Chandra Grahan 2024: বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে দোল পূর্ণিমার দিন; আর্থিক যোগ আছে এই তিন রাশির

The first Chandra Grahan of 2024 is going to be on Dol purnima: সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2024)দুটোরই প্রভাব মানুষের জীবনে সমানভাবে পড়ে। এবছর প্রথম চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে এই তিন রাশির উপর যা বদলে দেবে এদের ভাগ্য। দোল কিংবা হোলির দিনে অর্থাৎ ২৫ মার্চ ২০২৪ তারিখে এই চন্দ্রগ্রহণ। শুরু হবে সকাল ১০টা ২৩ মিনিটে এবং শেষ হবে বেলা ৩:০২ মিনিটে। ভারতে দেখা না গেলেও বিভিন্ন রাশির উপরে এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে। এই চন্দ্রগ্রহণের শুভ এবং অশুভ দু’রকম প্রভাবে বিভিন্ন রাশির উপরে পড়বে। আসুন আজকের প্রতিবেদনে জেনে নিই কোন কোন রাশির উপরে এই গ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে।

কর্কট রাশি

এই বছর দোল পূর্ণিমায় (Chandra Grahan 2024) যে চন্দ্রগ্রহণ হতে চলেছে তা ইতিবাচক প্রভাব ফেলবে কর্কট রাশির জাতক ও জাতিকাদের ওপর। যদি দীর্ঘদিন ধরে কোন সম্পত্তি কিংবা যানবাহন কেনার প্রচেষ্টা করে থাকেন তাহলে এইটি হলো আপনার জন্য শুভ সময়। আপনার অর্থ সঞ্চয়ের শুভ যোগ রয়েছে, এমনকি নিজের মান সম্মানের প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

মেষ রাশি

বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2024) এই রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ প্রভাব ফেলবে। আপনার আর্থিক লাভ হবে নিশ্চিত এবং যা যা পরিকল্পনা করেছেন সবই বাস্তবায়িত হবে এই শুভ সময়। জীবনের সর্ব ক্ষেত্রেই আপনি সফলতা লাভ করবেন। এমনকি জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে।

আরো পড়ুনঃ বুধ ও রাহুর মিলনে ১৫ বছর পর ঘটবে চমৎকার; কোন কোন রাশির হতে আসবে টাকা?

কন্যা রাশি

যারা কন্যা রাশি জাতক জাতিকা তাদের জন্য এই চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2024) শুভ সংবাদ বয়ে নিয়ে আসবে। যারা বেকার তাদের জন্য আসবে নতুন চাকরির সংবাদ। আপনার ব্যক্তিত্ব এবং কথাবার্তা মানুষকে প্রভাবিত করবে খুব অল্প সময়ের মধ্যেই। যদি অংশীদারিত্ব কাজের চেষ্টা করেন অবশ্যই সফলতা পাবেন।

আরো পড়ুনঃ শনিদেবের প্রকোপ এড়াতে বাড়িতে লাগান এই গাছ! ফল পাবেন শীঘ্রই

চলতি বছরের এই চন্দ্রগ্রহণের শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্রে গুরুত্ব আছে তা নয় এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এই গ্রহণের ফলে গ্রহগুলো তাদের স্থান পরিবর্তন করবে, যার সরাসরি প্রভাব পড়বে বিভিন্ন রাশির উপর। শুধু আর্থিক দিক থেকেই নয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই তিন রাশির জাতক-জাতিকারা নানাবিধ সাফল্য লাভ করতে চলেছে।