Mahalaya rituals: ভুলেও এই কাজগুলি করবেন না মহলয়ার দিনে! নাহলে ঘোর সংকট

If you don’t want danger, don’t forget to do these things on Mahalaya day: গত ২৯ শে সেপ্টেম্বর থেকে চলছে পিতৃপক্ষ। আর মাত্র কদিন পর সর্বপিতৃ অমাবস্যা তিথিতে মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হবে। দেবীপক্ষের পূণ্য তিথিতে তর্পণ করার মাধ্যমে পূর্বপুরুষদের শ্রদ্ধাজ্ঞাপন করেন বহু মানুষ। মনে করা হয় এই দিন পূর্ব পুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে জীবনে তাদের শুভ আশির্বাদ নেমে আসে। কিন্তু মহালয়ার এই বিশেষ দিনটিতে কয়েকটি নিয়ম মেনে চলা উচিত (Mahalaya rituals)। তবেই জীবন সুখে পরিপূর্ন হয়ে উঠবে। জেনে নিন এই বিশেষ দিনে কোন কাজ করা উচিত, কি বা করা উচিত নয়।

১) যেকোনো শুভ কাজ এই দিন শুরু না করাই মঙ্গল (Mahalaya rituals)। যেমন বাড়ি বা গাড়ি কেনা, ব্যবসা শুরু, বিয়ের কথা ইত্যাদি এই দিন না করা উচিত।

২) মহালয়ার এই বিশেষ তিথিতে আমিষ খাবার না খেয়ে নিরামিষ ভোজন করাই শুভ (Mahalaya rituals)।

৩) এই দিন চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটা উচিত নয়।

৪) এই দিন খুব ভোরে উঠে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত।

৫) যে পুরুষরা তর্পণ করবেন তাদের ধুতি পরা উচিত।

৬) মহালয়ার ভোরে তর্পণ করার আগে কিছু খাবার খাওয়া উচিত নয় (Mahalaya rituals)।

৭) এই দিন গরিবদের জন্য বস্ত্র বা খাদ্য দান করা শুভ। এই দিন পশু পাখিকে খাওয়ালেও ভালো ফল লাভ করা যায়।

৮) এই দিন রামায়ণ-মহাভারত বা ভগবত গীতা পাঠ করা অত্যন্ত শুভ।