Laxmi Devi Aashirbad: বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি করতে চান? পুজোর সময় মানুন এই পাঁচ নিয়ম

Follow these five rules during puja to get Laxmi Devi’s Aashirbad: জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ (Laxmi Devi Aashirbad) পেতে গেলে কিছু বিশেষ নিয়ম অবশ্যই মেনে চলতে হবে সর্বদা। নিষ্ঠা ভরে সবসময় মা লক্ষ্মীর পুজো করলে তা কার্যকরী নাও হতে পারে। পরিশ্রম করলে অবশ্যই মা লক্ষ্মী ধরা দেবে আপনার কাছে কিন্তু তার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। পৃথিবীর পরিচালিকা শক্তি হলেন দেবী লক্ষ্মীই, তিনিই ধনে এবং ধানে পরিপূর্ণ রাখেন সংসার, তার কৃপা ছাড়া আপনি কখনোই অর্থ লাভ করতে পারবেন না।

আজকের প্রতিবেদনে পাঁচটি উপায় সম্পর্কে আলোচনা করা আছে বিস্তারিতভাবে। যদি মন দিয়ে এগুলো করেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ (Laxmi Devi Aashirbad)থেকে জীবনে কখনওই বঞ্চিত হতে হবে না। কি সেই নিয়মগুলো চটজলদি একবার দেখে নেওয়া যাক। দেবী লক্ষ্মীর পূজার সময় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো দিকনির্দেশ করা। দেবী লক্ষ্মীর আরাধনার সময় আপনাকে মনে রাখতে হবে যে সর্বদা পূর্ব দিকে বসে তাঁর পূজা করা উচিত। পূর্ব দিকে বসে লক্ষ্মী দেবীর আরাধনা করলে ঘরে সমৃদ্ধি আসে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

আরো পড়ুনঃ পুজোর সময় ঠাকুরের চরণ থেকে খসে পড়ছে ফুল? নিভে যাচ্ছে প্রদীপ? জানুন কিসের ইঙ্গিত!

এছাড়াও দেবী লক্ষ্মীর পুজোর জন্য (Laxmi Devi Aashirbad)স্থান নির্বাচনের বিশেষ গুরুত্ব আছে। জ্যোতিষীদের মতামত অনুযায়ী, যে স্থানে দেবী লক্ষ্মীকে পূজা করা হবে, সেই স্থানটি বাড়ির উত্তর-পূর্ব কোণে নির্দিষ্ট করতে হবে। যদি উত্তর-পূর্ব কোণে দেবী লক্ষ্মীকে প্রতিষ্ঠা ও পূজা করা যায় তাহলে কাঙ্ক্ষিত বর পাওয়া যায়।

মা লক্ষ্মীর আরাধনার জন্য সবথেকে বিশেষ দিন হল শুক্রবার। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে শুক্রবারের মত ভাল দিন আর হয় না। জ্যোতিষীদের মত অনুযায়ী, শুক্রবার দেবী লক্ষ্মীকে ক্ষীর ও মিছরি নিবেদন করা উচিত। পাশাপাশি, অবিবাহিত মেয়েদের খাবার খাওয়ানো উচিত, এতে দেবী লক্ষ্মী খুশি হন।

মা লক্ষ্মীর আশীর্বাদ(Laxmi Devi Aashirbad) পেতে চাইলে প্রত্যেক ব্যক্তিকে তার ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যে স্থানে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, সেই স্থানটি বিশেষভাবে পরিষ্কার করা উচিত। আসলে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থান বেশি পছন্দ করে তাই যেখানেই পরিচ্ছন্নতা সেখানেই মা লক্ষ্মীর বাস। দেবীকে প্রসন্ন রাখতে আমাদের বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। পাশাপাশি দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় নোনা জল দিয়ে ঘর মুছতে হবে। জলে নুন মিশিয়ে ঘর মুছলে নেতিবাচকতা নষ্ট হয় এবং ইতিবাচক শক্তি বাস করে গৃহে, আপনার পরিবার এর ফলে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।