Dipanwita laxmi puja 2023: দীপান্বিতা লক্ষ্মীপুজোতে মেনে চলুন এই ৩টি উপায়! মা লক্ষ্মীর আশীর্বাদে রাতারাতি বড়লোক হবেন আপনি!

Follow these 3 rules to get blessings of Maa Laxmi on Dipanwita laxmi puja 2023: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো শেষ হয়ে গেলেও উৎসবের আমেজ কিন্তু এখনো শেষ হয়নি। আর মাত্র কয়েকদিন পরেই আসছে আলোর উৎসব। দিওয়ালির আলোর রোশনাইতে মেতে উঠবে দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা। দিওয়ালির উৎসবটি মোটামুটি শুরু হয়ে যায় ধনতেরাস থেকেই। আর এই উৎসবের রেশ থাকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত। এবছরের ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের ১২ তারিখে অনুষ্ঠিত হবে দিওয়ালি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো করা হয়। এবছর এই পুজো টি সম্পন্ন হবে নভেম্বরের ১২ তারিখে (Dipanwita laxmi puja 2023)।

বহু বাঙালি দের বাড়িতে এই কালীপুজোর দিন দীপান্বিতা লক্ষীপুজো করার রীতি প্রচলিত আছে। মনে করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোয় দেবী লক্ষ্মীর সঙ্গে বাড়িতে প্রবেশ করে অলক্ষী ও। তাই কালীপুজোর শুভক্ষণে লক্ষ্মী পুজোর মাধ্যমে সেই অলক্ষীকে গৃহ থেকে দূর করা হয়। মনে করা হয় এই শুভ তিথি তে লক্ষ্মীপুজো করে এবং বাড়ির চারপাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি করা হয়। এই দিন সঠিক নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো করলে ধন দেবীর আশীর্বাদে আর্থিক সমৃদ্ধি ঘটে। এই দিন লক্ষ্মীপুজোর সময় বেশ কয়েকটি নিয়ম মানার পরামর্শ দেন শাস্ত্র বিশেষজ্ঞরা (Dipanwita laxmi puja 2023)। জেনে নিন সেগুলির সম্পর্কে।

১) পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। তাই পদ্মের ওপর বসে থাকেন দেবী। দীপাবলির রাতে পদ্মের মালা দিয়ে ‘ওম কমলায় নমঃ’ মন্ত্রটি ৪১ বার জপ করা উচিত। সেই সঙ্গে মহালক্ষ্মী স্তোত্র, বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম পাঠ করলেও মেলে শুভ ফল। এর মাধ্যমে লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর বিরাজ করবে। কোনো অর্থনৈতিক সংকট আপনাকে ছুঁতে পারবে না (Dipanwita laxmi puja 2023)।

২) কড়ি ও গোমতী চক্র দেবী লক্ষ্মীর খুব প্রিয় দুটি জিনিস। দীপাবলিতে লক্ষ্মী পুজোয় ৫টি হলুদ কড়ি ও ৯টি গোমতী চক্র রেখে দিতে পারেন মা লক্ষ্মীর পদতলে। পুজোর পরের দিন এই কড়ি ও গোমতী চক্রগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে নিরাপদে রাখুন। এই কাজটি করলে কখনো আর্থিক সংকট আসে না বলেই মনে করা হয়।

৩) দীপাবলির দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। এটি আপনার বাড়ীর জন্য অত্যন্ত শুভ ফল বহন করে আনবে। দীপাবলির শুভ সময়ে বাড়িতে বা কর্মস্থলে শ্রীযন্ত্র ও মহালক্ষ্মী যন্ত্র স্থাপন করলেও শুভ ফল পাওয়া যায়। এতে দেবী লক্ষ্মী সব সময় সন্তুষ্ট থাকেন (Dipanwita laxmi puja 2023)।