছাতে থাকেন আপনি।

৫) হনুমানজির পুজো:

শনিবার দিন হনুমানের পূজা করাও অত্যন্ত ভালো বলে গণ্য করা হয়। শাস্ত্র অনুসারে, বড় ঠাকুর হচ্ছেন ন্যায়ের দেবতা, আর বজরংবালিও তাই। এরফলে দুজনে একে অপরের পরম বন্ধু। তাই হনুমানজির পুজো করলে কিংবা হনুমান চালিশা পাঠ করলে বড় ঠাকুর তাতে খুশি হন। এতে করে শনিদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি সূর্যপুত্র আপনার উপর শুভ ফল প্রদান করতে থাকেন।