Peacock feather Tips: ধনসম্পত্তি বৃদ্ধিতে ময়ূরের পালকের জুড়ি মেলা ভার; জানুন আজকের প্রতিবেদনে

Follow Peacock feather tips to increase wealth: দেশের জাতীয় পাখি ময়ূরের সৌন্দর্য যেমন অপূর্ব তেমনি তার পালকের (Peacock feather Tips) গুণাবলীও অবাক করবে আপনাকে। ময়ূরের সৌন্দর্য হারিয়ে দেবে অন্যান্য যে কোন পাখিকে। তার পালকে বিভিন্ন রং এর কারুকার্য আর কোথাও দেখতে পাওয়া যায় না। কৃষ্ণেরও ময়ূরের পালক অত্যন্ত প্রিয়। এর মহিমা কিন্তু অপরিসীম। আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন এর বাস্তুগুণ সম্পর্কে।

বর্তমানে বাস্তুশাস্ত্র অনেকেই মানে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এবং জীবনে ইতিবাচক প্রভাব বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নিতে মানুষ পছন্দ করে। বাড়ির মধ্যে যে কোনায় যদি ময়ূরের পালক (Peacock feather Tips) রাখা যায় যেমন সৌন্দর্য বৃদ্ধি হবে তেমনি বাস্তুগুণের দ্বারা আপনার বাড়িতে বজায় থাকবে ইতিবাচক প্রভাব। জ্যোতিষশাস্ত্রতে এর বিভিন্ন গুণাবলীর কথা উল্লেখ করা আছে।

ঘরে ময়ূরের পালক (Peacock feather Tips) রাখলে কি উপকার পাওয়া যাবে জানা আছে কি আপনার? আপনার ঘরের যে কোন রকম নেগেটিভ এনার্জি এটা দূর হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার ঘরে বাস্তুদোষ থেকে থাকে তাহলে আপনি এর থেকেও মুক্তি পাবেন। ঘরে সর্বদা বজায় থাকবে সুখসমৃদ্ধি এবং বৃদ্ধি পাবে ধনসম্পদ।

আরো পড়ুনঃ এই গাছ লাগালেই দূর হবে সমস্ত সমস্যা; বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি

নিজের বাড়িতে যদি ময়ূরের পালক রাখা যায় তাহলে সমস্ত রকম অশান্তি দূর হয়ে যায় এবং সকলের মুখে সর্বদা হাসি বজায় থাকে। শিশুদের মনকে প্রভাবিত করতে ময়ূরের পালক একটি অব্যর্থ উপায়। শিশুদের মনকে হাসিখুশি রাখতে এই ময়ূরের পালক খুবই সাহায্য করে। বাড়িতে আর্থিক কষ্ট দেখা দিচ্ছে ময়ূরের পালক ঘরের যে কোন কোনায় যদি স্থাপন করতে পারেন তাহলে সেই কষ্ট থেকে মুক্তি পাবেন।

আরো পড়ুনঃ জন্মতারিখ অনুসারে এই দিনে জন্মানো ব্যক্তিরা কখনোই মাথা নত করেন না; জানুন বিস্তারিত

আপনি যদি শিশুদের পড়ার ঘরে ময়ূরের পালক (Peacock feather Tips) রাখেন তাহলে তা অবশ্যই সৌন্দর্যতা বৃদ্ধি করবে এবং সাথে সাথে শিশুকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলবে। শরীরে যদি কোনো কারণে বিষক্রিয়া সৃষ্টি হয় তাহলে তা নিরাময় করতে কাজে লাগে ময়ূরের পালক। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি ভালোভাবে বজায় রাখতে চান তাহলে ময়ূরের পালক অবশ্যই ঘরে আনুন।